ETV Bharat / state

মঙ্গলকোটে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় আটক 6 - তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন

তৃণমূল কংগ্রেসের কর্মী সঞ্জিত ঘোষকে পিটিয়ে খুনের ঘটনায় 6 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের ৷ গতকাল দুপুরে তৃণমূলের কার্যালয় থেকে ফেরার পথে সঞ্জিত ঘোষের উপর একদল দুষ্কৃতী হামলা চালায় ৷ তাঁকে বাঁশ, রড ও লাঠি নিয়ে মারধর করে দুষ্কৃতীরা ৷ সঞ্জিত ঘোষের উপর হামলার ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে স্থানীয় তৃণমূল ৷

police arrest 6 person for mongalkote tmc leader murder in purba bardhama
মঙ্গলকোটে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় আটক 6
author img

By

Published : Jan 27, 2021, 4:11 PM IST

মঙ্গলকোট(পূর্ব বর্ধমান) 27 জানুয়ারি : তৃণমূল কংগ্রেসের কর্মী সঞ্জিত ঘোষকে পিটিয়ে খুনের ঘটনায় 6 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করল মঙ্গলকোট থানার পুলিশ ৷ পূর্ব বর্ধমানের জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্য়ায় জানিয়েছেন, গোটা ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য় পুলিশ তদন্ত শুরু করেছে ৷ প্রসঙ্গত, গতকাল দুপুরে তৃণমূলের কার্যালয় থেকে ফেরার পথে সঞ্জিত ঘোষের উপর একদল দুষ্কৃতী হামলা চালায় ৷ তাঁকে বাঁশ, রড ও লাঠি নিয়ে মারধর করে দুষ্কৃতীরা ৷

সঞ্জিত ঘোষের উপর হামলার ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ পুলিশ আজ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ৷ গতকাল দুপুরে সঞ্জিত ঘোষের উপর হামলার পর, তাঁকে গুরুতর জখম অবস্থায় প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর, বর্ধমান মেডিক্য়াল কলেজে স্থানান্তর করা হয় সঞিত ঘোষকে ৷ কিন্তু, রাতে হাসপাতালেই তাঁর মৃত্য়ু হয়েছে ৷ গোটা ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল ৷

আরও পড়ুন : মঙ্গলকোটে তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ

তবে, তৃণমূলের এই অভিযোগ খারিজ করে দিয়েছে বিজেপি নেতৃত্ব ৷ পূর্ব বর্ধমানের বিজেপির গ্রামীণ জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ অভিযোগ অস্বীকার করে বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই সঞ্জিত ঘোষের উপর হামলা হয়েছে৷ এতে বিজেপির কোনও হাত নেই ৷ অন্য়দিকে, মৃত্য়র কারণ হিসেবে চিকিৎসকরা প্রাথমিকভাবে মনে করছেন, শরীরে লাগা আঘাতের কারণেই মৃত্য়ু হয়েছে ৷ তবে, সঠিক কারণ জানতে পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের জন্য় অপেক্ষা করছে ৷ পুলিশ জানিয়েছে, যে লিখিত অভিযোগ করা হয়েছে, সেখানে সঞ্জিত ঘোষকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে ৷

মঙ্গলকোট(পূর্ব বর্ধমান) 27 জানুয়ারি : তৃণমূল কংগ্রেসের কর্মী সঞ্জিত ঘোষকে পিটিয়ে খুনের ঘটনায় 6 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করল মঙ্গলকোট থানার পুলিশ ৷ পূর্ব বর্ধমানের জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্য়ায় জানিয়েছেন, গোটা ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য় পুলিশ তদন্ত শুরু করেছে ৷ প্রসঙ্গত, গতকাল দুপুরে তৃণমূলের কার্যালয় থেকে ফেরার পথে সঞ্জিত ঘোষের উপর একদল দুষ্কৃতী হামলা চালায় ৷ তাঁকে বাঁশ, রড ও লাঠি নিয়ে মারধর করে দুষ্কৃতীরা ৷

সঞ্জিত ঘোষের উপর হামলার ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ পুলিশ আজ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ৷ গতকাল দুপুরে সঞ্জিত ঘোষের উপর হামলার পর, তাঁকে গুরুতর জখম অবস্থায় প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর, বর্ধমান মেডিক্য়াল কলেজে স্থানান্তর করা হয় সঞিত ঘোষকে ৷ কিন্তু, রাতে হাসপাতালেই তাঁর মৃত্য়ু হয়েছে ৷ গোটা ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল ৷

আরও পড়ুন : মঙ্গলকোটে তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ

তবে, তৃণমূলের এই অভিযোগ খারিজ করে দিয়েছে বিজেপি নেতৃত্ব ৷ পূর্ব বর্ধমানের বিজেপির গ্রামীণ জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ অভিযোগ অস্বীকার করে বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই সঞ্জিত ঘোষের উপর হামলা হয়েছে৷ এতে বিজেপির কোনও হাত নেই ৷ অন্য়দিকে, মৃত্য়র কারণ হিসেবে চিকিৎসকরা প্রাথমিকভাবে মনে করছেন, শরীরে লাগা আঘাতের কারণেই মৃত্য়ু হয়েছে ৷ তবে, সঠিক কারণ জানতে পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের জন্য় অপেক্ষা করছে ৷ পুলিশ জানিয়েছে, যে লিখিত অভিযোগ করা হয়েছে, সেখানে সঞ্জিত ঘোষকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.