বর্ধমান, 7 এপ্রিল: বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে ফেরা সাংসদ অর্জুন সিংয়ের মন্তব্যকে হাতিয়ার করে রাজ্যের শাসকদলকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শুক্রবার বর্ধমানের কার্জন গেটে একটি সভা করেন তিনি ৷ সেই সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, "অর্জুন সিং বিজেপির সাংসদ ৷ কিন্তু, তৃণমূলের নেতা ৷ সেই তিনিই বলছেন, আবদুল লতিফকে নিয়ে দুশ্চিন্তা হচ্ছে ! তার মানে তিনিই তৃণমূলের পুলিশের উপর ভরসা রাখতে পারছেন না ! কেন এমনটা হল, এর জবাব আমি দিতে পারব না ৷ এর জবাব তৃণমূল কংগ্রেসই দিতে পারবে !"
উল্লেখ্য, সদ্য শক্তিগড়ে খুন হন কয়লা মাফিয়া রাজু ঝা ৷ শুক্রবার তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আসেন অর্জুন সিং ৷ আর তারপরই এই খুনের সম্ভাব্য প্রত্যক্ষদর্শী, 'বেপাত্তা' হয়ে যাওয়া আবদুল লতিফের জীবন সংশয়ের আশঙ্কা প্রকাশ করেন অর্জুন ! সেই বিষয়ে প্রশ্ন করা হলেই উপরোক্ত মন্তব্যটি করেন শুভেন্দু ৷ পাশাপাশি, ফের একবার রাজ্য়ের আইন-শৃঙ্খলা নিয়ে সরব হন বিরোধী দলনেতা ৷
এদিন শুভেন্দু বলেন, একজন মানুষ, তিনি মাফিয়া না কি মাফিয়া নন, সেটা বিচার্য বিষয় ৷ কিন্তু, তা বলে প্রকাশ্য রাস্তায় এভাবে কাউকে খুন করে দেওয়া মেনে নেওয়া যায় না ৷ কিছুদিন আগেই হোটেলে ঢুকে এক হোটেল মালিককে খুন করা হয়েছিল ৷ এখনও সেই ঘটনার কিনারা হয়নি ৷ তার মধ্যেই আবারও এই ঘটনা ঘটে গেল ৷
আরও পড়ুন: রাজু খুনে লিঙ্ক আব্দুল লতিফও খুন হতে পারেন, আশঙ্কা অর্জুনের
শুভেন্দুর আশঙ্কা, "যাতায়াতের পথে আর কেউ শক্তিগড়ে গাড়ি থামিয়ে ল্য়াংচার দোকানে নামার সাহস পাবেন না !" তিনি বলেন, যাঁরা এই পথে যাতায়াত করেন, তাঁদের মধ্যে প্রায় সকলেই শক্তিগড়ে থামেন ৷ ল্য়াংচা কেনেন ৷ কিন্তু, এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আর এভাবে গাড়ি থামানোর সাহস পাবেন না কেউ ৷ শুভেন্দুর অভিযোগ, রাজ্য়ের পুলিশ প্রশাসন এবং পুলিশমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্য়ায় যে একেবারে ব্যর্থ, রাজু ঝা হত্যাকাণ্ড তা আরও একবার প্রমাণ করে দিল ৷ এই রাজ্যে সাধারণ মানুষের কোনও নিরাপত্তা নেই বলেও অভিযোগ করেন শুভেন্দু ৷ প্রসঙ্গত, এদিনের সভামঞ্চ থেকে ফের একবার 'নো ভোট টু মমতা' কর্মসূচির প্রচার করেন রাজ্যের বিরোধী দলনেতা ৷