ETV Bharat / state

দুর্নীতিতে বীতশ্রদ্ধ, তৃণমূল ছেড়ে BJP-তে পঞ্চায়েত সদস্য - Bardwan

তৃণমূলের দুর্নীতিতে বীতশ্রদ্ধ হয়ে BJP-তে যোগদান করলেন ভাতারের বড়বেলুন-1 নম্বর পঞ্চায়েতের 3 নম্বর সংসদের তৃণমূল সদস্য বাণেশ্বর দুলে ।

BJP-রপতাকা হাতে বাণেশ্বর দুলে
author img

By

Published : Jul 3, 2019, 8:14 AM IST

ভাতার, 3 জুলাই : ভাতারের বড়বেলুন-1 নম্বর পঞ্চায়েতের 3 নম্বর সংসদের তৃণমূল সদস্য বাণেশ্বর দুলে গতকাল BJP-তে যোগদান করেন । তাঁর কথায়, তৃণমূলের দুর্নীতিতে বীতশ্রদ্ধ হয়ে দলত্যাগ করলাম ।

BJP-তে যোগদানের পর তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাণেশ্বর । জানান, 3 নম্বর সংসদে তাঁকে কোনও উন্নয়নমূলক কাজ করতে দেওয়া হয়নি । দু'বার পঞ্চায়েত সদস্য নির্বাচিত হওয়ার পরও দল তাঁকে গুরুত্ব দিত না । তাছাড়া তৃণমূলের দুর্নীতি দেখে তিনি বীতশ্রদ্ধ হয়েই BJP-তে যোগ দিয়েছেন বলে জানান বাণেশ্বর দুলে । তাঁর তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান উপলক্ষ্যে বড়বেলুন গ্রামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতার ব্লকের সংখ্যালঘু মোর্চার সভাপতি আলি হোসেন, স্থানীয় BJP নেতা রাজকুমার হাজরা প্রমুখ । BJP-র পক্ষ থেকে বাণেশ্বর দুলের হাতে দলীয় পতাকা তুলে দেন দলীয় নেতা বিভাস রেজ ।

আরও পড়ুন : পূর্ব বর্ধমানে BJP-তৃণমূল সংঘর্ষে আহত 8, গ্রেপ্তার 3

BJP নেতা আলি হোসেন বলেন, "বড়বেলুন-1 নম্বর পঞ্চায়েতের অনেক তৃণমূল সদস্য আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন । তাঁদের যোগদান এখন শুধু সময়ের অপেক্ষা । শীঘ্রই বড়বেলুন-1 নম্বর পঞ্চায়েত BJP-র দখলে চলে আসবে ।" যদিও বাণেশ্বর দুলের BJP-তে যোগদান প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কোনও প্রতিক্রিয়া দেয়নি ।

ভাতার, 3 জুলাই : ভাতারের বড়বেলুন-1 নম্বর পঞ্চায়েতের 3 নম্বর সংসদের তৃণমূল সদস্য বাণেশ্বর দুলে গতকাল BJP-তে যোগদান করেন । তাঁর কথায়, তৃণমূলের দুর্নীতিতে বীতশ্রদ্ধ হয়ে দলত্যাগ করলাম ।

BJP-তে যোগদানের পর তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাণেশ্বর । জানান, 3 নম্বর সংসদে তাঁকে কোনও উন্নয়নমূলক কাজ করতে দেওয়া হয়নি । দু'বার পঞ্চায়েত সদস্য নির্বাচিত হওয়ার পরও দল তাঁকে গুরুত্ব দিত না । তাছাড়া তৃণমূলের দুর্নীতি দেখে তিনি বীতশ্রদ্ধ হয়েই BJP-তে যোগ দিয়েছেন বলে জানান বাণেশ্বর দুলে । তাঁর তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান উপলক্ষ্যে বড়বেলুন গ্রামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতার ব্লকের সংখ্যালঘু মোর্চার সভাপতি আলি হোসেন, স্থানীয় BJP নেতা রাজকুমার হাজরা প্রমুখ । BJP-র পক্ষ থেকে বাণেশ্বর দুলের হাতে দলীয় পতাকা তুলে দেন দলীয় নেতা বিভাস রেজ ।

আরও পড়ুন : পূর্ব বর্ধমানে BJP-তৃণমূল সংঘর্ষে আহত 8, গ্রেপ্তার 3

BJP নেতা আলি হোসেন বলেন, "বড়বেলুন-1 নম্বর পঞ্চায়েতের অনেক তৃণমূল সদস্য আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন । তাঁদের যোগদান এখন শুধু সময়ের অপেক্ষা । শীঘ্রই বড়বেলুন-1 নম্বর পঞ্চায়েত BJP-র দখলে চলে আসবে ।" যদিও বাণেশ্বর দুলের BJP-তে যোগদান প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কোনও প্রতিক্রিয়া দেয়নি ।

Intro:কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়িতে হামলা

সন্তোষ দাস, কালনা

কাটমানির টাকা ফেরতের দাবি তুলে তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছেকালনার আটঘড়িয়া সিমলন পঞ্চায়েতে । এই ঘটনাকে ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ বেধে যায়।ঘটনায় এক তৃণমূল কর্মী ও এক বিজেপি কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।আহতদের কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালনার আটঘরিয়া সিমলন পঞ্চায়েতে বেশ কিছুদিন ধরেই সেখানকার সুপারভাইজার, উপপ্রধান এর বিরুদ্ধে একশো দিনের কাজ, শৌচালয় প্রভৃতি বিভিন্ন প্রকল্প থেকে কাটমানি নেওয়ার অভিযোগ ছিল। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গেছে কালনা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মধ্যক্ষ কাকলি সরকার ও তার ভাই তৃণমূল কর্মী অমিত সরকার, আটঘরিয়া সিমরান পঞ্চায়েতের সুপারভাইজার বিকাশ হাজরা, উপপ্রধান গোপেশ্বর মন্ডলের বিরুদ্ধে একশো দিনের কাজ সহ আবাস যোজনা শৌচালয় প্রভৃতি বিভিন্ন প্রকল্প থেকে কাটমানি খাওয়ার অভিযোগ উঠেছিল। মঙ্গলবার সেই টাকা ফেরতের দাবি জানান স্থানীয় বাসিন্দারা। এর পরেই অমিত সরকারের বাড়ি ঘেরাও করে হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এদিকে সুনীল সর্দার নামে এক বিজেপিকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এরপর এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। তৃণমূল নেতা অমিত সরকার বলেন হঠাৎ করে বিজেপির লোকজন তার বাড়িতে লাঠি নিয়ে চড়াও হয়। তার বাড়ি গাড়ি ভাঙচুর করা হয়েছে। বিজেপি নেতা ধনঞ্জয় হালদার বলেন তৃণমূলের একের পর এক নেতা বিভিন্ন প্রকল্পে কাটমানি খেয়েছিল। সেই টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়ে স্থানীয়রা তাদের বাড়িতে চড়াও হয়। উল্টে তৃণমূলের কর্মীরা তাদের বিজেপি কর্মীকে মারধর করে। পরিস্থিতি পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশের টহলদারি শুরু হয়েছে।Body:কাটমানি ফেরতের Conclusion:দাবিতে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.