ETV Bharat / state

Swapan Debnath at Bardhaman : সরকারি কর্মী ও আধিকারিকদের মিলমিশে কাজের বার্তা মন্ত্রীর

author img

By

Published : Nov 27, 2021, 9:13 PM IST

সরকারি প্রকল্প বাস্তবায়িত করতে হলে কর্মী ও আধিকারিকদের মিলেমিশে কাজ করতে হবে ৷ বর্ধমানে আয়োজিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সভায় একথা বললেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath on Government Officers) ৷ তিনি সকলকেই মিলেমিশে চলার বার্তা দিলেন ৷

Swapan Debnath on Government Officers : government officers and employees must work together
Swapan Debnath at Bardhaman : government officers and employees must work together

বর্ধমান, 27 নভেম্বর : ‘‘এক সময় বামেদের দাপটে প্রশাসনিক আধিকারিকরা ভয়ে কাঁপতেন ৷ এখন সেটা হয় না ৷ আমি বলছি, সরকারি আধিকারিকদের ধমক, চমক দিলে চলবে না ৷ বরং তাঁদের সঙ্গে হাত মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে ৷’’ শনিবার রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সভায় একথা বললেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath on Government Officers) ৷

আরও পড়ুন : TMC Agitation Burdwan: বর্ধমান শহরে তৃণমূলের আলাদা আলাদা বিক্ষোভ ঘিরে প্রশ্ন

এদিন সংগঠনের সদস্যদের চাঙ্গা করতে স্বপন দেবনাথ (Swapan Debnath at Bardhaman ) বলেন, ‘‘প্রতিটি ব্লকেই সংগঠনকে সুদৃঢ় করতে হবে ৷ বাংলার মুখ্যমন্ত্রী বেশ কিছু জনমুখী প্রকল্প হাতে নিয়েছেন ৷ সেইসব প্রকল্প রূপায়ণে সব কর্মীর সহযোগিতা প্রয়োজন ৷ মুখ্যমন্ত্রীর মতো সারা দেশে মানবিক মুখ কেউ আছে নাকি ? আজ পর্যন্ত সরকারি কর্মচারীদের বেতনে তিনি হাত দেননি ৷ করোনার সময় সরকারি কর্মচারীরা যেভাবে জীবন বাজি রেখে কাজ করেছেন, তার জন্য তাঁদেরও ধন্যবাদ জানাই ৷’’

একই সঙ্গে স্বপন বলেন, অনেক সময় তাঁর কাছে অভিযোগ আসে, প্রশাসনিক আধিকারিকরা ঠিক মতো কাজ করছেন না ৷ তাঁরা অন্যদের কথা শুনতে চাইছেন না ৷ মন্ত্রীর বার্তা, এক্ষেত্রে সরকারি কর্মচারী ও আধিকারিকদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে ৷ নিজেদের মধ্যে একতা বাড়াতে হবে ৷’’

আরও পড়ুন : Dilip Ghosh : প্রধানমন্ত্রী যা বলেন, করে দেখান, আর দিদিমণি শুধু ঢপ দেন : দিলীপ ঘোষ

সংগঠন সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী উল্লেখ করেন, আগে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গায় একাধিক সংগঠন ছিল ৷ এখন একটাই সংগঠন হয়েছে ৷ ফলে তাঁর পক্ষেও সুবিধা হয়েছে ৷ একটা সংগঠনের অনুষ্ঠানে গেলেই চলে ৷ কিন্তু সবাইকে মনে রাখতে হবে সরকারের বিরোধিতা করা চলবে না ৷ কাজ করতে গেলে ছোটখাট সমস্যা থাকবে, দাবিদাওয়া থাকবে ৷ সেগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে মিটিয়ে নিতে হবে ৷

বর্ধমান, 27 নভেম্বর : ‘‘এক সময় বামেদের দাপটে প্রশাসনিক আধিকারিকরা ভয়ে কাঁপতেন ৷ এখন সেটা হয় না ৷ আমি বলছি, সরকারি আধিকারিকদের ধমক, চমক দিলে চলবে না ৷ বরং তাঁদের সঙ্গে হাত মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে ৷’’ শনিবার রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সভায় একথা বললেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath on Government Officers) ৷

আরও পড়ুন : TMC Agitation Burdwan: বর্ধমান শহরে তৃণমূলের আলাদা আলাদা বিক্ষোভ ঘিরে প্রশ্ন

এদিন সংগঠনের সদস্যদের চাঙ্গা করতে স্বপন দেবনাথ (Swapan Debnath at Bardhaman ) বলেন, ‘‘প্রতিটি ব্লকেই সংগঠনকে সুদৃঢ় করতে হবে ৷ বাংলার মুখ্যমন্ত্রী বেশ কিছু জনমুখী প্রকল্প হাতে নিয়েছেন ৷ সেইসব প্রকল্প রূপায়ণে সব কর্মীর সহযোগিতা প্রয়োজন ৷ মুখ্যমন্ত্রীর মতো সারা দেশে মানবিক মুখ কেউ আছে নাকি ? আজ পর্যন্ত সরকারি কর্মচারীদের বেতনে তিনি হাত দেননি ৷ করোনার সময় সরকারি কর্মচারীরা যেভাবে জীবন বাজি রেখে কাজ করেছেন, তার জন্য তাঁদেরও ধন্যবাদ জানাই ৷’’

একই সঙ্গে স্বপন বলেন, অনেক সময় তাঁর কাছে অভিযোগ আসে, প্রশাসনিক আধিকারিকরা ঠিক মতো কাজ করছেন না ৷ তাঁরা অন্যদের কথা শুনতে চাইছেন না ৷ মন্ত্রীর বার্তা, এক্ষেত্রে সরকারি কর্মচারী ও আধিকারিকদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে ৷ নিজেদের মধ্যে একতা বাড়াতে হবে ৷’’

আরও পড়ুন : Dilip Ghosh : প্রধানমন্ত্রী যা বলেন, করে দেখান, আর দিদিমণি শুধু ঢপ দেন : দিলীপ ঘোষ

সংগঠন সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী উল্লেখ করেন, আগে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গায় একাধিক সংগঠন ছিল ৷ এখন একটাই সংগঠন হয়েছে ৷ ফলে তাঁর পক্ষেও সুবিধা হয়েছে ৷ একটা সংগঠনের অনুষ্ঠানে গেলেই চলে ৷ কিন্তু সবাইকে মনে রাখতে হবে সরকারের বিরোধিতা করা চলবে না ৷ কাজ করতে গেলে ছোটখাট সমস্যা থাকবে, দাবিদাওয়া থাকবে ৷ সেগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে মিটিয়ে নিতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.