বর্ধমান, 16 সেপ্টেম্বর: স্পেনের রাজধানী মাদ্রিদের মঞ্চ থেকে বাংলার শিল্পবান্ধব পরিবেশের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।স্পেনের এমপ্রেসারিও-দের (ব্যবসায়ী) আহ্বান করে বার্তা দিয়েছেন, এই রাজ্যে সবই আছে তাঁরা পরখ করে দেখে যেতে পারেন। পাশাপাশি মাদ্রিদের সম্মেলন মঞ্চ থেকে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায় এই রাজ্যে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন বলে ঘোষণা করেছেন। এ নিয়ে শনিবার বর্ধমানে এসে সৌরভ গঙ্গোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এদিন বর্ধমানের সর্বমঙ্গলা বাড়িতে পুজো দিয়ে বিজেপির দলীয় কার্যালয়ে কর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি। সেখানে স্পেনে মুখ্যমন্ত্রী সফর প্রসঙ্গে বলেন, "স্পেনে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে শিল্পের ঘোষণা করা কী প্রয়োজন আমি বুঝতে পারছি না। তিনি তো কলকাতা, দিল্লি কিংবা মুম্বইতে গিয়ে শিল্পের কথা ঘোষণা করতে পারতেন। আসলে মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে বোকা বানাচ্ছেন। আমরা আশা করেছিলাম স্পেনের কোনও শিল্পপতি বলবেন তিনি শিল্প কারখানা কিংবা অ্যাকাডেমি গড়বেন। আসলে মুখ্যমন্ত্রী এইভাবেই রাজ্যের মানুষকে বোকা বানাচ্ছেন। সৌরভ তো আর শিল্পপতি নন তিনি একজন ক্রিকেটার। হয়তো এখন শিল্পপতি হচ্ছেন।"
রাজ্যের কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে ধরে সুকান্ত মজুমদার কটাক্ষের সুরে বলেন, "এটা তো সবাই জানে এই রাজ্যে কর্মসংস্থান নেই সেই কারণে মানুষদের পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে । সবচেয়ে বড়ো কথা স্পেনে গিয়ে সৌরভ কেন শিল্পের কথা ঘোষণা করবেন। সেখানে তো স্পেনের শিল্পপতি শিল্পের কথা ঘোষণা করবেন।" বাংলার তুলনায় বিজেপি শাসিত রাজ্যগুলি কতখানি এগিয়ে আছে সেই ব্যাখ্যা দিয়ে সুকান্ত বলেন, "বাংলার মানুষের আছে ভুল বার্তা আছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রথম পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছে। এর অনেক আগে মধ্যপ্রদেশ সরকার 'লাডলী বহেনা' প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পে প্রত্যেক মহিলাকে 1250 টাকা করে দেওয়া হয়। এছাড়া হরিয়ানাতে বার্ধক্যভাতা হিসেবে 2500 টাকা করে দেওয়া হয়। বিজেপি শাসিত রাজ্যগুলো পশ্চিমবঙ্গের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে।"
আরও পড়ুন: স্পেনের বাণিজ্য-বিনিয়োগ সংস্থার সঙ্গে বৈঠক বাংলার প্রতিনিধি দলের