ETV Bharat / state

সাপের ছোবল কিশোরীকে, মৃত্যুর পরও চলল ওঝার ঝাড়ফুঁক

সাপের ছোবলে মৃত কিশোরীরে সৎকার না করে ওঝা ডেকে ঝাড়ফুঁক করল পরিবার । দু'দিন পর আজ পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । কালনার অকাল পৌষ গ্রামের ঘটনা ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 1, 2019, 11:48 PM IST

কালনা, 1 জুলাই : সাপে ছোবল মেরেছিল কিশোরীকে । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । কিন্তু, দেহ সৎকার না করে ওঝা ডেকে কিশোরীকে বাঁচিয়ে তোলার বৃথা চেষ্টা চালাল পরিবারের লোকজন । দু'দিন ধরে চলল ঝাড়ফুঁক । এদিকে দেহ পচতে থাকে । অবশেষে তা উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । কালনার অকাল পৌষ গ্রামের ঘটনা ।

শনিবার(29 জুন), বছর 15-র কিশোরী কবিতা মুর্মুকে সাপে ছোবল মারে । পরে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে । কিন্তু, দেহ সৎকার না করে ওঝা ডেকে আনে বাড়ির লোকজন । শুরু হয় ঝাড়ফুঁক । দু'দিন এভাবেই কেটে যায় । এদিকে, দেহ পচতে শুরু করে ।

অবশেষ, গ্রামবাসীদের চাপে পুলিশ দেহটি উদ্ধার করে । কালনা মহকুমা হাসপাতালে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

কালনা, 1 জুলাই : সাপে ছোবল মেরেছিল কিশোরীকে । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । কিন্তু, দেহ সৎকার না করে ওঝা ডেকে কিশোরীকে বাঁচিয়ে তোলার বৃথা চেষ্টা চালাল পরিবারের লোকজন । দু'দিন ধরে চলল ঝাড়ফুঁক । এদিকে দেহ পচতে থাকে । অবশেষে তা উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । কালনার অকাল পৌষ গ্রামের ঘটনা ।

শনিবার(29 জুন), বছর 15-র কিশোরী কবিতা মুর্মুকে সাপে ছোবল মারে । পরে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে । কিন্তু, দেহ সৎকার না করে ওঝা ডেকে আনে বাড়ির লোকজন । শুরু হয় ঝাড়ফুঁক । দু'দিন এভাবেই কেটে যায় । এদিকে, দেহ পচতে শুরু করে ।

অবশেষ, গ্রামবাসীদের চাপে পুলিশ দেহটি উদ্ধার করে । কালনা মহকুমা হাসপাতালে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.