বর্ধমান, 5 অগাস্ট : আজ অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো ছিল । সেই উপক্ষ্যে BJP নেতৃত্বের তরফে বর্ধমানের ইচলাবাসে 10 নম্বর ওয়ার্ডের একটি মাঠে রামের পুজোর আয়োজন করা হয় । কথা ছিল, BJP-র নেতারা মিছিল করে সেখানে উপস্থিত হবেন । তারপর পুজো করবেন । কিন্তু, রাজ্যজুড়ে লকডাউন চলায় পুলিশ মাঝপথেই মিছিল আটকে দেয় । তাই পূর্বনির্ধারিত জায়গায় পুজো করতে পারেনি তারা । পরে নেতা-কর্মীরা ইচলাবাসের তিন নম্বর ওয়ার্ডের একটি স্কুলে পুজো করেন ।
এই বিষয়ে BJP নেতা শুভম নিয়োগী বলেন, “মুখ্যমন্ত্রীর কাছে আজকের দিনে লকডাউন করার বিষয়টি পুনর্বিবেচনা করার আর্জি জানানো হয়েছিল । কিন্তু তা সত্ত্বেও তিনি আজকের দিনে লকডাউন বহাল রেখেছেন । রাম মন্দিরের যেখানে ভূমিপুজো হচ্ছে, সারা দেশের মানুষ এই ঐতিহাসিক মুহূর্তকে উদযাপন করছে, সেই দিনই রাজ্যের মুখ্যমন্ত্রী অসংখ্য মানুষের ভাবাবেগে আঘাত করে লকডাউনের সিদ্ধান্ত বহাল রেখেছেন ।”
তিনি আরও বলেন, “একটি পুজোর আয়োজন করা হয়েছে । সেখানে অল্প কয়েকজন সদস্য মিলে উপস্থিত হতে গেলে পুলিশ আমাদের আটকায় । ঠিকমতো পুজো পরিচালনা করতে দেওয়া হয়নি । মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে যেভাবে দ্বিচারিতা করছেন তার ফল আগামী 21-এর নির্বাচনে সাধারণ মানুষ তাঁকে বুঝিয়ে দেবে ।”