ETV Bharat / state

বর্ধমানের কোরোনা হাসপাতালে তিন জনের মৃত্যু - corona virus

বর্ধমানের কোরোনা হাসপাতালে যে তিনজনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্য়ে একজনের রিপোর্ট COVID-19 পজ়িটিভ ।

ছবি
ছবি
author img

By

Published : May 5, 2020, 9:51 PM IST

বর্ধমান, 5 মে : বর্ধমানের কোরোনা হাসপাতালে তিনজনের মৃত্যু হল। তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা শুরু হয়েছে । ইতিমধ্যেই একজনের রিপোর্ট পজ়িটিভ এসেছে।

আজ জেলা প্রশাসনের দেওয়া বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় বর্ধমানের কোরোনা হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে । ইতিমধ্যে তাঁদের সোয়াব নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এপর্যন্ত একজনের রিপোর্ট হাতে এসেছে । ওই মৃতের রিপোর্ট COVID-19 পজ়িটিভ ।

জেলা স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে, নতুন করে 38 জন ভরতি হয়েছেন বর্ধমানের ওই কোরোনা হাসপাতালে । 16 জন সুস্থ হওয়ায়, তাঁদের আজ ছুটি দেওয়া হয়েছে । বর্তমানে সেখানে ভরতি রয়েছেন 32 জন । এদের মধ্যে পাঁচজনকে CCU-তে রাখা হয়েছে। অক্সিজেন দেওয়া হচ্ছে দশজনকে।

বর্ধমান, 5 মে : বর্ধমানের কোরোনা হাসপাতালে তিনজনের মৃত্যু হল। তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা শুরু হয়েছে । ইতিমধ্যেই একজনের রিপোর্ট পজ়িটিভ এসেছে।

আজ জেলা প্রশাসনের দেওয়া বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় বর্ধমানের কোরোনা হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে । ইতিমধ্যে তাঁদের সোয়াব নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এপর্যন্ত একজনের রিপোর্ট হাতে এসেছে । ওই মৃতের রিপোর্ট COVID-19 পজ়িটিভ ।

জেলা স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে, নতুন করে 38 জন ভরতি হয়েছেন বর্ধমানের ওই কোরোনা হাসপাতালে । 16 জন সুস্থ হওয়ায়, তাঁদের আজ ছুটি দেওয়া হয়েছে । বর্তমানে সেখানে ভরতি রয়েছেন 32 জন । এদের মধ্যে পাঁচজনকে CCU-তে রাখা হয়েছে। অক্সিজেন দেওয়া হচ্ছে দশজনকে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.