ETV Bharat / state

ইউআইটির অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ অনশনে শিক্ষক ও অশিক্ষক কর্মীরা

বর্ধমান ইউআইটি-তে অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক তছরুপ সহ আরও কয়েক দফা অভিযোগের ভিত্তিতে অনশনে বসেন শিক্ষক ও অশিক্ষক কর্মীরা ৷

author img

By

Published : Jan 29, 2021, 11:17 AM IST

শিক্ষক ও অশিক্ষক কর্মীরা
শিক্ষক ও অশিক্ষক কর্মীরা

বর্ধমান, 29 জানুয়ারি: বর্ধমান ইনস্টিটিউট অফ টেকনোলজি (ইউআইটি) বিভাগের শিক্ষক ও অশিক্ষকরা অধ্যক্ষের বিরূদ্ধে বিক্ষোভ শুরু করেছিলেন আগেই ৷ কিন্তু তাদের দাবি না মেটায় গত বুধবার থেকে তাঁরা শুরু করলেন অনশন কর্মসূচি ৷ অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক তছরুপ সহ একাধিক অভিযোগের ভিত্তিতে তাঁদের এই অনশন চলছে ৷

7 জানুয়ারি শিক্ষক ও অশিক্ষক কর্মীরা অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন ৷ পরে তিনি অসুস্থ হয়ে পড়ায় তাঁরা বিক্ষোভ কর্মসূচি বন্ধ করে দেন ৷ ফের দাবিতে অনড় থেকে 27 জানুয়ারি থেকে তাঁরা অনশন কর্মসূচি শুরু করেন ৷

কর্মীদের অভিযোগ, কয়েকদিন ধরেই ইউআইটির অধ্যক্ষ অর্থনৈতিক বিভিন্ন সুবিধা ভোগ করে আসছেন ৷ যা অনৈতিক ৷ বিশ্ববিদ্যালয়ে নতুন পে কমিশন চালু হলেও , ইউআইটির শিক্ষকরা সেই সুবিধা পাচ্ছেন না ৷ এমনকী ঘর ভাড়া বাবদ টাকা নিলেও বিশ্ববিদ্যালয়ের আবাসনেই থাকছেন অধ্যক্ষ ৷

আরও পড়ুন: চুক্তিভিত্তিক বিদ্যুৎকর্মীদের স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ বর্ধমানে

ইউ আই টির শিক্ষক সৌম্য দাস জানান," মাসখানেক হয়ে যাওয়র পরও কোনও সমস্যার সমাধান হয়নি ৷ এক্সিকিউটিভ কাউন্সিলে বিষয়টি জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ তাই একপ্রকার বাধ্য হয়েই এই অনশন কর্মসূচি ৷ এর জেরে ছাত্রছাত্রীদের পড়াশোনার যাতে কোনরকম সমস্যা না হয় সেদিকেও নজর দেওয়া হবে ৷ "

বর্ধমান, 29 জানুয়ারি: বর্ধমান ইনস্টিটিউট অফ টেকনোলজি (ইউআইটি) বিভাগের শিক্ষক ও অশিক্ষকরা অধ্যক্ষের বিরূদ্ধে বিক্ষোভ শুরু করেছিলেন আগেই ৷ কিন্তু তাদের দাবি না মেটায় গত বুধবার থেকে তাঁরা শুরু করলেন অনশন কর্মসূচি ৷ অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক তছরুপ সহ একাধিক অভিযোগের ভিত্তিতে তাঁদের এই অনশন চলছে ৷

7 জানুয়ারি শিক্ষক ও অশিক্ষক কর্মীরা অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন ৷ পরে তিনি অসুস্থ হয়ে পড়ায় তাঁরা বিক্ষোভ কর্মসূচি বন্ধ করে দেন ৷ ফের দাবিতে অনড় থেকে 27 জানুয়ারি থেকে তাঁরা অনশন কর্মসূচি শুরু করেন ৷

কর্মীদের অভিযোগ, কয়েকদিন ধরেই ইউআইটির অধ্যক্ষ অর্থনৈতিক বিভিন্ন সুবিধা ভোগ করে আসছেন ৷ যা অনৈতিক ৷ বিশ্ববিদ্যালয়ে নতুন পে কমিশন চালু হলেও , ইউআইটির শিক্ষকরা সেই সুবিধা পাচ্ছেন না ৷ এমনকী ঘর ভাড়া বাবদ টাকা নিলেও বিশ্ববিদ্যালয়ের আবাসনেই থাকছেন অধ্যক্ষ ৷

আরও পড়ুন: চুক্তিভিত্তিক বিদ্যুৎকর্মীদের স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ বর্ধমানে

ইউ আই টির শিক্ষক সৌম্য দাস জানান," মাসখানেক হয়ে যাওয়র পরও কোনও সমস্যার সমাধান হয়নি ৷ এক্সিকিউটিভ কাউন্সিলে বিষয়টি জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ তাই একপ্রকার বাধ্য হয়েই এই অনশন কর্মসূচি ৷ এর জেরে ছাত্রছাত্রীদের পড়াশোনার যাতে কোনরকম সমস্যা না হয় সেদিকেও নজর দেওয়া হবে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.