ETV Bharat / state

ছাত্রকে উইকেট দিয়ে পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

author img

By

Published : Mar 4, 2020, 8:54 PM IST

Updated : Mar 4, 2020, 11:53 PM IST

গতকাল খণ্ডঘোষের চাগ্রাম হাইস্কুলের ইংরেজি শিক্ষক জহরলাল কোনার সৌভিককে ক্লাসের মধ্যেই কিল চড় ঘুষি এমনকি উইকেট দিয়ে বেধড়ক মারধর করেন ৷ গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রকে প্রথমে খণ্ডঘোষ ব্লক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় ।

student beaten by teacher in Khandaghosh, East Burdwan
ছাত্রকে উইকেট দিয়ে পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

খণ্ডঘোষ, 4 মার্চ : ছাত্রকে উইকেট দিয়ে মারার অভিযোগ উঠল স্কুল শিক্ষকের বিরুদ্ধে ৷ ওই ছাত্রের নাম সৌভিক বন্দ্যোপাধ্যায় ৷ সে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের চাগ্রাম হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ৷ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে খণ্ডঘোষ থানা ও পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত জেলা শাসকের ( শিক্ষা ) - র কাছে ৷

ছাত্রকে উইকেট দিয়ে পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

অভিযোগ, গতকাল খণ্ডঘোষের চাগ্রাম হাইস্কুলের ইংরেজি শিক্ষক জহরলাল কোনার সৌভিককে ক্লাসের মধ্যেই কিল চড় ঘুষি এমনকি উইকেট দিয়ে বেধড়ক মারধর করেন ৷ গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রকে প্রথমে খণ্ডঘোষ ব্লক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় । গতকাল বিকেলে খণ্ডঘোষ থানায় সৌভিকের বাবা ওই শিক্ষক জহরলাল কোনারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) হুমায়ুন বিশ্বাস বলেন, পরিবারের তবে একটা অভিযোগ পেয়েছি । বিষয়টি খতিয়ে দেখে তদন্তের নির্দেশ দেওয়া হবে । এদিকে, ওই শিক্ষকের মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি ।

খণ্ডঘোষ, 4 মার্চ : ছাত্রকে উইকেট দিয়ে মারার অভিযোগ উঠল স্কুল শিক্ষকের বিরুদ্ধে ৷ ওই ছাত্রের নাম সৌভিক বন্দ্যোপাধ্যায় ৷ সে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের চাগ্রাম হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ৷ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে খণ্ডঘোষ থানা ও পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত জেলা শাসকের ( শিক্ষা ) - র কাছে ৷

ছাত্রকে উইকেট দিয়ে পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

অভিযোগ, গতকাল খণ্ডঘোষের চাগ্রাম হাইস্কুলের ইংরেজি শিক্ষক জহরলাল কোনার সৌভিককে ক্লাসের মধ্যেই কিল চড় ঘুষি এমনকি উইকেট দিয়ে বেধড়ক মারধর করেন ৷ গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রকে প্রথমে খণ্ডঘোষ ব্লক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় । গতকাল বিকেলে খণ্ডঘোষ থানায় সৌভিকের বাবা ওই শিক্ষক জহরলাল কোনারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) হুমায়ুন বিশ্বাস বলেন, পরিবারের তবে একটা অভিযোগ পেয়েছি । বিষয়টি খতিয়ে দেখে তদন্তের নির্দেশ দেওয়া হবে । এদিকে, ওই শিক্ষকের মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি ।

Last Updated : Mar 4, 2020, 11:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.