ETV Bharat / state

TMC MLA Escapes In Accident: দুর্ঘটনার কবলে রায়নার বিধায়ক, অল্পের জন্য রক্ষা - বিধানসভায় স্ট্যান্ডিং কমিটি

দুর্ঘটনার কবলে পড়লে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) রায়নার বিধায়কের গাড়ি ৷ হুগলিতে (Hooghly) ঘটনাটি ঘটে ৷ অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিধায়ক ৷

TMC MLA Escapes In Accident
দুর্ঘটনার কবলে রায়নার বিধায়ক
author img

By

Published : Jan 6, 2023, 7:18 PM IST

Updated : Jan 6, 2023, 7:45 PM IST

বর্ধমান, 6 জানুয়ারি: কলকাতায় বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় দুর্ঘটনার মুখে পড়ল রায়নার বিধায়ক শম্পা ধাড়ার (Raina MLA Shampa Dhara) গাড়ি । শুক্রবার দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) গুড়াপ পেরিয়ে মহেশ্বরপুর এলাকায় । অল্পের জন্য বড় রক্ষা পেয়েছেন বিধায়ক শম্পা ধাড়া । যদিও শম্পা ধাড়া ও তাঁর গাড়ির চালক দুজনেই অল্প চোট পেয়েছেন বলে জানা গিয়েছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রায়নার বিধায়ক তথা পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া এদিন কলকাতায় বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির (Assembly Standing Committee) বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন । জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় হুগলির গুড়াপ পেরোনোর পরে মহেশ্বরপুর এলাকার কাছে তাঁদের গাড়ি এগোচ্ছিল । তাঁদের সামনে ছিল অন্য একটা গাড়ি ।

TMC MLA Escapes In Accident
দুর্ঘটনার কবলে পড়া বিধায়ক শম্পা ধাড়ার গাড়ি

হঠাৎ একটা ট্রাক্টর পাশের রাস্তা থেকে জাতীয় সড়কে (National Highway) উঠে পড়ে । ফলে সামনের গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাক্টরে ধাক্কা মারে । ফলে বিধায়কের গাড়িটিও নিয়ন্ত্রণ রাখতে না পেরে ওই গাড়ির পিছনে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় । বিধায়কের গাড়ির পিছনে কোনও গাড়ি না থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি । তবে পিছনে অন্য কোনও গাড়ি থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে মনে করা হচ্ছে ৷

TMC MLA Escapes In Accident
দুর্ঘটনার কবলে পড়া বিধায়ক শম্পা ধাড়ার গাড়ি

বিধায়ক শম্পা ধাড়া জানান, এদিন কলকাতা যাওয়ার সময় গুড়াপ পেরিয়ে যাওয়ার সময় তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে । জাতীয় সড়কে হঠাৎ করে একটা ট্রাক্টর উঠে আসাতেই এই দুর্ঘটনা । তবে গাড়ির পিছনে কোনও গাড়ি না থাকায় এ যাত্রায় কোন বড় দুর্ঘটনা ঘটেনি । যদিও ঘটনাটি নিয়ে রীতিমতো আতঙ্কিত বিধায়ক । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ।

TMC MLA Escapes In Accident
দুর্ঘটনার কবলে পড়া বিধায়ক শম্পা ধাড়ার গাড়ি

এখানে উল্লেখ করা প্রয়োজন, শম্পা ধাড়া 2021 সালে প্রথমবার বিধানসভার ভোটে লড়েন জেতেন ৷ তিনি রাজ্যের তরুণ বিধায়কদের মধ্যে অন্যতম ৷ তার সঙ্গে তিনি পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি ৷ ফলে তাঁর দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূলের অন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ তিনি সুস্থ আছেন জেনে স্বস্তির নিঃশ্বাস ফেলেন কর্মীরা ৷

আরও পড়ুন: আবাস দুর্নীতির প্রশ্নে সাংবাদিকের ক্যামেরা ঢাকলেন মন্ত্রী !

বর্ধমান, 6 জানুয়ারি: কলকাতায় বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় দুর্ঘটনার মুখে পড়ল রায়নার বিধায়ক শম্পা ধাড়ার (Raina MLA Shampa Dhara) গাড়ি । শুক্রবার দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) গুড়াপ পেরিয়ে মহেশ্বরপুর এলাকায় । অল্পের জন্য বড় রক্ষা পেয়েছেন বিধায়ক শম্পা ধাড়া । যদিও শম্পা ধাড়া ও তাঁর গাড়ির চালক দুজনেই অল্প চোট পেয়েছেন বলে জানা গিয়েছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রায়নার বিধায়ক তথা পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া এদিন কলকাতায় বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির (Assembly Standing Committee) বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন । জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় হুগলির গুড়াপ পেরোনোর পরে মহেশ্বরপুর এলাকার কাছে তাঁদের গাড়ি এগোচ্ছিল । তাঁদের সামনে ছিল অন্য একটা গাড়ি ।

TMC MLA Escapes In Accident
দুর্ঘটনার কবলে পড়া বিধায়ক শম্পা ধাড়ার গাড়ি

হঠাৎ একটা ট্রাক্টর পাশের রাস্তা থেকে জাতীয় সড়কে (National Highway) উঠে পড়ে । ফলে সামনের গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাক্টরে ধাক্কা মারে । ফলে বিধায়কের গাড়িটিও নিয়ন্ত্রণ রাখতে না পেরে ওই গাড়ির পিছনে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় । বিধায়কের গাড়ির পিছনে কোনও গাড়ি না থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি । তবে পিছনে অন্য কোনও গাড়ি থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে মনে করা হচ্ছে ৷

TMC MLA Escapes In Accident
দুর্ঘটনার কবলে পড়া বিধায়ক শম্পা ধাড়ার গাড়ি

বিধায়ক শম্পা ধাড়া জানান, এদিন কলকাতা যাওয়ার সময় গুড়াপ পেরিয়ে যাওয়ার সময় তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে । জাতীয় সড়কে হঠাৎ করে একটা ট্রাক্টর উঠে আসাতেই এই দুর্ঘটনা । তবে গাড়ির পিছনে কোনও গাড়ি না থাকায় এ যাত্রায় কোন বড় দুর্ঘটনা ঘটেনি । যদিও ঘটনাটি নিয়ে রীতিমতো আতঙ্কিত বিধায়ক । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ।

TMC MLA Escapes In Accident
দুর্ঘটনার কবলে পড়া বিধায়ক শম্পা ধাড়ার গাড়ি

এখানে উল্লেখ করা প্রয়োজন, শম্পা ধাড়া 2021 সালে প্রথমবার বিধানসভার ভোটে লড়েন জেতেন ৷ তিনি রাজ্যের তরুণ বিধায়কদের মধ্যে অন্যতম ৷ তার সঙ্গে তিনি পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি ৷ ফলে তাঁর দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূলের অন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ তিনি সুস্থ আছেন জেনে স্বস্তির নিঃশ্বাস ফেলেন কর্মীরা ৷

আরও পড়ুন: আবাস দুর্নীতির প্রশ্নে সাংবাদিকের ক্যামেরা ঢাকলেন মন্ত্রী !

Last Updated : Jan 6, 2023, 7:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.