বর্ধমান, 16 অগাস্ট : জেলা প্রশাসনের নির্দেশে শহরজুড়েই বন্ধ দোকানপাট । সেইসঙ্গে আজ সকাল থেকেই হচ্ছে বৃষ্টি । ফলে কার্যত অঘোষিত লকডাউনে সুনসান বর্ধমান শহর । খুব প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছেন না শহরের মানুষজন । কিছু যানচলাচল করলেও রাস্তাঘাট ফাঁকা ।প্রশাসনের নির্দেশে শহরজুড়ে চলছে পুলিশি টহল ।
পূর্ব বর্ধমান জেলাজুড়ে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । জেলায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা বর্ধমান শহরে । ফলে জেলাজুড়ে নতুন করে লকডাউন করার পরিকল্পনা নিচ্ছিল প্রশাসন । কিন্তু, মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই পরিকল্পনা থেকে পিছিয়ে যায় জেলা প্রশাসন । ব্যবসায়ী সংগঠনের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠকে প্রথমে সিদ্ধান্ত হয়, সপ্তাহে তিনদিন করে দোকানপাট খোলা রাখা হবে । যেসব দোকানদার সোম, বুধ ও শুক্রবার দোকান খুলবেন তাঁরা মঙ্গল, বৃহস্পতি ও শনিবার দোকান বন্ধ রাখবেন । অন্যদিকে, যারা মঙ্গল, বৃহস্পতি, শনিবার দোকান খুলবেন, তাঁরা সোম, বুধ ও শুক্রবার দোকান বন্ধ রাখবেন । রবিবার শহরের সমস্ত দোকানপাট বন্ধ রাখা হবে । প্রশাসনের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সপ্তাহে ছ'দিন দোকান খোলার আর্জি জানান ব্যবসায়ীরা । এরপর সিদ্ধান্ত হয়, সোম থেকে শনিবার নির্দিষ্ট সময়ের জন্য দোকানপাট খোলা রাখা হবে । বিকেল পাঁচটার মধ্যে সমস্ত দোকান বন্ধ করতে হবে । অগাস্টের প্রতি রবিবার শহরের সমস্ত দোকানপাট বন্ধ রাখতে হবে । যানচলাচলের ক্ষেত্রে যদিও কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি ।
সেইমতো আজ বর্ধমান শহরজুড়ে সমস্ত দোকানপাট বন্ধ । শুধুমাত্র ওষুধের দোকানগুলিকে এই আওতার বাইরে রাখা হয়েছে । এর আগে জেলা প্রশাসনের নির্দেশে জারি করা লকডাউনে নিয়ম না মেনে প্রচুর মানুষ বাইরে বের হওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তারও করে । অবশ্য আজকের ছবিটা উলটো । শহরের প্রায় সমস্ত দোকানপাট বন্ধ থাকায় খুব প্রয়োজন ছাড়া মানুষজন বাইরে যাননি । সেইসঙ্গে সকাল থেকেই বৃষ্টির জেরে রাস্তাঘাট কার্যত সুনসান । তবে দোকানপাট খোলা আছে কিনা তা দেখার জন্য শহরজুড়ে টহল দিচ্ছে পুলিশ ।