ETV Bharat / state

সন্তান শোকে অসহায় মা ! - burdwan

কালনায় বিষ দিয়ে কুকুর ছানা মেরে ফেলার অভিযোগ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 22, 2019, 10:10 AM IST

Updated : Feb 22, 2019, 11:20 AM IST

কালনা, ২২ ফেব্রুয়ারি : সন্তানকে হারিয়ে খাওয়াদাওয়া বন্ধ করল মা। গতকাল, এমনটাই ঘটে কালনার প্রফেসর কলোনি এলাকায়। তবে ঘটনাটি একটি কুকুরছানার। সায়নী ভৌমিক,অশোক ভৌমিক,রবীন্দ্রনাথ কর্মকার নামে স্থানীয়রা জানান, "প্রতি বছরই কুকুরের বাচ্চা জন্ম নেবার পর বাচ্ছাগুলোকে কিছুদিন পর থেকে আর খুঁজে পাওয়া যায় না। বাচ্ছাগুলো মরে যায় কিংবা ওই বাচ্ছাগুলোকে খুঁজে পাওয়া যায় না।"

ঘটনাটি কুকুরের , মানুষের নয় তাই হয়ত পৌরসভায় গিয়েও কোনো পাত্তা পাওয়া যায়নি বলেই অভিযোগ এলাকাবাসীর। পুলিশের কাছে এলাকার মানুষজন অভিযোগ করে কুকুর ছানাগুলোকে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে। ওই এলাকাতেই আটটি কুকুরের বাচ্ছার জন্ম হয়। তার মধ্যে চারটি বাচ্ছার মৃতদেহ উদ্ধার হয়,একটি অসুস্থ এবং তিনটি বাচ্ছাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশ কয়েক বছর ধরেই এই ঘটনা ঘটছে। এক ব্যক্তির এই ঘটনায় হাত রয়েছে।

কালনা, ২২ ফেব্রুয়ারি : সন্তানকে হারিয়ে খাওয়াদাওয়া বন্ধ করল মা। গতকাল, এমনটাই ঘটে কালনার প্রফেসর কলোনি এলাকায়। তবে ঘটনাটি একটি কুকুরছানার। সায়নী ভৌমিক,অশোক ভৌমিক,রবীন্দ্রনাথ কর্মকার নামে স্থানীয়রা জানান, "প্রতি বছরই কুকুরের বাচ্চা জন্ম নেবার পর বাচ্ছাগুলোকে কিছুদিন পর থেকে আর খুঁজে পাওয়া যায় না। বাচ্ছাগুলো মরে যায় কিংবা ওই বাচ্ছাগুলোকে খুঁজে পাওয়া যায় না।"

ঘটনাটি কুকুরের , মানুষের নয় তাই হয়ত পৌরসভায় গিয়েও কোনো পাত্তা পাওয়া যায়নি বলেই অভিযোগ এলাকাবাসীর। পুলিশের কাছে এলাকার মানুষজন অভিযোগ করে কুকুর ছানাগুলোকে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে। ওই এলাকাতেই আটটি কুকুরের বাচ্ছার জন্ম হয়। তার মধ্যে চারটি বাচ্ছার মৃতদেহ উদ্ধার হয়,একটি অসুস্থ এবং তিনটি বাচ্ছাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশ কয়েক বছর ধরেই এই ঘটনা ঘটছে। এক ব্যক্তির এই ঘটনায় হাত রয়েছে।

Intro:পথ দুর্ঘটনায় বলি১ গলসিতে
সন্তোষ দাস, পূর্ব বর্ধমান
বর্ধমানের গলসি থানার গলিগ্রাম এর কাছে জাতীয় সড়কের একটি হোটেলের সামনে একটি মোটর বাইক কে লরির পিছন থেকে ধাক্কা। ঘটনাস্থলেই একজনের মৃত্যু। আহত ২। তাদের বাড়ি গলসীর দয়ালপুর গ্রামে।
Body: পুলিশ আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আইনাল শেখ কে মৃত ঘোষণা করেন চিকিৎসক। Conclusion:প্রাথমিকভাবে জানা গেছে মৃত আইনাল সেখ পেশায় কলমিস্ত্রি ছিলেন। একটি বাইকে তিন জন আরোহী ছিলেন। তারা বুদবুদের দিক থেকে ২ নং জাতীয় সড়কে গলসির দয়ালপুর গ্রামে ফিরছিলেন
Last Updated : Feb 22, 2019, 11:20 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.