ETV Bharat / state

Doctor Dies : করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত কালনার 'পাঁচ টাকার' চিকিৎসক - corona

করোনা প্রাণ কাড়ল রাজ্যের আরও এক চিকিৎসকের ৷ গতকাল প্রয়াত হন চিকিৎসক গৌরাঙ্গ গোস্বামী। তিনি 'পাঁচ টাকার ডাক্তারবাবু' নামেই পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷

Death Doctor Incident
করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন পাঁচ টাকার চিকিৎসক
author img

By

Published : Sep 5, 2021, 6:46 AM IST

কালনা, 5 সেপ্টেম্বর : করোনা প্যানডেমিক সাধারণ মানুষের পাশাপাশি প্রাণ কেড়েছে এরাজ্যের বহু চিকিৎসকের ৷ এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কালনার এক চিকিৎসকের ৷ প্রয়াত হলেন চিকিৎসক গৌরাঙ্গ গোস্বামী। যিনি মানুষের কাছে 'পাঁচ টাকার ডাক্তারবাবু' নামেই পরিচিত ছিলেন। গতকাল তিনি কলকাতার একটা বেসরকারি হাসপাতালের প্রয়াত হন। মৃত্যুকালে বয়স হয়েছিল 71 বছর। তাঁর মৃত্যূতে কালনা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে ।

ডাঃ গৌরাঙ্গ গোস্বামীকে সকলেই একডাকে পাঁচ টাকার চিকিৎসক বলেই চিনতেন । কালনার ফটকদ্বার এলাকার বাসিন্দা ছিলেন তিনি। শুধু কালনা নয় নদিয়ার নবদ্বীপ, শান্তিপুর এমনকি কলকাতা থেকেও তার কাছে চিকিৎসার জন্য আসতেন রোগীরা। মাত্র পাঁচ টাকা ফিজ নিয়ে তিনি চিকিৎসা করতেন । প্রথম প্রথম তিনি তিন টাকা ফিজ নিয়ে চিকিৎসা করতেন । পরে ফিজ দু টাকা বাড়িয়ে পাঁচ টাকা করেছিলেন ।

আরও পড়ুন: জামালপুরে বিজেপি কর্মীর মায়ের খুনের তদন্তে সিবিআই

কলকাতা মেডিক্যাল কলেজ থেকে এম বিবিএস পাশ করার পর তিনি নিজের শহর কালনায় ফিরে এসে গরিব মানুষদের জন্য চিকিৎসা পরিষেবা দিতে শুরু করেন । এরপর তিনি বামপন্থী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন । পরে 2000 সাল থেকে 2010 সাল পর্যন্ত কালনা পুরসভার চেয়ারম্যান ছিলেন । কিন্তু ব্যস্ততার মধ্যেও রোগী দেখা বন্ধ করেননি কোনওদিন । কিছুদিন আগে তিনি করোনায় আক্রান্ত হন । তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । সেখানেই তিনি মারা যান । চিকিৎসকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷

কালনা, 5 সেপ্টেম্বর : করোনা প্যানডেমিক সাধারণ মানুষের পাশাপাশি প্রাণ কেড়েছে এরাজ্যের বহু চিকিৎসকের ৷ এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কালনার এক চিকিৎসকের ৷ প্রয়াত হলেন চিকিৎসক গৌরাঙ্গ গোস্বামী। যিনি মানুষের কাছে 'পাঁচ টাকার ডাক্তারবাবু' নামেই পরিচিত ছিলেন। গতকাল তিনি কলকাতার একটা বেসরকারি হাসপাতালের প্রয়াত হন। মৃত্যুকালে বয়স হয়েছিল 71 বছর। তাঁর মৃত্যূতে কালনা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে ।

ডাঃ গৌরাঙ্গ গোস্বামীকে সকলেই একডাকে পাঁচ টাকার চিকিৎসক বলেই চিনতেন । কালনার ফটকদ্বার এলাকার বাসিন্দা ছিলেন তিনি। শুধু কালনা নয় নদিয়ার নবদ্বীপ, শান্তিপুর এমনকি কলকাতা থেকেও তার কাছে চিকিৎসার জন্য আসতেন রোগীরা। মাত্র পাঁচ টাকা ফিজ নিয়ে তিনি চিকিৎসা করতেন । প্রথম প্রথম তিনি তিন টাকা ফিজ নিয়ে চিকিৎসা করতেন । পরে ফিজ দু টাকা বাড়িয়ে পাঁচ টাকা করেছিলেন ।

আরও পড়ুন: জামালপুরে বিজেপি কর্মীর মায়ের খুনের তদন্তে সিবিআই

কলকাতা মেডিক্যাল কলেজ থেকে এম বিবিএস পাশ করার পর তিনি নিজের শহর কালনায় ফিরে এসে গরিব মানুষদের জন্য চিকিৎসা পরিষেবা দিতে শুরু করেন । এরপর তিনি বামপন্থী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন । পরে 2000 সাল থেকে 2010 সাল পর্যন্ত কালনা পুরসভার চেয়ারম্যান ছিলেন । কিন্তু ব্যস্ততার মধ্যেও রোগী দেখা বন্ধ করেননি কোনওদিন । কিছুদিন আগে তিনি করোনায় আক্রান্ত হন । তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । সেখানেই তিনি মারা যান । চিকিৎসকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.