বর্ধমান, 1 ডিসেম্বর : তদন্ত করতে যাওয়ার সময় দুর্ঘটনার মুখে পড়লেন কাটোয়া জিআরপির অফিসার ইনচার্জ (Officer in charge of katwa GRP injured in a scooty accident ) । প্রথমে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে তাঁর অবস্থার অবনতি হলে গ্রিন করিডরের মাধ্যমে কলকাতায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল চারটে নাগাদ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া জিআরপির ওসি রিয়াজ শামিম স্কুটি চালিয়ে একটা ঘটনার তদন্ত করতে মঙ্গলকোটের ভালসোনা গ্রামে যাচ্ছিলেন । তাঁর স্কুটির পিছনে বসেছিলেন তার এক সহকর্মী । বনকাপাসি এলাকায় তাঁর স্কুটি নিয়ন্ত্রণ হারায় । ফলে তা সামনে থাকা বাইকের পিছনে সজোরে ধাক্কা মারে (scooty accident) । শামিম রাস্তায় পড়ে যান এবং তাঁর মাথায় চোট লাগে ((katwa GRP Police injured)।
আরও পড়ুন : Road Accident in Malda : লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত 2 বাইক আরোহী
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । সেখানে তাঁর অবস্থার অবনতি হলে শেষমেষ গ্রিন করিডরের মাধ্যমে কলকাতায় নিয়ে যাওয়া হয় ।