ভাতার, 3 জুলাই : ভাতারের বড়বেলুন-1 নম্বর পঞ্চায়েতের 3 নম্বর সংসদের তৃণমূল সদস্য বাণেশ্বর দুলে গতকাল BJP-তে যোগদান করেন । তাঁর কথায়, তৃণমূলের দুর্নীতিতে বীতশ্রদ্ধ হয়ে দলত্যাগ করলাম ।
BJP-তে যোগদানের পর তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাণেশ্বর । জানান, 3 নম্বর সংসদে তাঁকে কোনও উন্নয়নমূলক কাজ করতে দেওয়া হয়নি । দু'বার পঞ্চায়েত সদস্য নির্বাচিত হওয়ার পরও দল তাঁকে গুরুত্ব দিত না । তাছাড়া তৃণমূলের দুর্নীতি দেখে তিনি বীতশ্রদ্ধ হয়েই BJP-তে যোগ দিয়েছেন বলে জানান বাণেশ্বর দুলে । তাঁর তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান উপলক্ষ্যে বড়বেলুন গ্রামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতার ব্লকের সংখ্যালঘু মোর্চার সভাপতি আলি হোসেন, স্থানীয় BJP নেতা রাজকুমার হাজরা প্রমুখ । BJP-র পক্ষ থেকে বাণেশ্বর দুলের হাতে দলীয় পতাকা তুলে দেন দলীয় নেতা বিভাস রেজ ।
আরও পড়ুন : পূর্ব বর্ধমানে BJP-তৃণমূল সংঘর্ষে আহত 8, গ্রেপ্তার 3
BJP নেতা আলি হোসেন বলেন, "বড়বেলুন-1 নম্বর পঞ্চায়েতের অনেক তৃণমূল সদস্য আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন । তাঁদের যোগদান এখন শুধু সময়ের অপেক্ষা । শীঘ্রই বড়বেলুন-1 নম্বর পঞ্চায়েত BJP-র দখলে চলে আসবে ।" যদিও বাণেশ্বর দুলের BJP-তে যোগদান প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কোনও প্রতিক্রিয়া দেয়নি ।