কেতুগ্রাম, 18 জুলাই : BDO অফিসে ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে BJP-র সংঘর্ষ । জখম হন ছ'জন BJP কর্মী । ঘটনায় জখম হয়েছেন দুই পুলিশকর্মীও । পূর্ব বর্ধমানের কেতুগ্রামের ঘটনা ।
আজ কাটমানি নিয়ে রাজ্যজুড়ে BDO অফিসে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেয় BJP । সেইমতো আজ কেতুগ্রাম 1 ব্লকের BDO অফিসে মিছিল করে ডেপুটেশন জমা দিতে যায় BJP কর্মীরা । অভিযোগ, মিছিল কেতুগ্রামের কাঁদরা এলাকার তৃণমূল দলীয় কার্যালয়ের কাছে পৌঁছোতেই তাদের উপর হামলা করে তৃণমূল কর্মীরা । BJP কর্মীদের লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাটকেল । সংঘর্ষ শুরু হয় দুই দলের মধ্য়ে । ইটের আঘাতে জখম হয় ছয় BJP কর্মী ।
ঘটনাস্থানে পুলিশ এলে তাদেরকে লক্ষ্য করেও ইট ছোড়া হয় । তাতে জখম হন দু'জন পুলিশকর্মী । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে । ফলে ছত্রভঙ্গ হয়ে যায় দুই দলের কর্মীরা । যদিও লাঠিচার্জের কথা অস্বীকার করেছে পুলিশ ।
পূর্ব বর্ধমানের BJP জেলা সম্পাদক রামকৃষ্ণ বৈরাগ্য বলেন, "আমাদের কর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল করে ডেপুটেশন দিতে যাচ্ছিল । সেই সময় আমাদের উপর আচমকাই হামলা করে তৃণমূল ।" যদিও অভিযোগের কথা অস্বীকার করেছে তৃণমূল । তাদের দাবি, মিছিল চলাকালীন BJP হামলা করায় ঝামেলা বাঁধে ।