ETV Bharat / state

বর্ধমানে পুলিশের গাড়ি ভাঙচুর, মহিলা পুলিশের শ্লীলতাহানি

সরস্বতী পুজোর মাইক বাজানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ।

পুলিশ
author img

By

Published : Feb 16, 2019, 8:01 PM IST

কালনা, ১৬ ফেব্রুয়ারি : সরস্বতী পুজোর মাইক বাজানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ। মাইক বাজানো বন্ধ করতে গেলে দুষ্কৃতীরা পুলিশের উপর চড়াও হয়। গাড়িতে ভাঙচুর চালায়। মারধর করে বলেও অভিযোগ। আক্রান্ত হন বেশ কয়েকজন পুলিশকর্মী। অভিযুক্তদের মধ্যে ছ'জনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি কালনার নান্দাই এলাকার। অপরদিকে কালনারই সিদ্ধেশ্বরী মোড়ে প্রতিমা নিরঞ্জনের সময় মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে।

মাধ্যমিক পরীক্ষার জন্য মাইক বাজানোর উপর নিষেধাজ্ঞা রয়েছে। প্রশাসনিক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে জোরে মাইক বাজানো হচ্ছিল নান্দাই আশ্রমপাড়া এলাকায়। বৃহস্পতিবার রাতে এই খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ। সেখানে মাইক বন্ধ করে থানায় ফিরছিলেন পুলিশকর্মীরা। পথে ধাত্রীগ্রাম বেলকুলির কাছে কয়েকজন মোটরবাইকে এসে পুলিশের গাড়ি থামিয়ে ভাঙচুর চালায়। আহত হন কয়েকজন পুলিশকর্মী। এরপরই কালনা থানার OC প্রণব বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থানে গিয়ে ছ’জনকে গ্রেপ্তার করেন।

সেদিন রাতেই কালনা শহরের সিদ্ধেশ্বরী মোড়ে সরস্বতী প্রতিমার নিরঞ্জন ঘিরে অশান্তি হয়। কালনা পুলিশ সূত্রে খবর, প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় উপস্থিত মহিলাদের কটূক্তি করে কয়েকজন। কর্তব্যরত এক মহিলা পুলিশকর্মী তার প্রতিবাদ করেন। তখন অভিযুক্তরা তাঁকেও কটূক্তি করে। করা হয় শ্লীলতাহানিও। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করে। বাকিরা পালিয়ে যায়।

undefined

বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) রাজনারায়ণ মুখোপাধ্যায় ঘটনা প্রসঙ্গে জানান, মাইক বাজানো বন্ধ করতে গিয়ে কয়েকজন পুলিশকর্মী আক্রান্ত হন। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

কালনা, ১৬ ফেব্রুয়ারি : সরস্বতী পুজোর মাইক বাজানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ। মাইক বাজানো বন্ধ করতে গেলে দুষ্কৃতীরা পুলিশের উপর চড়াও হয়। গাড়িতে ভাঙচুর চালায়। মারধর করে বলেও অভিযোগ। আক্রান্ত হন বেশ কয়েকজন পুলিশকর্মী। অভিযুক্তদের মধ্যে ছ'জনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি কালনার নান্দাই এলাকার। অপরদিকে কালনারই সিদ্ধেশ্বরী মোড়ে প্রতিমা নিরঞ্জনের সময় মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে।

মাধ্যমিক পরীক্ষার জন্য মাইক বাজানোর উপর নিষেধাজ্ঞা রয়েছে। প্রশাসনিক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে জোরে মাইক বাজানো হচ্ছিল নান্দাই আশ্রমপাড়া এলাকায়। বৃহস্পতিবার রাতে এই খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ। সেখানে মাইক বন্ধ করে থানায় ফিরছিলেন পুলিশকর্মীরা। পথে ধাত্রীগ্রাম বেলকুলির কাছে কয়েকজন মোটরবাইকে এসে পুলিশের গাড়ি থামিয়ে ভাঙচুর চালায়। আহত হন কয়েকজন পুলিশকর্মী। এরপরই কালনা থানার OC প্রণব বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থানে গিয়ে ছ’জনকে গ্রেপ্তার করেন।

সেদিন রাতেই কালনা শহরের সিদ্ধেশ্বরী মোড়ে সরস্বতী প্রতিমার নিরঞ্জন ঘিরে অশান্তি হয়। কালনা পুলিশ সূত্রে খবর, প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় উপস্থিত মহিলাদের কটূক্তি করে কয়েকজন। কর্তব্যরত এক মহিলা পুলিশকর্মী তার প্রতিবাদ করেন। তখন অভিযুক্তরা তাঁকেও কটূক্তি করে। করা হয় শ্লীলতাহানিও। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করে। বাকিরা পালিয়ে যায়।

undefined

বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) রাজনারায়ণ মুখোপাধ্যায় ঘটনা প্রসঙ্গে জানান, মাইক বাজানো বন্ধ করতে গিয়ে কয়েকজন পুলিশকর্মী আক্রান্ত হন। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Sattahip - 16 February 2019
1. Wide of Thai navy SEALs reaching shore in an inflatable craft
2. Wide of SEALs coming ashore, weapons raised
3. Line of forces lying on ground ready to fire
4. US Assault Amphibious Vehicle (AAV) coming ashore
5. Forces getting out from AAV
6. Troop in hatch of tank
7. Various of parachutists
8. Close of armed US soldier
9. SOUNDBITE (English) Peter Haymond, Charge d'Affairs of the U.S. Embassy:
"You've seen today the amphibious landing, which is actually how Cobra Gold began. There are a series of activities around the country involving different types of practice and exercise between different parts of the military. You've also gone through the NEO: the Non-Combatant Exercise Operation up here."
10. Various of US forces
11. South Korean troops standing in line with US forces
12. Various of forces lined up with amphibious vehicles behind
13. SOUNDBITE (English) Major General Pete Johnson, Deputy Commanding General of the US Army Pacific Command:
"It's not just about building the readiness but it is about building relationships, building a common understanding so that when crisis evolves, we already have a fair understanding of how we might operate together."
14. Various of US and Thai commanders shaking hands with participants
STORYLINE:
The annual Cobra Gold military exercises were held off the coast of Thailand on Saturday.
The event is the biggest activity of its type in the Asia-Pacific region, with 29 nations taking part as participants or observers.
Saturday's drills saw almost 1,200 marines and soldiers from Thailand, South Korea and the United States, backed by amphibious vehicles, storming ashore a beach in Sattahip, Chonburi Province.
Relations between Washington and the Thai government were strained following 2014's military coup in Thailand, and US involvement in Cobra Gold was scaled down.
But, with a confident China flexing its muscles in the region, the US has rebuilt its involvement in an attempt to counter Beijing's growing influence.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.