ETV Bharat / state

খণ্ডঘোষে রেশনসামগ্রী কম দিয়ে গ্রেপ্তার ডিলার - পূর্ব বর্ধমান

রেশনের দ্রব্য সামগ্রী কম পরিমাণে গ্রামবাসীদের দিয়ে খণ্ডঘোষ থেকে গ্রেপ্তার হলেন এক রেশন ডিলার ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 5, 2020, 8:09 AM IST

খণ্ডঘোষ, 5 এপ্রিল : রেশনসামগ্রী কম দেওয়ার অভিযোগে এক ডিলারকে গ্রেপ্তার করল খণ্ডঘোষ থানার পুলিশ । ধৃতের নাম অরূপ রুদ্র ।

স্থানীয় বাসিন্দা পিন্টু শ্যাম বলেন, " ওই ডিলার গ্রামের গরিব মানুষকে ভুল বুঝিয়ে ওজনে কারচুপি করছিল । বিষয়টি জানাজানি হওয়ার পর গ্রামবাসীরা লক্ষ্য করেন প্রায় প্রত্যেককেই চাল-আটা সহ অন্যান্য সামগ্রী অনেক কম পরিমাণে দেওয়া হয়েছে । গতকাল সকালেও ওই রেশন ডিলার একই কায়দায় ওজনের কারচুপি করতে শুরু করে । এরপরেই আমরা পুলিশের কাছে অভিযোগ জানাই ।"

পুলিশ জানিয়েছে, খণ্ডঘোষের আমরাল গ্রামের বাসিন্দা গুরুপদ ধারা ওই রেশন ডিলারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন । অভিযোগে তিনি জানিয়েছেন, এর আগে তাঁর 14 কেজি চাল এবং 21 কেজি আটা বরাদ্দ থাকলেও অরূপ রুদ্র নামের ওই রেশন ডিলার তাঁকে 9 কেজি 500 গ্রাম চাল এবং 14 কেজি আটা দিয়েছে । জানতে পারা যায়, ওই রেশন ডিলার একাধিকজনের সঙ্গে এভাবে প্রতারণা করছে । এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

খণ্ডঘোষ, 5 এপ্রিল : রেশনসামগ্রী কম দেওয়ার অভিযোগে এক ডিলারকে গ্রেপ্তার করল খণ্ডঘোষ থানার পুলিশ । ধৃতের নাম অরূপ রুদ্র ।

স্থানীয় বাসিন্দা পিন্টু শ্যাম বলেন, " ওই ডিলার গ্রামের গরিব মানুষকে ভুল বুঝিয়ে ওজনে কারচুপি করছিল । বিষয়টি জানাজানি হওয়ার পর গ্রামবাসীরা লক্ষ্য করেন প্রায় প্রত্যেককেই চাল-আটা সহ অন্যান্য সামগ্রী অনেক কম পরিমাণে দেওয়া হয়েছে । গতকাল সকালেও ওই রেশন ডিলার একই কায়দায় ওজনের কারচুপি করতে শুরু করে । এরপরেই আমরা পুলিশের কাছে অভিযোগ জানাই ।"

পুলিশ জানিয়েছে, খণ্ডঘোষের আমরাল গ্রামের বাসিন্দা গুরুপদ ধারা ওই রেশন ডিলারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন । অভিযোগে তিনি জানিয়েছেন, এর আগে তাঁর 14 কেজি চাল এবং 21 কেজি আটা বরাদ্দ থাকলেও অরূপ রুদ্র নামের ওই রেশন ডিলার তাঁকে 9 কেজি 500 গ্রাম চাল এবং 14 কেজি আটা দিয়েছে । জানতে পারা যায়, ওই রেশন ডিলার একাধিকজনের সঙ্গে এভাবে প্রতারণা করছে । এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.