পূর্বস্থলী, 4 মে : পূর্ব বর্ধমান জেলার চুপি পাখিরালয়ে একের পর এক পাখির মৃত্যু হচ্ছে । খবর পেয়ে ঘটনাস্থানে যান বনকর্মীরা । কী কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছেন তাঁরা ।
পূর্বাস্থলী ব্লকে রয়েছে চুপি পাখিরালয় । পারুলিয়া সংলগ্ন একটা ডোবার কাছে বেশ কয়েকটি পাখিকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। কীভাবে এত পাখির মৃত্যু হল তা নিয়ে চিন্তায় সকলেই । স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর পূর্বস্থলী পাখিরালয়ে পরিযায়ী পাখি দেখার জন্য পর্যটকরা ভিড় করেন । কিন্তু, স্থানীয়রা বেশ কয়েকটি পাখিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন । তাঁরা বন বিভাগে খবর দেন।
বনকর্মী সুকান্ত ওঝা বলেন, “প্রায় 70 টি পরিযায়ী পাখিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে । কী কারণে পাখিগুলির মৃত্যু হল তা জানার জন্য মৃতদেহগুলিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে । বিষয়টি জানানো হয়েছে পূর্বস্থলী থানাকেও ।”
চুপি পাখিরালয়ে প্রায় 70টি পরিযায়ী পাখির মৃত্যু ! - চুপির পাখিরালয়ে একের পর এক পাখির মৃত্যু
প্রতিবছর পূর্বস্থলীর পাখিরালয়ে পরিযায়ী পাখি দেখার জন্য পর্যটকরা ভিড় করেন । সম্প্রতি কয়েকটি পাখিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পূর্বস্থলী, 4 মে : পূর্ব বর্ধমান জেলার চুপি পাখিরালয়ে একের পর এক পাখির মৃত্যু হচ্ছে । খবর পেয়ে ঘটনাস্থানে যান বনকর্মীরা । কী কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছেন তাঁরা ।
পূর্বাস্থলী ব্লকে রয়েছে চুপি পাখিরালয় । পারুলিয়া সংলগ্ন একটা ডোবার কাছে বেশ কয়েকটি পাখিকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। কীভাবে এত পাখির মৃত্যু হল তা নিয়ে চিন্তায় সকলেই । স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর পূর্বস্থলী পাখিরালয়ে পরিযায়ী পাখি দেখার জন্য পর্যটকরা ভিড় করেন । কিন্তু, স্থানীয়রা বেশ কয়েকটি পাখিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন । তাঁরা বন বিভাগে খবর দেন।
বনকর্মী সুকান্ত ওঝা বলেন, “প্রায় 70 টি পরিযায়ী পাখিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে । কী কারণে পাখিগুলির মৃত্যু হল তা জানার জন্য মৃতদেহগুলিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে । বিষয়টি জানানো হয়েছে পূর্বস্থলী থানাকেও ।”
TAGGED:
bardhaman news