ETV Bharat / state

Road Accident in Bardhaman: ট্রাক্টরের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য বর্ধমানে - স্কুল ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য বর্ধমানে

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ছাত্রের (One Student Died in Road Accident) ৷ সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের তেলিপুকুরে (Road Accident in Bardhaman) ৷ এদিন বালি বোঝাই ট্রাক্টর ধাক্কা মারে স্কুটিতে ৷ আর তাতেই বিপত্তি ৷ স্কুটিতে থাকা বছর এগারোর কিশোর ছিটকে চাকার তলায় পড়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার ৷

Road Accident in Bardhaman
ট্রাক্টরের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য বর্ধমানে
author img

By

Published : Oct 17, 2022, 8:03 PM IST

বর্ধমান, 17 অক্টোবর: বালি-বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের (One Student Died in Road Accident)। পথ দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানে শহরের বেড় মোড় এলাকায়। মৃত ছাত্রের নাম শেখ মন্তাশীর (11)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালের দিকে বর্ধমান শহরের তেলিপুকুরের দিক থেকে একটি বালি-বোঝাই ট্রাক্টর প্রচণ্ড গতিতে বিবেকানন্দ কলেজ মোড়ের দিকে আসছিল। সে সময় বাবার স্কুটিতে চেপে খন্ডঘোষের কেশবপুর থেকে বর্ধমানের গোলাহাটে যাচ্ছিল মন্তাশীর ৷ বালি-বোঝাই বেপরোয়া ট্রাক্টরটি ওভারটেক করতে গিয়ে সামনে থাকা ওই স্কুটিটিকে ধাক্কা মারে (Road Accident)। ঘটনায় স্কুটির পিছনে বসে থাকা মন্তাশীর ছিটকে ট্রাক্টরের তলায় পড়ে যায়। তার বাবা উলটো দিকে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় মন্তাশীরতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (Burdwan Medical College) ভরতি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

সূত্রের খবর, বর্ধমানের একটি ইংরাজি মাধ্যম স্কুলে চতুর্থ শ্রেণির ছাত্র মন্তাশীর। স্থানীয় বাসিন্দা সৌম্যসূর্য সই বলেন, "তেলিপুকুর থেকে প্রচণ্ড জোরে একটি ট্রাক্টর আসছিল কলেজ মোড়ের দিকে। মারা যাওয়া ওই কিশোর স্কুটিতে করে তার বাবার সঙ্গে যাচ্ছিল। দেখলাম ট্রাক্টরটা ব্রেক কষতেই ওই কিশোরটি পড়ে যায়। সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। ট্রাক্টরটি জোরে চলার কারণেই এ ঘটনা ঘটেছে ৷ এর আগেও এমন ঘটনা ঘটেছে ৷ বিষয়টি প্রশাসনের দেখা দরকার।"

আরও পড়ুন: হাওড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে প্রিজন ভ্যান, ঘটনায় আহত 2 স্কুল পড়ুয়া

ওই কিশোরের কাকা শেখ জাহাঙ্গীর বলেন, "আমার ভাই প্রতি শনিবার বর্ধমানের বাড়িতে যান সোমবার বাড়ি ফেরেন। এদিন সকালের দিকে যখন ভাইপোকে স্কুটিতে নিয়ে ফিরছিলেন সেই সময় বেড় মোড় এলাকায় একটা বালি-বোঝাই ট্রাক্টর তাঁকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে। ভাই ছিটকে পড়ে আর ভাইপো চাকার তলায় পড়ে যায়। ভাইপোকে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।"

বর্ধমান, 17 অক্টোবর: বালি-বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের (One Student Died in Road Accident)। পথ দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানে শহরের বেড় মোড় এলাকায়। মৃত ছাত্রের নাম শেখ মন্তাশীর (11)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালের দিকে বর্ধমান শহরের তেলিপুকুরের দিক থেকে একটি বালি-বোঝাই ট্রাক্টর প্রচণ্ড গতিতে বিবেকানন্দ কলেজ মোড়ের দিকে আসছিল। সে সময় বাবার স্কুটিতে চেপে খন্ডঘোষের কেশবপুর থেকে বর্ধমানের গোলাহাটে যাচ্ছিল মন্তাশীর ৷ বালি-বোঝাই বেপরোয়া ট্রাক্টরটি ওভারটেক করতে গিয়ে সামনে থাকা ওই স্কুটিটিকে ধাক্কা মারে (Road Accident)। ঘটনায় স্কুটির পিছনে বসে থাকা মন্তাশীর ছিটকে ট্রাক্টরের তলায় পড়ে যায়। তার বাবা উলটো দিকে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় মন্তাশীরতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (Burdwan Medical College) ভরতি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

সূত্রের খবর, বর্ধমানের একটি ইংরাজি মাধ্যম স্কুলে চতুর্থ শ্রেণির ছাত্র মন্তাশীর। স্থানীয় বাসিন্দা সৌম্যসূর্য সই বলেন, "তেলিপুকুর থেকে প্রচণ্ড জোরে একটি ট্রাক্টর আসছিল কলেজ মোড়ের দিকে। মারা যাওয়া ওই কিশোর স্কুটিতে করে তার বাবার সঙ্গে যাচ্ছিল। দেখলাম ট্রাক্টরটা ব্রেক কষতেই ওই কিশোরটি পড়ে যায়। সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। ট্রাক্টরটি জোরে চলার কারণেই এ ঘটনা ঘটেছে ৷ এর আগেও এমন ঘটনা ঘটেছে ৷ বিষয়টি প্রশাসনের দেখা দরকার।"

আরও পড়ুন: হাওড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে প্রিজন ভ্যান, ঘটনায় আহত 2 স্কুল পড়ুয়া

ওই কিশোরের কাকা শেখ জাহাঙ্গীর বলেন, "আমার ভাই প্রতি শনিবার বর্ধমানের বাড়িতে যান সোমবার বাড়ি ফেরেন। এদিন সকালের দিকে যখন ভাইপোকে স্কুটিতে নিয়ে ফিরছিলেন সেই সময় বেড় মোড় এলাকায় একটা বালি-বোঝাই ট্রাক্টর তাঁকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে। ভাই ছিটকে পড়ে আর ভাইপো চাকার তলায় পড়ে যায়। ভাইপোকে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.