পূর্ব বর্ধমান, 19 ফেব্রুয়ারি : হেরোইন নেওয়ার প্রতিবাদ করায় এক যুবককে মারধরের অভিযোগ উঠল একদল মাদকাসক্তের বিরুদ্ধে। পূর্ব বর্ধমান জেলার কালনার বারুইপাড়া এলাকার ঘটনা । আহত অবস্থায় ওই যুবককে কালনা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। ওই যুবকের চোখে ও মাথায় আঘাত লেগেছে।
স্থানীয় সূত্রে খবর, কালনার বারুইপাড়া এলাকায় দিনে রাতে বিভিন্ন সময় অসামাজিক কাজকর্ম চলে । গতকাল সন্ধের পরে গোপী দাস, বান্টি দাস সহ কয়েকজন যুবক মাদক নিচ্ছিল । সেই সময় রাকেশ ঘোষ নামে এক যুবক তা দেখে প্রতিবাদ করেন । তিনি ওই যুবকদের হাতে থাকা হেরোইন কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেন। সেই সময় গোপী ও বান্টি সহ বেশ কয়েকজন মিলে রাকেশকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। তাঁর মাথায় ও চোখে আঘাত লাগে। ঘটনার সময় স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। আহত অবস্থায় ওই যুবককে কালনা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে।
আরও পড়ুন : কোকেন-সহ গ্রেপ্তার যুব মোর্চার নেত্রী পামেলা ও তাঁর সঙ্গী
হাসপাতালে আহত অবস্থায় রাকেশ অভিযোগ করেন, ‘‘বান্টি, গোপী সহ কয়েকজন আরও কয়েকটা ছেলেকে মাদক নিতে উৎসাহ দিচ্ছিল। আমি দেখতে পেয়ে তাদের হাত থেকে হেরোইন কেড়ে নিয়ে ফেলে দিই। এরপর বান্টি, গোপীরা বলতে থাকে এত দামি জিনিস কেন ফেলে দিলি ? এরপর আমাকে মাটিতে ফেলে মারধর করে। স্থানীয়রা ছুটে এলে তারা পালিয়ে যায়। "
নেশা করার প্রতিবাদ করায় যুবককে মারধর - নেশা
স্থানীয় সূত্রে খবর, কালনার বারুইপাড়া এলাকায় দিনে রাতে বিভিন্ন সময় অসামাজিক কাজকর্ম চলে। গতকাল সন্ধের পরে গোপী দাস, বান্টি দাস সহ কয়েকজন যুবক মাদক নিচ্ছিল । সেই সময় রাকেশ ঘোষ নামে এক যুবক তা দেখে প্রতিবাদ করেন। তিনি ওই যুবকদের হাতে থাকা হেরোইন কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেন। সেইসময় গোপী ও বান্টি সহ কয়েকজন মিলে রাকেশকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে।
পূর্ব বর্ধমান, 19 ফেব্রুয়ারি : হেরোইন নেওয়ার প্রতিবাদ করায় এক যুবককে মারধরের অভিযোগ উঠল একদল মাদকাসক্তের বিরুদ্ধে। পূর্ব বর্ধমান জেলার কালনার বারুইপাড়া এলাকার ঘটনা । আহত অবস্থায় ওই যুবককে কালনা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। ওই যুবকের চোখে ও মাথায় আঘাত লেগেছে।
স্থানীয় সূত্রে খবর, কালনার বারুইপাড়া এলাকায় দিনে রাতে বিভিন্ন সময় অসামাজিক কাজকর্ম চলে । গতকাল সন্ধের পরে গোপী দাস, বান্টি দাস সহ কয়েকজন যুবক মাদক নিচ্ছিল । সেই সময় রাকেশ ঘোষ নামে এক যুবক তা দেখে প্রতিবাদ করেন । তিনি ওই যুবকদের হাতে থাকা হেরোইন কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেন। সেই সময় গোপী ও বান্টি সহ বেশ কয়েকজন মিলে রাকেশকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। তাঁর মাথায় ও চোখে আঘাত লাগে। ঘটনার সময় স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। আহত অবস্থায় ওই যুবককে কালনা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে।
আরও পড়ুন : কোকেন-সহ গ্রেপ্তার যুব মোর্চার নেত্রী পামেলা ও তাঁর সঙ্গী
হাসপাতালে আহত অবস্থায় রাকেশ অভিযোগ করেন, ‘‘বান্টি, গোপী সহ কয়েকজন আরও কয়েকটা ছেলেকে মাদক নিতে উৎসাহ দিচ্ছিল। আমি দেখতে পেয়ে তাদের হাত থেকে হেরোইন কেড়ে নিয়ে ফেলে দিই। এরপর বান্টি, গোপীরা বলতে থাকে এত দামি জিনিস কেন ফেলে দিলি ? এরপর আমাকে মাটিতে ফেলে মারধর করে। স্থানীয়রা ছুটে এলে তারা পালিয়ে যায়। "