ETV Bharat / state

ত্রাণ নিয়ে রাজনীতি করলে দল ব্যবস্থা নেবে: স্বপন দেবনাথ

ত্রাণ নিয়ে দলীয় কর্মীদের সতর্ক করলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ।

SWAPAN DEBNATH
SWAPAN DEBNATH
author img

By

Published : Jun 28, 2020, 1:00 AM IST

বর্ধমান, 27 জুন : ত্রাণ নিয়ে কড়া বার্তা রাজ্যের মন্ত্রীর। ত্রাণ নিয়ে কোনও ভাবেই রাজনীতি করা যাবে না। দলীয় কর্মীদের সতর্ক করলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন বর্ধমান শহরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশ, ত্রাণ নিয়ে কোনও ভাবেই রাজনীতি ও বিশৃঙ্খলা করা যাবে না। ত্রাণ দেওয়ার সময় কোনও রাজনৈতিক রঙ দেখা হবে না। যদি কারও বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে দল।”

পূর্ব বর্ধমান জেলার দলীয় কর্মীদের উদ্দেশ্যে এদিন তিনি বলেন, “জেলার দলীয় কর্মীরা যদি ত্রাণ নিয়ে রাজনীতি করে তাহলে তা বরদাস্ত করা হবে না। পঞ্চায়েত থেকে জেলা পরিষদ কিংবা বিধায়ক, সাংসদ কেউ যদি দলের নাম ভাঙিয়ে ত্রাণ নিয়ে রাজনীতি করে অথবা তাঁদের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ ওঠে তাহলে তৃণমূল কংগ্রেস তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।”

দলীয় সূত্রে জানা গিয়েছ, ইতিমধ্যেই ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় দলের পক্ষ থেকে বেশ কয়েকজন নেতাকর্মীকে শোকজ করা হয়েছে। সূত্রের খবর, তাঁদের মধ্যে অনেককে বহিষ্কার করা হতে পারে।যদিও বিষয়টি নিয়ে মন্ত্রী মুখ খুলতে চাননি।

অপরদিকে, BJP-এর বিরুদ্ধে তোপ দেগে মন্ত্রী বলেন, “দেশপ্রেমের কথা বলে BJP দেশ বিরোধী ও সম্প্রীতি বিনষ্টকারীদের জেল থেকে ছাড়ার ব্যবস্থা করেছে। রাজ্যের মানুষ যখন এই সংকটে বিপর্যস্ত সেই সময় শুধুমাত্র রাজনীতির স্বার্থে BJP রাজ্যের মানুষকে বঞ্চিত করছে।”

বর্ধমান, 27 জুন : ত্রাণ নিয়ে কড়া বার্তা রাজ্যের মন্ত্রীর। ত্রাণ নিয়ে কোনও ভাবেই রাজনীতি করা যাবে না। দলীয় কর্মীদের সতর্ক করলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন বর্ধমান শহরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশ, ত্রাণ নিয়ে কোনও ভাবেই রাজনীতি ও বিশৃঙ্খলা করা যাবে না। ত্রাণ দেওয়ার সময় কোনও রাজনৈতিক রঙ দেখা হবে না। যদি কারও বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে দল।”

পূর্ব বর্ধমান জেলার দলীয় কর্মীদের উদ্দেশ্যে এদিন তিনি বলেন, “জেলার দলীয় কর্মীরা যদি ত্রাণ নিয়ে রাজনীতি করে তাহলে তা বরদাস্ত করা হবে না। পঞ্চায়েত থেকে জেলা পরিষদ কিংবা বিধায়ক, সাংসদ কেউ যদি দলের নাম ভাঙিয়ে ত্রাণ নিয়ে রাজনীতি করে অথবা তাঁদের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ ওঠে তাহলে তৃণমূল কংগ্রেস তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।”

দলীয় সূত্রে জানা গিয়েছ, ইতিমধ্যেই ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় দলের পক্ষ থেকে বেশ কয়েকজন নেতাকর্মীকে শোকজ করা হয়েছে। সূত্রের খবর, তাঁদের মধ্যে অনেককে বহিষ্কার করা হতে পারে।যদিও বিষয়টি নিয়ে মন্ত্রী মুখ খুলতে চাননি।

অপরদিকে, BJP-এর বিরুদ্ধে তোপ দেগে মন্ত্রী বলেন, “দেশপ্রেমের কথা বলে BJP দেশ বিরোধী ও সম্প্রীতি বিনষ্টকারীদের জেল থেকে ছাড়ার ব্যবস্থা করেছে। রাজ্যের মানুষ যখন এই সংকটে বিপর্যস্ত সেই সময় শুধুমাত্র রাজনীতির স্বার্থে BJP রাজ্যের মানুষকে বঞ্চিত করছে।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.