বর্ধমান, 27 এপ্রিল : রেশন না পেয়ে খাদ্য বিভাগের সামনে বিক্ষোভ দেখাল সাধারণ মানুষ । বর্ধমান শহর ও আশপাশের এলাকার প্রায় 150জন লকডাউনে রেশন না পাওয়ার অভিযোগ নিয়ে তারা আজ বিক্ষোভ দেখায় । বিক্ষোভকারীদের দাবি, তাদের কাছে ফর্ম জমা দেওয়ার বারকোড রয়েছে । অনলাইনে রেশন কার্ড অনুমোদনের প্রমাণও রয়েছে সরকারিভাবে ।
বারকোড কাগজ থাকলেই রেশন সামগ্রী দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় বিক্ষোভকারীরা । কিন্তু, তা সত্ত্বেও রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে না । তাই আজ এই বিষয়ে বর্ধমান পৌরসভা যায় তারা । কিন্তু তাতেও কোনও সদুত্তর পাওয়া যায়নি বলে খাদ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করে তারা । খাদ্য বিভাগের তরফে বলা হয়, এই বিষয়ে কোনও নির্দেশ তাদের কাছে আসেনি । তাই ফের পৌরসভার সঙ্গে যোগাযোগ করতে বলা হয় ।
একবার পৌরসভা, আর একবার খাদ্য বিভাগ । এইভাবে প্রতিদিন হয়রানির শিকার হতে হচ্ছে বর্ধমানের মানুষকে । তাই বাধ্য হয়ে আজ খাদ্য বিভাগের সামনে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ । খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থানে আসে । বিক্ষোভকারীদের খাদ্য বিভাগের সামনে থেকে সরিয়ে দেওয়া হয় । তবে, কবে থেকে রেশন পাবে তা নিয়ে চিন্তিত বর্ধমানবাসী ।