ETV Bharat / state

বর্ধমানের হাসপাতালে কোরোনা আক্রান্ত সন্দেহে ভরতি আরও 4 - admition

বর্ধমানের কোরোনা হাসপাতালে আজ চারজনকে ভরতি করা হয়েছে ৷ তাঁরা কোরোনা আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে ৷ এই হাসপাতালে এখনও পর্যন্ত সাতজনকে কোরোনা আক্রান্ত সন্দেহে ভরতি করা হল ৷

বর্ধমানের হাসপাতালে কোরোনা আক্রান্ত সন্দেহে ভরতি 4
বর্ধমানের হাসপাতালে কোরোনা আক্রান্ত সন্দেহে ভরতি 4
author img

By

Published : Apr 7, 2020, 11:44 PM IST

বর্ধমান, 7 এপ্রিল : কোরোনা আক্রান্ত সন্দেহে বর্ধমানে নতুন করে চারজনকে ভরতি করা হল । তাদের নমুনা কলকাতায় পাঠানো হয়েছে । জেলা প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত মোট সাতজনকে ভরতি করা হল । এদের মধ্যে ইতিমধ্যেই তিনজনের নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে ।

পূর্ব বর্ধমানের কোয়ারান্টাইন সেন্টারে এখনও পর্যন্ত মোট 218 জনকে রাখা হয়েছে । এর মধ্যে গত 24 ঘণ্টায় নতুন করে আটজনকে কোয়ারান্টাইন সেন্টারে পাঠানো হয় । এই আটজনের মধ্যে তিনজনকে বর্ধমানের কৃষি ভবনের কোয়ারান্টাইন সেন্টার এবং পাঁচজনকে কালনা পৌরসভার কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছে । কোরোনা আক্রান্ত সন্দেহ করা হচ্ছে এমন রোগীদের চিকিৎসার জন্য বর্ধমান জেলায় দু'টি কোরোনা হাসপাতাল তৈরি করা হয়েছে । একটি বর্ধমান শহর লাগোয়া গাংপুরের কেমরি হাসপাতাল, অপরটি গোদা সংলগ্ন বেঙ্গল ফেথ মেডিকা হাসপাতাল ৷

গত 24 ঘণ্টায় গাংপুরের হাসপাতালটিতে কোরোনা সন্দেহে চারজনকে ভরতি করা হয়েছে । এর ফলে সেখানে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল সাত । চারজনের নমুনা সংগ্রহ করে কলকাতায় পাঠানো হয়েছে । এর আগে যে তিনজনকে ভরতি করা হয়েছিল তাদের তিনজনের রিপোর্ট নেগেটিভ এসেছে । ফলে আপাতত স্বস্তিতে স্বাস্থ্য দপ্তর ।

বর্ধমান, 7 এপ্রিল : কোরোনা আক্রান্ত সন্দেহে বর্ধমানে নতুন করে চারজনকে ভরতি করা হল । তাদের নমুনা কলকাতায় পাঠানো হয়েছে । জেলা প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত মোট সাতজনকে ভরতি করা হল । এদের মধ্যে ইতিমধ্যেই তিনজনের নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে ।

পূর্ব বর্ধমানের কোয়ারান্টাইন সেন্টারে এখনও পর্যন্ত মোট 218 জনকে রাখা হয়েছে । এর মধ্যে গত 24 ঘণ্টায় নতুন করে আটজনকে কোয়ারান্টাইন সেন্টারে পাঠানো হয় । এই আটজনের মধ্যে তিনজনকে বর্ধমানের কৃষি ভবনের কোয়ারান্টাইন সেন্টার এবং পাঁচজনকে কালনা পৌরসভার কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছে । কোরোনা আক্রান্ত সন্দেহ করা হচ্ছে এমন রোগীদের চিকিৎসার জন্য বর্ধমান জেলায় দু'টি কোরোনা হাসপাতাল তৈরি করা হয়েছে । একটি বর্ধমান শহর লাগোয়া গাংপুরের কেমরি হাসপাতাল, অপরটি গোদা সংলগ্ন বেঙ্গল ফেথ মেডিকা হাসপাতাল ৷

গত 24 ঘণ্টায় গাংপুরের হাসপাতালটিতে কোরোনা সন্দেহে চারজনকে ভরতি করা হয়েছে । এর ফলে সেখানে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল সাত । চারজনের নমুনা সংগ্রহ করে কলকাতায় পাঠানো হয়েছে । এর আগে যে তিনজনকে ভরতি করা হয়েছিল তাদের তিনজনের রিপোর্ট নেগেটিভ এসেছে । ফলে আপাতত স্বস্তিতে স্বাস্থ্য দপ্তর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.