ETV Bharat / state

Students Allegedly Beaten : হস্টেলে ঢুকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মারধরের অভিযোগ, আটক সুপার-সহ পাঁচ - Memari Al Amin Mission

বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব বর্ধমানের মেমারির দুর্গাডাঙা আল আমিন মিশনে (Memari Al Amin Mission) ঘটনাটি ঘটেছে । 20 জন পড়ুয়া আহত হয়েছে এই ঘটনায় ৷ পুলিশ হস্টেল সুপার হাসিবুল রহমান আলম-সহ পাঁচজনকে আটক করেছে (Police Detained Five Accused) ।

students-allegedly-beaten-by-outsiders-in-hostel-of-memari
Students Allegedly Beaten : হস্টেলে ঢুকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মারধরের অভিযোগ, আটক সুপার-সহ পাঁচ
author img

By

Published : Apr 22, 2022, 7:16 PM IST

Updated : Apr 22, 2022, 8:58 PM IST

মেমারি, 22 এপ্রিল : স্কুলে ঢুকে বহিরাগতদের তাণ্ডব চালানোর পাশাপাশি হস্টেলের ভিতরে ঢুকে উচ্চমাধ্যমিক পড়ুয়াদের পেটানোর অভিযোগ উঠল (Students Allegedly Beaten by Outsiders in Hostel of Memari) । বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির দুর্গাডাঙা আল আমিন মিশনে (Memari Al Amin Mission) । ঘটনায় 20 জন পড়ুয়া আহত হয়েছে । ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। আহতদের মেমারি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে । পুলিশ পাঁচজনকে আটক করেছে (Police Detained Five Accused) । এই পাঁচজনের মধ্যে হস্টেল সুপার হাসিবুল রহমান আলমও আছেন ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেমারির দুর্গাডাঙা আল আমিন মিশনে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্ররা পড়াশোনা করে । পড়ুয়াদের অভিযোগ হস্টেল কর্তৃপক্ষ বেশ কিছুদিন ধরেই যে খাবার তাদের পরিবেশন করছে, তার মান খুবই নিম্ন । সেই নিয়ে তারা প্রতিবাদ জানিয়ে আসছিল । বৃহস্পতিবার সন্ধ্যায় তারা বিষয়টি নিয়ে ফের আল আমিন মিশনের সুপার হাসিবুল রহমান আলমের কাছে যায় ৷ এরপরে রাতের দিকে সুপারের নেতৃত্বে বেশকিছু বহিরাগত হস্টেলে ঢুকে লাঠি, রড দিয়ে পড়ুয়াদের মারধর করে বলে অভিযোগ ।

হস্টেলে ঢুকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মারধরের অভিযোগ, আটক সুপার-সহ পাঁচ

আল আমিন মিশনের ছাত্র শেখ দিশান মহম্মদ বলেন, ‘‘হস্টেল কর্তৃপক্ষ তাদের জানিয়েছিল হস্টেলে বিশৃঙ্খলা করার জন্য 20-25 জনকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে । ছাত্ররা জানায় যে তারা টাকা দিয়ে পড়তে এসেছে, তাই বাড়ি পাঠালে সবাইকে পাঠাতে হবে । না হলে কেউ কোথাও যাবে না । ওরা বিভিন্ন দাবি হস্টেল সুপারকে জানায় ।’’

students allegedly beaten by outsiders in hostel of memari
হস্টেলে পুলিশ প্রহরা

তার আরও দাবি, ‘‘এছাড়া আমাদের কাছ থেকে টাকা নিলেও নিম্নমানের খাবার দেওয়া হয় । স্যারেরা খারাপ ব্যবহার করে, অকথ্য ভাষায় আমাদের গালি দেওয়া হয় । আমরা প্রতিবাদ করলে রাতের দিকে বহিরাগতদের নিয়ে এসে লাঠি রড দিয়ে আমাদের ক্যাম্পাসে ভাঙচুর করার পাশাপাশি আমাদের মারধর করা হয় । ঘটনায় আমরা আতঙ্কিত । আমরা চাই এখানকার ম্যানেজমেন্টকে যেন বদলে দিয়ে অভিযুক্তদের শাস্তি দেওয়া হয় ।’’

আরও পড়ুন : Teacher controversial Comments: র‍্যাগিং অল্পস্বল্প হওয়া উচিত, শিক্ষকের মন্তব্যে বিতর্ক

মেমারি, 22 এপ্রিল : স্কুলে ঢুকে বহিরাগতদের তাণ্ডব চালানোর পাশাপাশি হস্টেলের ভিতরে ঢুকে উচ্চমাধ্যমিক পড়ুয়াদের পেটানোর অভিযোগ উঠল (Students Allegedly Beaten by Outsiders in Hostel of Memari) । বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির দুর্গাডাঙা আল আমিন মিশনে (Memari Al Amin Mission) । ঘটনায় 20 জন পড়ুয়া আহত হয়েছে । ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। আহতদের মেমারি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে । পুলিশ পাঁচজনকে আটক করেছে (Police Detained Five Accused) । এই পাঁচজনের মধ্যে হস্টেল সুপার হাসিবুল রহমান আলমও আছেন ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেমারির দুর্গাডাঙা আল আমিন মিশনে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্ররা পড়াশোনা করে । পড়ুয়াদের অভিযোগ হস্টেল কর্তৃপক্ষ বেশ কিছুদিন ধরেই যে খাবার তাদের পরিবেশন করছে, তার মান খুবই নিম্ন । সেই নিয়ে তারা প্রতিবাদ জানিয়ে আসছিল । বৃহস্পতিবার সন্ধ্যায় তারা বিষয়টি নিয়ে ফের আল আমিন মিশনের সুপার হাসিবুল রহমান আলমের কাছে যায় ৷ এরপরে রাতের দিকে সুপারের নেতৃত্বে বেশকিছু বহিরাগত হস্টেলে ঢুকে লাঠি, রড দিয়ে পড়ুয়াদের মারধর করে বলে অভিযোগ ।

হস্টেলে ঢুকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মারধরের অভিযোগ, আটক সুপার-সহ পাঁচ

আল আমিন মিশনের ছাত্র শেখ দিশান মহম্মদ বলেন, ‘‘হস্টেল কর্তৃপক্ষ তাদের জানিয়েছিল হস্টেলে বিশৃঙ্খলা করার জন্য 20-25 জনকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে । ছাত্ররা জানায় যে তারা টাকা দিয়ে পড়তে এসেছে, তাই বাড়ি পাঠালে সবাইকে পাঠাতে হবে । না হলে কেউ কোথাও যাবে না । ওরা বিভিন্ন দাবি হস্টেল সুপারকে জানায় ।’’

students allegedly beaten by outsiders in hostel of memari
হস্টেলে পুলিশ প্রহরা

তার আরও দাবি, ‘‘এছাড়া আমাদের কাছ থেকে টাকা নিলেও নিম্নমানের খাবার দেওয়া হয় । স্যারেরা খারাপ ব্যবহার করে, অকথ্য ভাষায় আমাদের গালি দেওয়া হয় । আমরা প্রতিবাদ করলে রাতের দিকে বহিরাগতদের নিয়ে এসে লাঠি রড দিয়ে আমাদের ক্যাম্পাসে ভাঙচুর করার পাশাপাশি আমাদের মারধর করা হয় । ঘটনায় আমরা আতঙ্কিত । আমরা চাই এখানকার ম্যানেজমেন্টকে যেন বদলে দিয়ে অভিযুক্তদের শাস্তি দেওয়া হয় ।’’

আরও পড়ুন : Teacher controversial Comments: র‍্যাগিং অল্পস্বল্প হওয়া উচিত, শিক্ষকের মন্তব্যে বিতর্ক

Last Updated : Apr 22, 2022, 8:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.