ETV Bharat / state

তৃণমূলের সঙ্গে BJP-র সংঘর্ষ, জখম 6

রাজ্যজুড়ে BDO অফিসে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি BJP-র । আর তা নিয়ে উত্তাল পূর্ব বর্ধমানের কেতুগ্রাম । জখম 6 BJP কর্মী ও 2 পুলিশ কর্মী ।

পুলিশের লাঠিচার্জ
author img

By

Published : Jul 18, 2019, 8:31 PM IST

কেতুগ্রাম, 18 জুলাই : BDO অফিসে ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে BJP-র সংঘর্ষ । জখম হন ছ'জন BJP কর্মী । ঘটনায় জখম হয়েছেন দুই পুলিশকর্মীও । পূর্ব বর্ধমানের কেতুগ্রামের ঘটনা ।

আজ কাটমানি নিয়ে রাজ্যজুড়ে BDO অফিসে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেয় BJP । সেইমতো আজ কেতুগ্রাম 1 ব্লকের BDO অফিসে মিছিল করে ডেপুটেশন জমা দিতে যায় BJP কর্মীরা । অভিযোগ, মিছিল কেতুগ্রামের কাঁদরা এলাকার তৃণমূল দলীয় কার্যালয়ের কাছে পৌঁছোতেই তাদের উপর হামলা করে তৃণমূল কর্মীরা । BJP কর্মীদের লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাটকেল । সংঘর্ষ শুরু হয় দুই দলের মধ্য়ে । ইটের আঘাতে জখম হয় ছয় BJP কর্মী ।

ঘটনাস্থানে পুলিশ এলে তাদেরকে লক্ষ্য করেও ইট ছোড়া হয় । তাতে জখম হন দু'জন পুলিশকর্মী । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে । ফলে ছত্রভঙ্গ হয়ে যায় দুই দলের কর্মীরা । যদিও লাঠিচার্জের কথা অস্বীকার করেছে পুলিশ ।

পূর্ব বর্ধমানের BJP জেলা সম্পাদক রামকৃষ্ণ বৈরাগ্য বলেন, "আমাদের কর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল করে ডেপুটেশন দিতে যাচ্ছিল । সেই সময় আমাদের উপর আচমকাই হামলা করে তৃণমূল ।" যদিও অভিযোগের কথা অস্বীকার করেছে তৃণমূল । তাদের দাবি, মিছিল চলাকালীন BJP হামলা করায় ঝামেলা বাঁধে ।

কেতুগ্রাম, 18 জুলাই : BDO অফিসে ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে BJP-র সংঘর্ষ । জখম হন ছ'জন BJP কর্মী । ঘটনায় জখম হয়েছেন দুই পুলিশকর্মীও । পূর্ব বর্ধমানের কেতুগ্রামের ঘটনা ।

আজ কাটমানি নিয়ে রাজ্যজুড়ে BDO অফিসে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেয় BJP । সেইমতো আজ কেতুগ্রাম 1 ব্লকের BDO অফিসে মিছিল করে ডেপুটেশন জমা দিতে যায় BJP কর্মীরা । অভিযোগ, মিছিল কেতুগ্রামের কাঁদরা এলাকার তৃণমূল দলীয় কার্যালয়ের কাছে পৌঁছোতেই তাদের উপর হামলা করে তৃণমূল কর্মীরা । BJP কর্মীদের লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাটকেল । সংঘর্ষ শুরু হয় দুই দলের মধ্য়ে । ইটের আঘাতে জখম হয় ছয় BJP কর্মী ।

ঘটনাস্থানে পুলিশ এলে তাদেরকে লক্ষ্য করেও ইট ছোড়া হয় । তাতে জখম হন দু'জন পুলিশকর্মী । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে । ফলে ছত্রভঙ্গ হয়ে যায় দুই দলের কর্মীরা । যদিও লাঠিচার্জের কথা অস্বীকার করেছে পুলিশ ।

পূর্ব বর্ধমানের BJP জেলা সম্পাদক রামকৃষ্ণ বৈরাগ্য বলেন, "আমাদের কর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল করে ডেপুটেশন দিতে যাচ্ছিল । সেই সময় আমাদের উপর আচমকাই হামলা করে তৃণমূল ।" যদিও অভিযোগের কথা অস্বীকার করেছে তৃণমূল । তাদের দাবি, মিছিল চলাকালীন BJP হামলা করায় ঝামেলা বাঁধে ।

Intro:তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কেতুগ্রাম, লাঠিচার্জের অভিযোগ

পুলক যশ, কেতুগ্রাম

বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া কে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কাঁদরা এলাকা। ঘটনায় ৫-৬ জন বিজেপি কর্মী আহত হয়েছেন । দুই পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে কাঁদানে গ্যাসের শেল ফাটায় বলে অভিযোগ। যদিও পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটানোর কথা অস্বীকার করা হয়েছে।
বিজেপির অভিযোগ সারা রাজ্যের মত এদিন কেতুগ্রাম-১ ব্লকের বিডিও অফিসে বিজেপি কর্মীরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দেওয়ার জন্য যায় কাঁদরা এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ের পাশ দিয়ে যাচ্ছিল সেই সময় ওই পার্টি অফিসের ছাদ থেকে বিজেপি কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয় ছোড়া হয় বলে অভিযোগ। ফলে দুটি দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এদিকে ইটের আঘাতে ৬ বিজেপি কর্মী এবং দুই পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিজেপির দাবি ঝামেলার সময় তৃণমূলের কর্মীরা ইট ছুঁড়তে থাকায় ইটের আঘাতে পুলিশ আহত হয়। এরপরে পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং কাঁদানে গ্যাসের শেল ফাটায়। ফলে দুই দলের কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
বিজেপির পূর্ব বর্ধমান জেলার জেলা সম্পাদক রামকৃষ্ণ বৈরাগ্য বলেন শান্তিপূর্ণভাবে বিডিও অফিসে ডেপুটেশন দেওয়ার জন্য যখন বিজেপি কর্মীরা যাচ্ছিল সেই সময় বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল। ঘটনায় ছয় জন বিজেপি কর্মী আহত হয়েছেন। পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে বিজেপি হামলা চালাতেই ঝামেলা বেধে যায়।Body:তৃণমূল বিজেপি Conclusion:সংঘর্ষ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.