বর্ধমান, 28 জুলাই : কোরোনা পরিস্থিতিতে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে বিশেষ নির্দেশিকা জারি করেছে রাজ্য । কিন্তু, এই পরিস্থিতিতেও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলি পড়ুয়াদের উপর সেমেস্টার ফি চাপিয়ে দিচ্ছে ৷ এই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিল SFI-এর পূর্ব বর্ধমান জেলা কমিটি।
ছাত্র ফেডারেশনের দাবি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের সেমেস্টার ফি মকুব করতে হবে । এবং অতি দ্রুত অপ্রকাশিত ফলাফল প্রকাশ করতে হবে । ছাত্র সংগঠন আগেই দাবি জানিয়েছিল, কোরোনো পরিস্থিতিতে সিলেবাস শেষ না করে পরীক্ষা নেওয়া যাবে না ৷ তাদের অভিযোগ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা একাধিক কলেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে, ফি আগের থেকে বৃদ্ধি করা হয়েছে । নির্দিষ্ট সময়ে কলেজ কর্তৃপক্ষ ফি জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিও দিয়েছে ।
SFI-এর পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরি বলেন, "এই সেমেস্টারের জানুয়ারি থেকে মে পর্যন্ত এক মাস 15 দিন ক্লাস হওয়া সত্ত্বেও পড়ুয়াদের ছ'মাসের ইলেকট্রিক বিল, লাইব্রেরির ফি দিতে বলা হয়েছে । আমরা দাবি জানিয়েছি, সেমেস্টারের সমস্ত ফি সহ যাবতীয় ফি মকুব করতে হবে । এছাড়াও প্রথম, তৃতীয়, পঞ্চম সেমেস্টারের অপ্রকাশিত ফল দ্রুত প্রকাশ করতে হবে ।"