কালনা, ২২ ফেব্রুয়ারি : সন্তানকে হারিয়ে খাওয়াদাওয়া বন্ধ করল মা। গতকাল, এমনটাই ঘটে কালনার প্রফেসর কলোনি এলাকায়। তবে ঘটনাটি একটি কুকুরছানার। সায়নী ভৌমিক,অশোক ভৌমিক,রবীন্দ্রনাথ কর্মকার নামে স্থানীয়রা জানান, "প্রতি বছরই কুকুরের বাচ্চা জন্ম নেবার পর বাচ্ছাগুলোকে কিছুদিন পর থেকে আর খুঁজে পাওয়া যায় না। বাচ্ছাগুলো মরে যায় কিংবা ওই বাচ্ছাগুলোকে খুঁজে পাওয়া যায় না।"
ঘটনাটি কুকুরের , মানুষের নয় তাই হয়ত পৌরসভায় গিয়েও কোনো পাত্তা পাওয়া যায়নি বলেই অভিযোগ এলাকাবাসীর। পুলিশের কাছে এলাকার মানুষজন অভিযোগ করে কুকুর ছানাগুলোকে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে। ওই এলাকাতেই আটটি কুকুরের বাচ্ছার জন্ম হয়। তার মধ্যে চারটি বাচ্ছার মৃতদেহ উদ্ধার হয়,একটি অসুস্থ এবং তিনটি বাচ্ছাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশ কয়েক বছর ধরেই এই ঘটনা ঘটছে। এক ব্যক্তির এই ঘটনায় হাত রয়েছে।