ETV Bharat / state

Sukanta Slams Mamata: 'পুরনো পলিটিক্স', মালবাজারে নিহতদের পরিবারকে চাকরি দেওয়ায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সুকান্তর - Sukanta Majumdar slams Mamata Banerjee

এই রাজ্যে চাকরি পাওয়ার শর্ত পরীক্ষার মাধ্যমে নয়, বাড়ির কাউকে মারা যেতে হবে। তা সে হড়পা বানেই হোক, কিংবা ষাঁড়ের গুঁতো অথবা বিষাক্ত মদ খেয়েই মৃত্যু হোক। উত্তরবঙ্গ সফরে গিয়ে মালবাজারের দুর্ঘটনায় নিহতদের পরিবারে মুখ্যমন্ত্রীর চাকরি প্রদানের ঘোষণাকে এই ভাষাতেই কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (CM announces job for the deceased family in Malbazar) ৷

Sukanta Slams Mamata
মালবাজারে নিহতদের পরিবারকে চাকরি দেওয়ায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সুকান্তর
author img

By

Published : Oct 18, 2022, 10:20 PM IST

Updated : Oct 18, 2022, 10:41 PM IST

কাটোয়া, 18 অক্টোবর: মানিক ভট্টাচার্যের কাছে যে চিঠি পাওয়া গিয়েছে তার কপি গিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে ৷ তাই মুখ্যমন্ত্রী ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে দায় এড়াতে পারেন না ৷ মুখ্যমন্ত্রী বিষয়টি সব জানেন বলেই কাটোয়ার বিজয়া সম্মিলনীতে যোগ দিতে এসে বললেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar slams Mamata Banerjee) ।

বিজেপি রাজ্য সভাপতি এদিন বলেন, "মুখ্যমন্ত্রী সব জানেন ৷ অথচ জেনেও না-জানার ভান করছেন। আসলে গোটা বাংলার মানুষ জেনে গিয়েছে মুখ্যমন্ত্রী রানি মৌমাছি, যিনি বসে বসে মধু খান। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দুর্গাপুজো কার্নিভালকে হীরক রাজার দেশের চিত্রনাট্যের সঙ্গে তুলনা করেন তিনি। পাশাপাশি উত্তরবঙ্গ সফরে গিয়ে মালবাজারের দুর্ঘটনায় নিহতদের পরিবারে মুখ্যমন্ত্রীর চাকরি প্রদানের ঘোষণাকে তীব্র কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি (CM announces job for the deceased family in Malbazar) ৷ সুকান্ত মজুমদার বলেন, "মুখ্যমন্ত্রী চাকরি দিচ্ছেন তাতে আমাদের আপত্তি নেই ৷ তবে তিনি চাকরি দেওয়া নিয়ে পলিটিক্স করেন। আসলে চাকরি দিলে কি যে মানুষটা চলে গিয়েছে তাকে ফিরে পাওয়া যায় ? নাকি পশ্চিমবঙ্গে চাকরি পেতে গেলে শুধু পরীক্ষা দিলে হবে না, বাড়ির কাউকে মারা যেতে হবে। তা সে হড়পা বানেই হোক, কিংবা ষাঁড়ের গুঁতো অথবা বিষাক্ত মদ খেয়েই মৃত্যু হোক।"

মালবাজারে নিহতদের পরিবারকে চাকরি দেওয়ায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সুকান্তর

আরও পড়ুন: মালবাজারের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে চাকরি, উদ্ধারকারীদের 1 লক্ষ টাকা সাহায্য মুখ্যমন্ত্রীর

এ বিষয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানকে কটাক্ষ ছুড়ে সুকান্ত আরও জানান, চাকরি তো পরীক্ষা দিয়ে পাওয়ার কথা ৷ কেন মানুষকে মরে তার পরিবারের কাউকে চাকরি পেতে হচ্ছে। সবমিলিয়ে মালবাজারের ঘটনায় নিহতদের পরিবারকে মুখ্যমন্ত্রীর ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা ৷

কাটোয়া, 18 অক্টোবর: মানিক ভট্টাচার্যের কাছে যে চিঠি পাওয়া গিয়েছে তার কপি গিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে ৷ তাই মুখ্যমন্ত্রী ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে দায় এড়াতে পারেন না ৷ মুখ্যমন্ত্রী বিষয়টি সব জানেন বলেই কাটোয়ার বিজয়া সম্মিলনীতে যোগ দিতে এসে বললেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar slams Mamata Banerjee) ।

বিজেপি রাজ্য সভাপতি এদিন বলেন, "মুখ্যমন্ত্রী সব জানেন ৷ অথচ জেনেও না-জানার ভান করছেন। আসলে গোটা বাংলার মানুষ জেনে গিয়েছে মুখ্যমন্ত্রী রানি মৌমাছি, যিনি বসে বসে মধু খান। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দুর্গাপুজো কার্নিভালকে হীরক রাজার দেশের চিত্রনাট্যের সঙ্গে তুলনা করেন তিনি। পাশাপাশি উত্তরবঙ্গ সফরে গিয়ে মালবাজারের দুর্ঘটনায় নিহতদের পরিবারে মুখ্যমন্ত্রীর চাকরি প্রদানের ঘোষণাকে তীব্র কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি (CM announces job for the deceased family in Malbazar) ৷ সুকান্ত মজুমদার বলেন, "মুখ্যমন্ত্রী চাকরি দিচ্ছেন তাতে আমাদের আপত্তি নেই ৷ তবে তিনি চাকরি দেওয়া নিয়ে পলিটিক্স করেন। আসলে চাকরি দিলে কি যে মানুষটা চলে গিয়েছে তাকে ফিরে পাওয়া যায় ? নাকি পশ্চিমবঙ্গে চাকরি পেতে গেলে শুধু পরীক্ষা দিলে হবে না, বাড়ির কাউকে মারা যেতে হবে। তা সে হড়পা বানেই হোক, কিংবা ষাঁড়ের গুঁতো অথবা বিষাক্ত মদ খেয়েই মৃত্যু হোক।"

মালবাজারে নিহতদের পরিবারকে চাকরি দেওয়ায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সুকান্তর

আরও পড়ুন: মালবাজারের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে চাকরি, উদ্ধারকারীদের 1 লক্ষ টাকা সাহায্য মুখ্যমন্ত্রীর

এ বিষয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানকে কটাক্ষ ছুড়ে সুকান্ত আরও জানান, চাকরি তো পরীক্ষা দিয়ে পাওয়ার কথা ৷ কেন মানুষকে মরে তার পরিবারের কাউকে চাকরি পেতে হচ্ছে। সবমিলিয়ে মালবাজারের ঘটনায় নিহতদের পরিবারকে মুখ্যমন্ত্রীর ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা ৷

Last Updated : Oct 18, 2022, 10:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.