ETV Bharat / state

রান্নার গ্যাসের গোডাউনে লুকানো অক্সিজেন সিলিন্ডার, ধৃত এক - গ্যাসের এজেন্সি

মানুষের অসহয়তার সুযোগ নিয়ে চড়া দামে অক্সিজেন সিলিন্ডার বিক্রি রান্নার গ্যাসের এজেন্সির মালিকের ৷ জানতে পেরে গোডাউনে হানা দিয়ে 10টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করল মেমারি থানার পুলিশ ৷

Oxygen cylinder hidden in the lpg gas godown in east bardawan
রান্নার গ্যাসের গোডাউনে লুকানো অক্সিজেন সিলিন্ডার, আটক এক
author img

By

Published : May 16, 2021, 8:39 PM IST

মেমারি (পূর্ব বর্ধমান), 16 মে : রান্নার গ্যাসের গোডাউনে লুকিয়ে রাখা হয়েছে অক্সিজেনের সিলিন্ডার ৷ তাও একটি বা দু’টি নয় একেবারে 10টি সিলিন্ডার ৷ পূর্ব বর্ধমানের মেমারির পাহাড়হাটির ঘটনায় অক্সিজেনের চোরাকারবারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দীপঙ্কর দত্ত নামে এক ব্যক্তিকে ৷

জানা গিয়েছে, দীপঙ্কর দত্তের গ্যাসের এজেন্সি রয়েছে ৷ করোনা দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুসফুস ৷ অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে ৷ ফলে এই মুহূর্তে অক্সিজেনের চাহিদা হাসপাতালগুলিতে সবচেয়ে বেশি ৷ এই পরিস্থিতিতে সাধারণ মানুষের অসহয়তার সুযোগ নিয়ে অক্সিজেনের কালোবাজারি শুরু করেছিলেন দীপঙ্কর দত্ত ৷ অভিযোগ রান্নার গ্যাসের সিলিন্ডারের আড়ালে কয়েকদিন ধরেই চড়া দামে অক্সিজেনের সিলিন্ডার বিক্রি করছিলেন তিনি ৷

আরও পড়ুন : অভিযান হতেই বেআইনি মজুত 200টি অক্সিজেন সিলিন্ডার স্বাস্থ্য দফতরকে তুলে দিল কারখানা কর্তৃপক্ষ

স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে মেমারি থানায় খবর দেয় ৷ আজ পুলিশ দীপঙ্কর দত্তের গোডাউনে হানা দিয়ে 10টি অক্সিজেন সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে ৷ যার মধ্যে 3টি সিলিন্ডার বড় এবং বাকি 7টি ছোট এবং মাঝারি সাইজের ৷

মেমারি (পূর্ব বর্ধমান), 16 মে : রান্নার গ্যাসের গোডাউনে লুকিয়ে রাখা হয়েছে অক্সিজেনের সিলিন্ডার ৷ তাও একটি বা দু’টি নয় একেবারে 10টি সিলিন্ডার ৷ পূর্ব বর্ধমানের মেমারির পাহাড়হাটির ঘটনায় অক্সিজেনের চোরাকারবারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দীপঙ্কর দত্ত নামে এক ব্যক্তিকে ৷

জানা গিয়েছে, দীপঙ্কর দত্তের গ্যাসের এজেন্সি রয়েছে ৷ করোনা দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুসফুস ৷ অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে ৷ ফলে এই মুহূর্তে অক্সিজেনের চাহিদা হাসপাতালগুলিতে সবচেয়ে বেশি ৷ এই পরিস্থিতিতে সাধারণ মানুষের অসহয়তার সুযোগ নিয়ে অক্সিজেনের কালোবাজারি শুরু করেছিলেন দীপঙ্কর দত্ত ৷ অভিযোগ রান্নার গ্যাসের সিলিন্ডারের আড়ালে কয়েকদিন ধরেই চড়া দামে অক্সিজেনের সিলিন্ডার বিক্রি করছিলেন তিনি ৷

আরও পড়ুন : অভিযান হতেই বেআইনি মজুত 200টি অক্সিজেন সিলিন্ডার স্বাস্থ্য দফতরকে তুলে দিল কারখানা কর্তৃপক্ষ

স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে মেমারি থানায় খবর দেয় ৷ আজ পুলিশ দীপঙ্কর দত্তের গোডাউনে হানা দিয়ে 10টি অক্সিজেন সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে ৷ যার মধ্যে 3টি সিলিন্ডার বড় এবং বাকি 7টি ছোট এবং মাঝারি সাইজের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.