ETV Bharat / state

আমূলের মিষ্টি দই খেয়ে অসুস্থ শতাধিক, বিক্রি বনধের নির্দেশ বর্ধমানে - আমূলের মিষ্টি দই

Amul Dahi: দিনকয়েক আগে পূর্ব বর্ধমানের দু’টি ব্লকে আমূলের মিষ্টি দই খেয়ে শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন ৷ তদন্তে দই পরীক্ষা করে ব্যাকটেরিয়া পাওয়া যায় ৷ এর প্রেক্ষিতে জেলা স্বাস্থ্য দফতরের তরফে আমূলের দই বিক্রি করা বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

Amul Dahi
Amul Dahi
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 12:44 PM IST

Updated : Jan 9, 2024, 3:03 PM IST

বর্ধমান, 9 জানুয়ারি: অনুষ্ঠান বাড়িতে মিষ্টি দই খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বেশ কিছুজন । পূর্ব বর্ধমানের দু’জায়গায় এই ঘটনা ঘটার পরেই নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য দফতর । জানা যায়, ওই দই আমূল কোম্পানির ছিল । দইয়ের নমুনা পরীক্ষা করে ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া যায় । এরপরেই জেলা স্বাস্থ্য দফতরের তরফে পূর্ব বর্ধমান জেলায় আমূলের মিষ্টি দই বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয় ।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগে রায়না-2 ব্লকের ছোটোবৈনান গ্রামে একটা শ্রাদ্ধবাড়িতে খাবার খেয়ে 105 জন অসুস্থ হয়ে পড়েন । দুপুরে খাবার খাওয়ার পরে ওইদিন রাত থেকেই অনেকের ডায়েরিয়া শুরু হয় । অসুস্থদের মধ্যে 68 জনকে স্থানীয় মাধবডিহি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ও 10 জনকে হুগলির আরামবাগ মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । জেলা স্বাস্থ্য দফতরের কাছে খবর যেতেই স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা মাধবডিহি স্বাস্থ্যকেন্দ্রে যান । সেখান থেকে নমুনা সংগ্রহ করে । এছাড়া মেমারিতেও আরও একটা ঘটনা ঘটে ।

জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, পূর্ব বর্ধমান জেলার দু’টি ব্লকে খাদ্যে বিষক্রিয়ার ঘটনা ঘটে । দেখা গিয়েছে, ইন্ডিয়ান ডেয়ারি প্রোডাক্ট, যার ব্র‍্যান্ড নাম ‘আমূল মিষ্টি দই’, ব্যাচ নম্বর কেপিভি3653 থেকেই এই বিষক্রিয়ার ঘটনা ঘটে । ওই দইয়ের নমুনা সংগ্রহ করে ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া যায় । সেই কারণে জেলার সমস্ত ডিস্ট্রিবিউটর, রিটেলারদের আমূলের মিষ্টি দই বিক্রি বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে ।

Amul Dahi Ban Notification
পূর্ব বর্ধমানে আমূল দই বিক্রির নিষেধাজ্ঞা

জেলা স্বাস্থ্য দফতর জানতে পেরেছে, যে আমূল দই থেকে বিষক্রিয়া শুরু হয়, সেই দই তৈরি হয়েছিল বাঁকুড়ার ইন্ডিয়ান ডেয়ারি প্রোডাক্ট লিমিটেডে । ব্যাচ নম্বর কেপিভি3653 ৷ ওই দইয়ের নমুনা সংগ্রহ করা হয় । পরীক্ষা করে দেখা গিয়েছে, ওই ব্যাচের দইয়ে ‘স্ট্যাফিলোকক্কাস অরিয়াস’ নামে ব্যাকটেরিয়ার সন্ধান মিলেছে । চিকিৎসকদের মতে, ‘স্ট্যাফিলোকক্কাস অরিয়াস’ ব্যাকটেরিয়া গোলাকৃতি ধরনের । এটি অক্সিজেন নির্ভর ব্যাকটেরিয়া । এমনকি অক্সিজেন ছাড়াও এটার বৃদ্ধি ঘটে । এই ব্যাকটেরিয়ার প্রভাবে খাদ্যে বিষক্রিয়া ছাড়াও নানা উপসর্গ দেখা দিতে পারে ।

এদিকে আমূল দই বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পরেই সাধারণ মানুষের মধ্যে একটা আতংক দেখা দিয়েছে ৷ ওই ব্যান্ডের দুধ, টক দই-সহ অন্যান্য সামগ্রী কিনতে ভয় পাচ্ছেন মানুষ ৷ দোকানদারেরা বলছেন, আমূলের চকলেট-সহ অন্যান্য সামগ্রী গুজরাত থেকেই আসে । মূলত, দই বা দুধ জাতীয় জিনিস, যেগুলি মাত্র কয়েকদিন ঘরে রাখা যাবে, সেগুলি তৈরি হয় বাঁকুড়া-সহ বেশ কয়েকটি স্থানীয় জায়গায় । 31 ডিসেম্বরের মিষ্টি দই থেকেই ঘটনা ঘটেছে । এটা একটা বিচ্ছিন্ন ঘটনা । কিন্তু আতংকের কারণে এ দিন অনেকেই আমূলের টক দই কিংবা দুধ কিনতেও আতংকে ভুগেছেন ।

পূর্ব বর্ধমানের ডেপুটি সিএমওএইচ ড. সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, দু’টি ব্লকের খাবারে বিষক্রিয়ার ঘটনা ঘটে । জানা গিয়েছে, দুই জায়গাতেই দই থেকে বিষক্রিয়া শুরু হয় । তাই ওই মিষ্টি দই বিক্রি বন্ধ রাখার জন্য ডিলারদের কাছে চিঠি পাঠানো হয়েছে । এই নিয়ে আমূল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

আরও পড়ুন:

  1. থ্রি-স্টার হোটেলে খেয়ে খাদ্যে বিষক্রিয়া, অসুস্থ 25 চিকিৎসক
  2. হরিয়ানায় ভেজাল আটা খেয়ে অসুস্থ 200 জনেরও বেশি
  3. খাদ্যে বিষক্রিয়া ! অনুষ্ঠান বাড়ির খাবার খেয়ে অসুস্থ প্রায় 30 জন বাসিন্দা

বর্ধমান, 9 জানুয়ারি: অনুষ্ঠান বাড়িতে মিষ্টি দই খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বেশ কিছুজন । পূর্ব বর্ধমানের দু’জায়গায় এই ঘটনা ঘটার পরেই নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য দফতর । জানা যায়, ওই দই আমূল কোম্পানির ছিল । দইয়ের নমুনা পরীক্ষা করে ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া যায় । এরপরেই জেলা স্বাস্থ্য দফতরের তরফে পূর্ব বর্ধমান জেলায় আমূলের মিষ্টি দই বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয় ।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগে রায়না-2 ব্লকের ছোটোবৈনান গ্রামে একটা শ্রাদ্ধবাড়িতে খাবার খেয়ে 105 জন অসুস্থ হয়ে পড়েন । দুপুরে খাবার খাওয়ার পরে ওইদিন রাত থেকেই অনেকের ডায়েরিয়া শুরু হয় । অসুস্থদের মধ্যে 68 জনকে স্থানীয় মাধবডিহি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ও 10 জনকে হুগলির আরামবাগ মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । জেলা স্বাস্থ্য দফতরের কাছে খবর যেতেই স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা মাধবডিহি স্বাস্থ্যকেন্দ্রে যান । সেখান থেকে নমুনা সংগ্রহ করে । এছাড়া মেমারিতেও আরও একটা ঘটনা ঘটে ।

জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, পূর্ব বর্ধমান জেলার দু’টি ব্লকে খাদ্যে বিষক্রিয়ার ঘটনা ঘটে । দেখা গিয়েছে, ইন্ডিয়ান ডেয়ারি প্রোডাক্ট, যার ব্র‍্যান্ড নাম ‘আমূল মিষ্টি দই’, ব্যাচ নম্বর কেপিভি3653 থেকেই এই বিষক্রিয়ার ঘটনা ঘটে । ওই দইয়ের নমুনা সংগ্রহ করে ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া যায় । সেই কারণে জেলার সমস্ত ডিস্ট্রিবিউটর, রিটেলারদের আমূলের মিষ্টি দই বিক্রি বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে ।

Amul Dahi Ban Notification
পূর্ব বর্ধমানে আমূল দই বিক্রির নিষেধাজ্ঞা

জেলা স্বাস্থ্য দফতর জানতে পেরেছে, যে আমূল দই থেকে বিষক্রিয়া শুরু হয়, সেই দই তৈরি হয়েছিল বাঁকুড়ার ইন্ডিয়ান ডেয়ারি প্রোডাক্ট লিমিটেডে । ব্যাচ নম্বর কেপিভি3653 ৷ ওই দইয়ের নমুনা সংগ্রহ করা হয় । পরীক্ষা করে দেখা গিয়েছে, ওই ব্যাচের দইয়ে ‘স্ট্যাফিলোকক্কাস অরিয়াস’ নামে ব্যাকটেরিয়ার সন্ধান মিলেছে । চিকিৎসকদের মতে, ‘স্ট্যাফিলোকক্কাস অরিয়াস’ ব্যাকটেরিয়া গোলাকৃতি ধরনের । এটি অক্সিজেন নির্ভর ব্যাকটেরিয়া । এমনকি অক্সিজেন ছাড়াও এটার বৃদ্ধি ঘটে । এই ব্যাকটেরিয়ার প্রভাবে খাদ্যে বিষক্রিয়া ছাড়াও নানা উপসর্গ দেখা দিতে পারে ।

এদিকে আমূল দই বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পরেই সাধারণ মানুষের মধ্যে একটা আতংক দেখা দিয়েছে ৷ ওই ব্যান্ডের দুধ, টক দই-সহ অন্যান্য সামগ্রী কিনতে ভয় পাচ্ছেন মানুষ ৷ দোকানদারেরা বলছেন, আমূলের চকলেট-সহ অন্যান্য সামগ্রী গুজরাত থেকেই আসে । মূলত, দই বা দুধ জাতীয় জিনিস, যেগুলি মাত্র কয়েকদিন ঘরে রাখা যাবে, সেগুলি তৈরি হয় বাঁকুড়া-সহ বেশ কয়েকটি স্থানীয় জায়গায় । 31 ডিসেম্বরের মিষ্টি দই থেকেই ঘটনা ঘটেছে । এটা একটা বিচ্ছিন্ন ঘটনা । কিন্তু আতংকের কারণে এ দিন অনেকেই আমূলের টক দই কিংবা দুধ কিনতেও আতংকে ভুগেছেন ।

পূর্ব বর্ধমানের ডেপুটি সিএমওএইচ ড. সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, দু’টি ব্লকের খাবারে বিষক্রিয়ার ঘটনা ঘটে । জানা গিয়েছে, দুই জায়গাতেই দই থেকে বিষক্রিয়া শুরু হয় । তাই ওই মিষ্টি দই বিক্রি বন্ধ রাখার জন্য ডিলারদের কাছে চিঠি পাঠানো হয়েছে । এই নিয়ে আমূল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

আরও পড়ুন:

  1. থ্রি-স্টার হোটেলে খেয়ে খাদ্যে বিষক্রিয়া, অসুস্থ 25 চিকিৎসক
  2. হরিয়ানায় ভেজাল আটা খেয়ে অসুস্থ 200 জনেরও বেশি
  3. খাদ্যে বিষক্রিয়া ! অনুষ্ঠান বাড়ির খাবার খেয়ে অসুস্থ প্রায় 30 জন বাসিন্দা
Last Updated : Jan 9, 2024, 3:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.