ETV Bharat / state

East Burdwan CPIM : পূর্ব বর্ধমানে সিপিআইএম’র নতুন জেলা সম্পাদক হলেন সৈয়দ হোসেন - পূর্ব বর্ধমান সিপিআইএম

পূর্ব বর্ধমান সিপিআইএম’র সম্পাদক হলেন জেলার প্রবীণ নেতা সৈয়দ হোসেন (Syed Hossain Become New District Secretary of East Burdwan CPIM) ৷ সাতের দশক থেকে সিপিআইএম’র ছাত্র সংগঠনের মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন তিনি ৷ এর পর পূর্ব বর্ধমান সিপিএম এর অনেক দায়িত্ব সামলেছেন ৷ এমনকি রাজ্য কমিটির সদস্যও ছিলেন ৷ এ বার তাঁকে পূর্ব বর্ধমানে সিপিআইএম এর সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে (East Burdwan CPIM) ৷

East Burdwan CPIM
East Burdwan CPIM
author img

By

Published : Dec 27, 2021, 8:47 AM IST

পূর্ব বর্ধমান, 27 ডিসেম্বর : সিপিআইএম এর পূর্ব বর্ধমানের নতুন জেলা সম্পাদক নির্বাচিত হলেন সৈয়দ হোসেন (Syed Hossain Become New District Secretary of East Burdwan CPIM) ৷ পূর্ব বর্ধমানের গলসির বাসিন্দা সৈয়দ হোসেন সাতের দশকে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন ৷ তিনি তৎকালীন বর্ধমান এসএফআই’র জেলা কমিটির সদস্য ছিলেন ৷ পরে গলসি লোকাল কমিটি ও গলসি জোনাল কমিটির সম্পাদক হন তিনি ৷

এর আগে কৃষক সভার জেলা সম্পাদক পদের দায়িত্বে ছিলেন সৈয়দ হোসেন । পাশাপাশি রাজ্য কমিটির সদস্যও ছিলেন তিনি । এ দিন সিপিআইএম’র জেলা সম্মেলনের শেষ দিনে তাঁকে জেলা সম্পাদক হিসেবে বেছে নেওয়া হয় ৷

আরও পড়ুন : Bharat Bandh : পথচারীকে কষিয়ে চড় সিপিআইএম নেতার, দুর্গাপুরে বনধ ঘিরে হইচই

শনিবার থেকে দু’দিনের পূর্ব বর্ধমান জেলার সিপিএমের 25তম জেলা সম্মেলন শুরু হয় বর্ধমানের টাউন হলে (East Burdwan CPIM) ৷ সম্মেলনে 55 জনের জেলা কমিটি গঠন করা হয়েছে ৷ এ ছাড়াও তিন জনকে বিশেষ আমন্ত্রিত হিসেবে কমিটিতে রাখা হয়েছে ৷ জেলা কমিটিতে নতুন মুখ হিসেবে 12 জনকে নিয়ে এসেছে বর্ধমান সিপিআইএম নেতৃত্ব ৷ পূর্ব বর্ধমানের এই জেলা কমিটি থেকে রাজ্য সম্মেলনের জন্য 15 জন প্রতিনিধি যোগ দেবেন বলে জানা গিয়েছে ৷ সম্মেলনে মোট প্রতিনিধি ও দলীয় কর্মী সমর্থক মিলিয়ে প্রায় সাড়ে তিনশো জন অংশ নিয়েছিলেন ৷

পূর্ব বর্ধমান, 27 ডিসেম্বর : সিপিআইএম এর পূর্ব বর্ধমানের নতুন জেলা সম্পাদক নির্বাচিত হলেন সৈয়দ হোসেন (Syed Hossain Become New District Secretary of East Burdwan CPIM) ৷ পূর্ব বর্ধমানের গলসির বাসিন্দা সৈয়দ হোসেন সাতের দশকে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন ৷ তিনি তৎকালীন বর্ধমান এসএফআই’র জেলা কমিটির সদস্য ছিলেন ৷ পরে গলসি লোকাল কমিটি ও গলসি জোনাল কমিটির সম্পাদক হন তিনি ৷

এর আগে কৃষক সভার জেলা সম্পাদক পদের দায়িত্বে ছিলেন সৈয়দ হোসেন । পাশাপাশি রাজ্য কমিটির সদস্যও ছিলেন তিনি । এ দিন সিপিআইএম’র জেলা সম্মেলনের শেষ দিনে তাঁকে জেলা সম্পাদক হিসেবে বেছে নেওয়া হয় ৷

আরও পড়ুন : Bharat Bandh : পথচারীকে কষিয়ে চড় সিপিআইএম নেতার, দুর্গাপুরে বনধ ঘিরে হইচই

শনিবার থেকে দু’দিনের পূর্ব বর্ধমান জেলার সিপিএমের 25তম জেলা সম্মেলন শুরু হয় বর্ধমানের টাউন হলে (East Burdwan CPIM) ৷ সম্মেলনে 55 জনের জেলা কমিটি গঠন করা হয়েছে ৷ এ ছাড়াও তিন জনকে বিশেষ আমন্ত্রিত হিসেবে কমিটিতে রাখা হয়েছে ৷ জেলা কমিটিতে নতুন মুখ হিসেবে 12 জনকে নিয়ে এসেছে বর্ধমান সিপিআইএম নেতৃত্ব ৷ পূর্ব বর্ধমানের এই জেলা কমিটি থেকে রাজ্য সম্মেলনের জন্য 15 জন প্রতিনিধি যোগ দেবেন বলে জানা গিয়েছে ৷ সম্মেলনে মোট প্রতিনিধি ও দলীয় কর্মী সমর্থক মিলিয়ে প্রায় সাড়ে তিনশো জন অংশ নিয়েছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.