বর্ধমান, 22 মে : পূর্ব বর্ধমানে কোরোনায় আক্রান্ত হল এক শিশু । দিন কয়েক আগে দিল্লি থেকে বাবা-মায়ের সঙ্গে জেলায় ফিরেছে সে। আজ তার রিপোর্ট পজ়িটিভ আসে । কিন্তু, তার মায়ের রিপোর্ট নেগেটিভ বলে জানা গিয়েছে । ওই শিশুর বাবারও সোয়াবের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । শিশুটিকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে । জেলাশাসক বিজয় ভারতী বলেন, বর্ধমান শহরের উদয় পল্লি এলাকার একজনের রিপোর্ট পজ়িটিভ আসায় ওই এলাকাকে কনটেনমেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে ।
জেলা প্রশাসন সূত্রে খবর, শিশুটির বাবা দিল্লিতে সোনা-রুপোর দোকানে কাজ করেন । লকডাউনের জেরে সেখানে আটকে পড়েছিলেন । শ্রমিক স্পেশাল ট্রেন চালু হওয়ার পর বাড়ি ফেরেন । তাদের কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছিল । সেখানে তাদের নমুনা সংগ্রহ করা হয় । আজ শিশুর রিপোর্ট পজ়িটিভ আসে । তবে তার মায়ের রিপোর্ট নেগেটিভ এসেছে । বাবার রিপোর্ট আসেনি । শিশুটিকে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে । এই পরিবারের সংস্পর্শে কারা কারা এসেছিল, তাদের তালিকা তৈরি করছে প্রশাসন ।
জেলাশাসক বিজয় ভারতী বলেন, বর্ধমানের উদয় পল্লি এলাকাকে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে । ওই এলাকাকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে । তার আশপাশের জ়োনকে বাফার জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে । 21 দিন ওই এলাকায় কেউ প্রবেশ করতে পারবে না ।