ETV Bharat / state

কালনায় পথ দুর্ঘটনায় মৃত 3, আহত 11 - পথ দুর্ঘটনা

দু'টি আলাদা জায়গায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের ৷ আহত প্রায় 11 জন ৷ ছোটো একটি ট্রাকে চেপে ব্যান্ড পার্টির 12 জনের একটি দল মন্তেশ্বরের মাঝেরগ্রামের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে ৷ অন্যদিকে বাইক থেকে পড়ে মৃত্যু হয় এক যুবতির ৷

কালনায় পথ দুর্ঘটনা
author img

By

Published : Oct 3, 2019, 8:02 PM IST

কালনা, 3 অক্টোবর : দু'টি আলাদা জায়গায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের ৷ আহত প্রায় 11 জন ৷ ঘটনা দু'টি নাদনঘাট ও মন্তেশ্বর থানা এলাকার ৷ আহতরা কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ আগামীকাল মৃতদের ময়নাতদন্ত হবে ৷

ছোটো একটি ট্রাকে চেপে ব্যান্ড পার্টির 12 জনের একটি দল মন্তেশ্বরের মাঝেরগ্রামের দিকে যাচ্ছিল ৷ নাদনঘাট থানার নওপাড়া ও নাদনঘাট ব্রিজের মাঝে বর্ধমান-নবদ্বীপ রুটে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উলটে যায় ৷ একটি বাইকে গিয়ে ধাক্কা মারে ৷ ঘটনায় 12 জন যাত্রী গুরুতর আহত হয় ৷ নেপাল সর্দার ও অজয় দাস নামে দুই ব্যক্তির মৃত্যু হয় ৷ মৃতদের বাড়ি নবদ্বীপের মালঞ্চপাড়া এলাকায় ৷ আহতদের কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

অন্যদিকে, ভাইয়ের বাইকে চেপে যাওয়ার সময় গাড়ি থেকে পড়ে বাসের ধাক্কায় মৃত্যু হয় প্রিয়াঙ্কা বিবি (30) নামে এক যুবতির ৷ বাড়ি মেমারির আশাপুর এলাকায় ৷ প্রিয়াঙ্কা তাঁর ছেলেকে নিয়ে ভাইয়ের বাইকে চেপে আব্বার বাড়ি মন্তেশ্বরের কুলুট থেকে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন ৷ সেসময় বাইক থেকে পড়ে বাসের ধাক্কায় মৃত্যু হয় তাঁর ৷

কালনা, 3 অক্টোবর : দু'টি আলাদা জায়গায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের ৷ আহত প্রায় 11 জন ৷ ঘটনা দু'টি নাদনঘাট ও মন্তেশ্বর থানা এলাকার ৷ আহতরা কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ আগামীকাল মৃতদের ময়নাতদন্ত হবে ৷

ছোটো একটি ট্রাকে চেপে ব্যান্ড পার্টির 12 জনের একটি দল মন্তেশ্বরের মাঝেরগ্রামের দিকে যাচ্ছিল ৷ নাদনঘাট থানার নওপাড়া ও নাদনঘাট ব্রিজের মাঝে বর্ধমান-নবদ্বীপ রুটে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উলটে যায় ৷ একটি বাইকে গিয়ে ধাক্কা মারে ৷ ঘটনায় 12 জন যাত্রী গুরুতর আহত হয় ৷ নেপাল সর্দার ও অজয় দাস নামে দুই ব্যক্তির মৃত্যু হয় ৷ মৃতদের বাড়ি নবদ্বীপের মালঞ্চপাড়া এলাকায় ৷ আহতদের কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

অন্যদিকে, ভাইয়ের বাইকে চেপে যাওয়ার সময় গাড়ি থেকে পড়ে বাসের ধাক্কায় মৃত্যু হয় প্রিয়াঙ্কা বিবি (30) নামে এক যুবতির ৷ বাড়ি মেমারির আশাপুর এলাকায় ৷ প্রিয়াঙ্কা তাঁর ছেলেকে নিয়ে ভাইয়ের বাইকে চেপে আব্বার বাড়ি মন্তেশ্বরের কুলুট থেকে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন ৷ সেসময় বাইক থেকে পড়ে বাসের ধাক্কায় মৃত্যু হয় তাঁর ৷

Intro:দুটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু তিনজনের, আহত ১১

সন্তোষ দাস, কালনা

দুটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হোলো তিনজনের।আহত হয়েছেন এগারোজন।ঘটনা দুটি ঘটেছে নাদনঘাট ও মন্তেশ্বর থানা এলাকায়।আহতরা চিকিৎসাধীন কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।মৃতদেহগুলি ময়নাতদন্ত করা হবে বলে জানা যায় কালনা হাসপাতালসূত্রে।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায় যে,ছোটো ট্রাকে চেপে ব্যান্ড পার্টির ১২ জনের একটি দল মন্তেশ্বরের মাঝেরগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলো।বৃহস্পতিবার বেলার দিকে নাদনঘাট থানার নওপাড়া ও নাদনঘাট ব্রিজের মাঝে বর্ধমান-নবদ্বীপ রুটে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায় ও একটি মোটরবাইককে ধাক্কা মারে।এরপরেই পাল্টি খাওয়া গাড়ির বারো জন যাত্রী যাত্রী চারদিকে ছিটকে পড়ে রক্তাক্ত ও গুরুতর জখম হয়।এরপরেই তাদের কালনা সুপার ষ্পেশালিটি হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় নেপাল সর্দার ও অজয় দাস নামে দুজনের মৃত্যু হয়।মৃতদের বাড়ি নবদ্বীপ মালন্চপাড়া এলাকায়।আহতদের মধ্যে কালনা শহরেরও বেশ কয়েকজন রয়েছে বলে জানা যায়।মৃতদের পরিবারের অভিযোগ কঙ্কালসার রাস্তার কারণেই এই দুর্ঘটনা।রাস্তা সারাইয়ের দাবিতে স্থানীয়রা সরব হলেও প্রশাসনের ঢিলেমি রয়েছে।
অন্যদিকে ভাইয়ের মোটরবাইকে চেপে যাওয়ার সময় গাড়ি থেকে পড়ে গিয়ে বাসের ধাক্কায় মৃত্যু হোলো প্রিয়াংকা বিবি(৩০)নামে এক বধূর।তার বাড়ি মেমারীর আশাপুর এলাকায়।স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায় যে,ওই বধূ তার শিশুপুত্রকে নিয়ে ভাইয়ের মোটরবাইকে চেপে বাপের বাড়ি মন্তেশ্বরের কুলুট থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলো।বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ ভাইয়ের গাড়ি থেকে পড়ে গেলে একটি চলন্ত বাস ওই বধূকে পিষে দেয়।ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।Body:দুটি পৃথক দুর্ঘটনায় Conclusion:মৃত্যু তিনজনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.