ETV Bharat / state

Child Death: শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, কাঠগড়ায় কালনা মহকুমা হাসপাতাল - tension due to child death

কালনা মহকুমা হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য (Child Death at Kalna)৷ পরিস্থিতি সামাল দিতে এল পুলিশ ৷

Etv Bharat
কালনা মহকুমা হাসপাতালে শিশুমৃত্যু
author img

By

Published : Jan 22, 2023, 7:25 AM IST

কালনা, 22 জানুয়ারি: শ্বাসনালীতে খাবার আটকে 9 মাসের শিশুমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়াল কালনা মহকুমা হাসপাতালে (Tension Due to Child Death at Kalna SD Hospital) । মৃত শিশুর নাম মিষ্টি হালদার । পরিবারের অভিযোগ চিকিৎসকদের গাফিলতির জেরেই শিশুটি মারা গিয়েছে ৷ খবর পেয়ে কালনা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ।

শিশুর পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিকেল নাগাদ ওই শিশুটির শ্বাসনালীতে খাবার আটকে যায় । এরপরই তড়িঘড়ি তার পরিবারের সদস্যরা কালনা মহকুমা হাসপাতালে ভরতি করেন শিশুটিকে । সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । পরিবারের দাবি, শিশুটিকে বাড়ি নিয়ে যাওয়ার পরেও তার শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক ছিল অথচ না দেখেই চিকিৎসক কীভাবে মৃত ঘোষণা করে দিতে পারেন । এরপরই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে শিশুর পরিবারের লোকেরা উত্তেজিত হয়ে পড়েন । হাসপাতালে শুরু হয় চিৎকার চেঁচামেচি । পরিস্থিতি খারাপের দিকে গেলে পুলিশে খবর দেওয়া হয় । কালনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ।

এই বিষয়ে কালনা হাসপাতালের ডেপুটি সুপার গৌতম বিশ্বাস বলেন, "এই ধরনের একটা ঘটনার কথা শুনেছি কিন্তু কোনও লিখিত অভিযোগ পাইনি । একটা অসুস্থ শিশুকে ইমারজেন্সিতে নিয়ে আসা হয়েছিল । চিকিৎসকেরা চেক আপ করে বুঝতে পারেন শিশুটি মারা গিয়েছে । সেটা পরিবারকে জানালে তাঁরা শিশুটিকে বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় । তাঁরা বাড়িতে নিয়ে যাওয়ার পরে হয়তো আটকে থাকা খাবার বেরিয়ে যায়, তখন তাদের মনে হয় শিশুটি বেঁচে আছে । তাই তাঁরা আবার শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন । চিকিৎসকেরা ফের চিকিৎসা করে জানান শিশুটি মারা গিয়েছে । যদিও সেটা নিয়ে এখনও কোনও লিখিত অভিযোগ পরিবারের তরফে দায়ের করা হয়নি ।"

কালনা, 22 জানুয়ারি: শ্বাসনালীতে খাবার আটকে 9 মাসের শিশুমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়াল কালনা মহকুমা হাসপাতালে (Tension Due to Child Death at Kalna SD Hospital) । মৃত শিশুর নাম মিষ্টি হালদার । পরিবারের অভিযোগ চিকিৎসকদের গাফিলতির জেরেই শিশুটি মারা গিয়েছে ৷ খবর পেয়ে কালনা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ।

শিশুর পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিকেল নাগাদ ওই শিশুটির শ্বাসনালীতে খাবার আটকে যায় । এরপরই তড়িঘড়ি তার পরিবারের সদস্যরা কালনা মহকুমা হাসপাতালে ভরতি করেন শিশুটিকে । সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । পরিবারের দাবি, শিশুটিকে বাড়ি নিয়ে যাওয়ার পরেও তার শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক ছিল অথচ না দেখেই চিকিৎসক কীভাবে মৃত ঘোষণা করে দিতে পারেন । এরপরই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে শিশুর পরিবারের লোকেরা উত্তেজিত হয়ে পড়েন । হাসপাতালে শুরু হয় চিৎকার চেঁচামেচি । পরিস্থিতি খারাপের দিকে গেলে পুলিশে খবর দেওয়া হয় । কালনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ।

এই বিষয়ে কালনা হাসপাতালের ডেপুটি সুপার গৌতম বিশ্বাস বলেন, "এই ধরনের একটা ঘটনার কথা শুনেছি কিন্তু কোনও লিখিত অভিযোগ পাইনি । একটা অসুস্থ শিশুকে ইমারজেন্সিতে নিয়ে আসা হয়েছিল । চিকিৎসকেরা চেক আপ করে বুঝতে পারেন শিশুটি মারা গিয়েছে । সেটা পরিবারকে জানালে তাঁরা শিশুটিকে বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় । তাঁরা বাড়িতে নিয়ে যাওয়ার পরে হয়তো আটকে থাকা খাবার বেরিয়ে যায়, তখন তাদের মনে হয় শিশুটি বেঁচে আছে । তাই তাঁরা আবার শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন । চিকিৎসকেরা ফের চিকিৎসা করে জানান শিশুটি মারা গিয়েছে । যদিও সেটা নিয়ে এখনও কোনও লিখিত অভিযোগ পরিবারের তরফে দায়ের করা হয়নি ।"

আরও পড়ুন : 2021 সালে বিশ্বে প্রতি 4.4 সেকেন্ডে একটি শিশু বা যুবকের মৃত্যু হয়েছে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.