ETV Bharat / state

আসানসোলের স্কুলে চুরি - theft from a school at asansole

আসানসোলের জনবহুল এলাকার একটি স্কুলে চুরি হয়েছে । নথিপত্র তছনছ করা হয়েছে । তদন্ত শুরু ।

aa
তদন্ত
author img

By

Published : May 2, 2020, 11:32 AM IST

আসানসোল, 2 মে : লকডাউনের মধ্যে আসানসোলের স্কুলে চুরি । আসানসোল উত্তর থানার অন্তর্গত কল্যাণপুরের সুকান্ত প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয় গতকাল । চুরি গেছে স্কুলের বেশ কিছু সম্পত্তি । তছনছ করা হয়েছে নথি । কে বা কারা চুরি করেছে তা জানা যায়নি । তদন্ত শুরু হয়েছে ।

গতরাতে নিরাপত্তারক্ষী এসে দেখতে পান স্কুল গেটের তালা ভাঙা । স্কুলে ঢুকে দেখেন অফিসঘরের ফ্যান নেই । আলমারি ভাঙা । চারপাশে প্রচুর নথি ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে । স্কুল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয় । লকডাউনের কারণে আজ সকালে শিক্ষকরা আসতে পারেননি । স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল নেতা অলোক মুখোপাধ্যায় জানান, অনুমান করা হচ্ছে দুপুরের দিকে চুরি হয়েছে । পুলিশকে জানানো হয়েছে । তদন্ত শুরু হয়েছে । আশা করছি, দ্রুত চোরেরা ধরা পড়বে ।

দুষ্কৃতীরা আলমারি থেকে কী কী চুরি করেছে তা এখনও মিলিয়ে দেখা হয়নি। এর মধ্যে ছড়িয়েছে কোরোনার আতঙ্ক । যারা চুরি করতে এসেছিল তারা যদি কেউ কোরোনা সংক্রমিত হয়ে থাকে তবে তাদের ঘাঁটাঘাঁটি করা নথি-পত্র অন্য কেউ মিলিয়ে দেখতে গেলে তাঁরও কোরোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকবে । সেই আশঙ্কা থেকেই নথিপত্র মিলিয়ে দেখা হয়নি । স্কুলে স্যানিটাইজ়েশনের পর সমস্ত কিছু মিলিয়ে দেখা হবে । আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

আসানসোল, 2 মে : লকডাউনের মধ্যে আসানসোলের স্কুলে চুরি । আসানসোল উত্তর থানার অন্তর্গত কল্যাণপুরের সুকান্ত প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয় গতকাল । চুরি গেছে স্কুলের বেশ কিছু সম্পত্তি । তছনছ করা হয়েছে নথি । কে বা কারা চুরি করেছে তা জানা যায়নি । তদন্ত শুরু হয়েছে ।

গতরাতে নিরাপত্তারক্ষী এসে দেখতে পান স্কুল গেটের তালা ভাঙা । স্কুলে ঢুকে দেখেন অফিসঘরের ফ্যান নেই । আলমারি ভাঙা । চারপাশে প্রচুর নথি ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে । স্কুল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয় । লকডাউনের কারণে আজ সকালে শিক্ষকরা আসতে পারেননি । স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল নেতা অলোক মুখোপাধ্যায় জানান, অনুমান করা হচ্ছে দুপুরের দিকে চুরি হয়েছে । পুলিশকে জানানো হয়েছে । তদন্ত শুরু হয়েছে । আশা করছি, দ্রুত চোরেরা ধরা পড়বে ।

দুষ্কৃতীরা আলমারি থেকে কী কী চুরি করেছে তা এখনও মিলিয়ে দেখা হয়নি। এর মধ্যে ছড়িয়েছে কোরোনার আতঙ্ক । যারা চুরি করতে এসেছিল তারা যদি কেউ কোরোনা সংক্রমিত হয়ে থাকে তবে তাদের ঘাঁটাঘাঁটি করা নথি-পত্র অন্য কেউ মিলিয়ে দেখতে গেলে তাঁরও কোরোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকবে । সেই আশঙ্কা থেকেই নথিপত্র মিলিয়ে দেখা হয়নি । স্কুলে স্যানিটাইজ়েশনের পর সমস্ত কিছু মিলিয়ে দেখা হবে । আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.