ETV Bharat / state

গলসিতে সার্ভে করতে এসে বিক্ষোভের মুখে - কলকাতা

কলকাতা থেকে সার্ভে করতে এসে গ্রামবাসীদের হাতে আটক হলেন একদল সার্ভেয়ার ৷ ঘটনা গলসির বাহিরঘন্না গ্রামের ৷ NRCও NPR আতঙ্কে এই ঘটনা ৷ জানা গেছে, গ্রামের ঘরবাড়ি, পুকুর মসজিদ সহ গ্রামের সার্ভে করার সময় তাঁদের কথাবার্তায় গ্রামবাসীদের সন্দেহ হয় ৷ তাঁরা তাঁদের আটকে রাখেন । এরপর ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাঁদের BDO অফিসে নিয়ে যাওয়া হয় ।

sarveyer-attack-in-galsi
গলসিতে গ্রামবাসীদের হাতে আটক সার্ভেয়ার
author img

By

Published : Mar 13, 2020, 3:39 PM IST

গলসি ,13 মার্চ : NRC আতঙ্কে সার্ভেয়ারদের আটকে রাখলেন গ্রামবাসীরা ৷ ঘটনা গলসির ৷ NPR ও NPR আতঙ্কে একদল সার্ভেয়ারকে আটকে রাখলেন গ্রামবাসীরা ৷ পরে তাঁদের ব্লক প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় । পূর্ব বর্ধমান জেলার গলসি থানার বাহিরঘন্না গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল গলসির বাহিরঘন্না গ্রামে কলকাতা থেকে কয়েকজন সার্ভেয়ার আসেন ৷ গ্রামের ঘরবাড়ি, পুকুর মসজিদ সহ গ্রামের সার্ভে করতে । তাঁদের কথাবার্তায় গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় তাঁরা তাঁদের আটকে রাখেন । এরপর ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাঁদের BDO অফিসে নিয়ে যাওয়া হয় ।

গলসিতে গ্রামবাসীদের হাতে আটক সার্ভেয়ার

জানা গেছে কলকাতার একটি সংস্থা তাদের কাজের জন্য গ্রামে গ্রামে সার্ভের কাজ শুরু করেছে । গ্রামের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাবির উদ্দিন আহমেদ বলেন, ‘‘যাঁরা সার্ভে করতে এসেছিলেন তাঁরা নির্দিষ্ট কোনও কাগজপত্র দেখাতে পারেননি । সেই কারণেই গ্রামবাসীদের সন্দেহ হয় । তাই তাঁদের আটকে রেখে ব্লক প্রশাসনকে খবর দেওয়া হয় ৷ এরপর তাঁদের ব্লক অফিসে নিয়ে যাওয়া হয় ।" সুমিলন সরকার নামে ওই সার্ভেয়ার বলেন, তাঁরা একটি সংস্থার জন্য বিভিন্ন এলাকায় সার্ভে করছেন । সংস্থাটি এলাকায় কটি থানা আছে, বাড়ি ঘর আছে কটি , জনবসতি কত এই বিষয়গুলো নিয়ে সার্ভে করছে ৷ কিন্তু বিভিন্ন কারণে মানুষ ভুল বোঝায় তাঁরা সমস্যায় পড়েছেন ।

গলসি ,13 মার্চ : NRC আতঙ্কে সার্ভেয়ারদের আটকে রাখলেন গ্রামবাসীরা ৷ ঘটনা গলসির ৷ NPR ও NPR আতঙ্কে একদল সার্ভেয়ারকে আটকে রাখলেন গ্রামবাসীরা ৷ পরে তাঁদের ব্লক প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় । পূর্ব বর্ধমান জেলার গলসি থানার বাহিরঘন্না গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল গলসির বাহিরঘন্না গ্রামে কলকাতা থেকে কয়েকজন সার্ভেয়ার আসেন ৷ গ্রামের ঘরবাড়ি, পুকুর মসজিদ সহ গ্রামের সার্ভে করতে । তাঁদের কথাবার্তায় গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় তাঁরা তাঁদের আটকে রাখেন । এরপর ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাঁদের BDO অফিসে নিয়ে যাওয়া হয় ।

গলসিতে গ্রামবাসীদের হাতে আটক সার্ভেয়ার

জানা গেছে কলকাতার একটি সংস্থা তাদের কাজের জন্য গ্রামে গ্রামে সার্ভের কাজ শুরু করেছে । গ্রামের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাবির উদ্দিন আহমেদ বলেন, ‘‘যাঁরা সার্ভে করতে এসেছিলেন তাঁরা নির্দিষ্ট কোনও কাগজপত্র দেখাতে পারেননি । সেই কারণেই গ্রামবাসীদের সন্দেহ হয় । তাই তাঁদের আটকে রেখে ব্লক প্রশাসনকে খবর দেওয়া হয় ৷ এরপর তাঁদের ব্লক অফিসে নিয়ে যাওয়া হয় ।" সুমিলন সরকার নামে ওই সার্ভেয়ার বলেন, তাঁরা একটি সংস্থার জন্য বিভিন্ন এলাকায় সার্ভে করছেন । সংস্থাটি এলাকায় কটি থানা আছে, বাড়ি ঘর আছে কটি , জনবসতি কত এই বিষয়গুলো নিয়ে সার্ভে করছে ৷ কিন্তু বিভিন্ন কারণে মানুষ ভুল বোঝায় তাঁরা সমস্যায় পড়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.