ETV Bharat / state

12 দফা দাবি নিয়ে বিক্ষোভ বর্ধমানের ABVP সংগঠনের ছাত্রছাত্রীর - বিক্ষোভে ABVP সংগঠনের ছাত্রছাত্রীরা

বর্ধমানের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা 12 দফা দাবি নিয়ে একাধিক কলেজের সামনে বিক্ষোভ দেখায় । রাজ্যপাল-মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীকে দাবিগুলি মেইল করা হয়েছে ।

ABVP mailed to Governor, CM, Education Minister
বিভিন্ন দাবি নিয়ে ABVP-র মেইল
author img

By

Published : Jun 4, 2020, 6:28 PM IST

বর্ধমান, 4 জুন : শিক্ষাক্ষেত্রে ফি মকুব, হস্টেল ফি মকুব, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে টিউশন ফি হ্রাস, ছাত্রছাত্রীদের বৃত্তি ও স্কলারশিপ দেওয়াসহ 12 দফা দাবি নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হল BJP-র ছাত্র সংগঠন ABVP । বুধবার বর্ধমানের পূর্বস্থলী ও কালনার একাধিক কলেজের সামনে ছাত্রছাত্রীরা বিক্ষোভে বসে । এদিন রাজ্যপাল-মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রী-বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দাবিগুলি নিয়ে মেইল করে ।

কোরোনা মোকাবিলার সমস্ত সতর্কতা মেনেই অবস্থান বিক্ষোভে বসেছে ছাত্রছাত্রীরা । মুখে মাস্ক, হাতে গ্লভস ও সামাজিক দূরত্ব মেনেই দফায় দফায় দাবির পোস্টার নিয়ে পূর্বস্থলী কলেজের সামনে বিক্ষোভ দেখায় । ABVP সংগঠনের নেওয়া মূল দাবিটি হল- দীর্ঘ মেয়াদি লকডাউনে ছাত্রছাত্রীদের পড়াশুনার যথেষ্ট ক্ষতি হয়েছে । তাই বাড়তি ক্লাস নেওয়ার মাধ্যমে সিলেবাস শেষ করতে হবে অধ্যাপক-অধ্যাপিকাদের ।

সকল ছাত্রছাত্রীদের স্কলারশিপ ও স্টাইপেন্ড দ্রুত মিটিয়ে দিতে হবে । বেসরকারি প্রতিষ্ঠানে টিউশন ফি কমানোর দাবি জানায় বিক্ষোভকারীরা । এদিনের বিক্ষোভে ছাত্রছাত্রীরা জানায়, তাদের এই 12 দফা দাবি পূরণ না হলে আগামীদিনে আরও বৃহৎ আন্দোলনে যোগ দেবে ।

বর্ধমান, 4 জুন : শিক্ষাক্ষেত্রে ফি মকুব, হস্টেল ফি মকুব, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে টিউশন ফি হ্রাস, ছাত্রছাত্রীদের বৃত্তি ও স্কলারশিপ দেওয়াসহ 12 দফা দাবি নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হল BJP-র ছাত্র সংগঠন ABVP । বুধবার বর্ধমানের পূর্বস্থলী ও কালনার একাধিক কলেজের সামনে ছাত্রছাত্রীরা বিক্ষোভে বসে । এদিন রাজ্যপাল-মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রী-বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দাবিগুলি নিয়ে মেইল করে ।

কোরোনা মোকাবিলার সমস্ত সতর্কতা মেনেই অবস্থান বিক্ষোভে বসেছে ছাত্রছাত্রীরা । মুখে মাস্ক, হাতে গ্লভস ও সামাজিক দূরত্ব মেনেই দফায় দফায় দাবির পোস্টার নিয়ে পূর্বস্থলী কলেজের সামনে বিক্ষোভ দেখায় । ABVP সংগঠনের নেওয়া মূল দাবিটি হল- দীর্ঘ মেয়াদি লকডাউনে ছাত্রছাত্রীদের পড়াশুনার যথেষ্ট ক্ষতি হয়েছে । তাই বাড়তি ক্লাস নেওয়ার মাধ্যমে সিলেবাস শেষ করতে হবে অধ্যাপক-অধ্যাপিকাদের ।

সকল ছাত্রছাত্রীদের স্কলারশিপ ও স্টাইপেন্ড দ্রুত মিটিয়ে দিতে হবে । বেসরকারি প্রতিষ্ঠানে টিউশন ফি কমানোর দাবি জানায় বিক্ষোভকারীরা । এদিনের বিক্ষোভে ছাত্রছাত্রীরা জানায়, তাদের এই 12 দফা দাবি পূরণ না হলে আগামীদিনে আরও বৃহৎ আন্দোলনে যোগ দেবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.