ETV Bharat / state

কাটোয়া কলেজের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ডেপুটেশন SFI-এর - বর্ধমানের খবর

ডেপুটেশন জমা দিয়ে ঘটনার তীব্র নিন্দা করে ওই অধ্যাপকদের শাস্তির দাবি জানিয়েছে জেলা SFI ।

Burdwan University
ছবি
author img

By

Published : Sep 10, 2020, 10:16 PM IST

বর্ধমান,10 সেপ্টেম্বর :কাটোয়া কলেজের প্রাণীবিদ্যা বিভাগের তিন অধ্যাপক-অধ্যাপিকার বিরুদ্ধে ওঠা অভিযোগের ঘটনায় এবার বর্ধমান বিশ্ববিদ্যালয় ও কাটোয়া কলেজ কর্তৃপক্ষকে ডেপুটেশন দিল ভারতের ছাত্র ফেডারেশন ।

কাটোয়া কলেজের কয়েকজন পড়ুয়া অভিযোগ করেন বেশি নম্বর পাওয়ার জন্য তিনজন অধ্যাপক টাকার দাবি করেছেন । বিষয়টি নিয়ে কাটোয়া কলেজের অধ্যক্ষের কাছে লিখিতভাবে অভিযোগও জানান ওই পড়ুয়ারা । পাশাপাশি ফোন কলের অডিয়ো সহ বেশকিছু ক্লিপিংসও কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দেন তাঁরা ।

কলেজের চারজন পড়ুয়া ওই কলেজের তিন অধ্যাপক ও অধ্যাপিকার বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন তাঁদের খাতা যেন ওই তিন অধ্যাপকদের হাতে না দেওয়া হয় । যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরা হলেন কাটোয়া কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রধান নির্ভীক বন্দ্যোপাধ্যায় ও অন্য দু'জন হলেন সায়ন্তন হাজরা ও রিম্পা ঘোষ । যদিও এ-জাতীয় সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রাণীবিদ্যা বিভাগের প্রধান নির্ভীক বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন : স্নাতকের ভরতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, কর্তৃপক্ষকে চিঠি প্রেসিডেন্সির ছাত্র সংসদের

SFI-এর পক্ষ থেকে জানানো হয়, ছাত্রছাত্রীদের কাছ থেকে তারা জানতে পেরেছে ওই অধ্যাপকরা হুমকির সুরে বলেছেন কম নম্বর পেয়ে যদি কোনও পড়ুয়া RTI করে তাহলে সেই খাতা ছিঁড়ে দেওয়া হবে । এই সব অডিয়ো ক্লিপিংস তাদের হাতেও এসেছে বলে দাবি করে SFI । এমন ঘটনার জেরে ছাত্রছাত্রীরা আতঙ্কে ভুগতে শুরু করেছেন বলেও জানিয়েছে তারা । আজ ডেপুটেশন জমা দিয়ে ঘটনার তীব্র নিন্দা করে ওই অধ্যাপকদের শাস্তির দাবি জানিয়েছে জেলা SFI ।

বর্ধমান,10 সেপ্টেম্বর :কাটোয়া কলেজের প্রাণীবিদ্যা বিভাগের তিন অধ্যাপক-অধ্যাপিকার বিরুদ্ধে ওঠা অভিযোগের ঘটনায় এবার বর্ধমান বিশ্ববিদ্যালয় ও কাটোয়া কলেজ কর্তৃপক্ষকে ডেপুটেশন দিল ভারতের ছাত্র ফেডারেশন ।

কাটোয়া কলেজের কয়েকজন পড়ুয়া অভিযোগ করেন বেশি নম্বর পাওয়ার জন্য তিনজন অধ্যাপক টাকার দাবি করেছেন । বিষয়টি নিয়ে কাটোয়া কলেজের অধ্যক্ষের কাছে লিখিতভাবে অভিযোগও জানান ওই পড়ুয়ারা । পাশাপাশি ফোন কলের অডিয়ো সহ বেশকিছু ক্লিপিংসও কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দেন তাঁরা ।

কলেজের চারজন পড়ুয়া ওই কলেজের তিন অধ্যাপক ও অধ্যাপিকার বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন তাঁদের খাতা যেন ওই তিন অধ্যাপকদের হাতে না দেওয়া হয় । যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরা হলেন কাটোয়া কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রধান নির্ভীক বন্দ্যোপাধ্যায় ও অন্য দু'জন হলেন সায়ন্তন হাজরা ও রিম্পা ঘোষ । যদিও এ-জাতীয় সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রাণীবিদ্যা বিভাগের প্রধান নির্ভীক বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন : স্নাতকের ভরতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, কর্তৃপক্ষকে চিঠি প্রেসিডেন্সির ছাত্র সংসদের

SFI-এর পক্ষ থেকে জানানো হয়, ছাত্রছাত্রীদের কাছ থেকে তারা জানতে পেরেছে ওই অধ্যাপকরা হুমকির সুরে বলেছেন কম নম্বর পেয়ে যদি কোনও পড়ুয়া RTI করে তাহলে সেই খাতা ছিঁড়ে দেওয়া হবে । এই সব অডিয়ো ক্লিপিংস তাদের হাতেও এসেছে বলে দাবি করে SFI । এমন ঘটনার জেরে ছাত্রছাত্রীরা আতঙ্কে ভুগতে শুরু করেছেন বলেও জানিয়েছে তারা । আজ ডেপুটেশন জমা দিয়ে ঘটনার তীব্র নিন্দা করে ওই অধ্যাপকদের শাস্তির দাবি জানিয়েছে জেলা SFI ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.