মেমারি (পূর্ব বর্ধমান), 8 মে : গুগল আর্টস অ্যান্ড কালচার মিউজিয়ামে বর্ধমানের মেয়ে দিগন্তিকা বোসের তৈরি মাস্ক সংরক্ষণ করা হল । পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা দিগন্তিকা বোস দ্বাদশ শ্রেণীর ছাত্রী । তিনি যে মাস্ক তৈরি করেছেন, তার নাম ভাইরাস ডিটারেন্ট মাক্স 2020 । এই মাস্কের বৈশিষ্ট্য হল, যে কোনও ধরনের ভাইরাস এই মাস্কের ধারে কাছে এলে সেই ভাইরাস মরে যাবে এমনই দাবি করছেন দিগন্তিকা বোস ।
আরও পড়ুন : ভারতে 10 কোটি ডলারের বেশি মূল্যের করোনা সরঞ্জাম পাঠাচ্ছে আমেরিকা
গুগল আর্টস অ্যান্ড কালচার হাই রেজুলিউশন চিত্র ও ভিডিয়ো আকারে, বিশ্বজুড়ে বিশ্বের সেরা শিল্পকর্ম পণ্য ও সাংস্কৃতিক নিদর্শনগুলি সংরক্ষণ প্রদর্শনের জন্য 2011 সালে একটি অনলাইন মিউজিয়াম প্রতিষ্ঠা করে । সেই মিউজিয়ামে দিগন্তিকা বোসের বানানো মাস্কটি দুনিয়ার সেরা ডিজাইনের একটি হিসেবে নির্বাচিত হয়েছে ৷ তাই এই মাস্কের ডিজাইনকে মিউজিয়ামে স্থান দেওয়া হয়েছে । দিগন্তিকা বোসের মতে ঋণাত্মক কোনও আয়ন বাতাসে ঘুরে বেড়ানো ভাইরাসের সংস্পর্শে এলে বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাসকে ধ্বংস করে দেয় । তার মাস্কের মধ্যে ব্যাটারি চালিত দুটো ফিল্টার টিউব ব্যবহার করা হয়েছে । সেখানে যে ঋণাত্মক আয়ন উৎপন্ন হবে, তা মাস্কের মধ্যে ধুলোকণা ও ভাইরাসকে ধ্বংস করে দেবে । এছাড়া টিউব দু’টির মধ্যে সাবানজল আছে । করোনা আক্রান্ত কোনও ব্যক্তি সেই মাস্ক পরলে, তার নিশ্বাস থেকে বেরোনো ভাইরাস সাবানজলের সংস্পর্শে আসা মাত্রই ধ্বংস হয়ে যাবে । দিগন্তিকার এই সাফল্যে খুশি তাঁর পরিবারও ।
উচ্ছ্বসিত দিগন্তিকা বলেন, এই সাফল্য আরও এগিয়ে যাওয়ার অক্সিজেন জোগাবে তাঁকে ।