কালনা, 12 সেপ্টেম্বর : জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে সোশাল মিডিয়ায় অশালীন পোস্টের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে ৷ অভিযোগ, সুলক্ষ্মণা মণ্ডল নামে ওই মহিলা মুখ্যমন্ত্রীর উদ্দেশে এই পোস্ট করেছেন । ঘটনাটি পূর্ব বর্ধমানের কালনার ৷ অভিযোগ দায়ের হয়েছে কালনা থানায় ।
কালনার কৃষ্ণদেবপুর অঞ্চলের তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি দীপঙ্কর সেনা আজ সুলক্ষ্মণা মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ তিনি জানান, হালদারপাড়ার বাসিন্দা সুলক্ষ্মণা মণ্ডল গত 8 সেপ্টেম্বর নাগরিকপঞ্জিকরণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে অশালীন মন্তব্য পোস্ট করেছে । তৃণমূল নেতার অভিযোগপত্র গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ যদিও সুলক্ষ্মণার দাবি, ফেসবুক পোস্টে কোথাও তিনি মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করেননি । ওই পোস্টে যে মন্তব্য লিখেছেন তার সবটাই নিজের দিদির উদ্দেশে ৷
আরও পড়ুন : কলেজে ABVP করায় যুবককে মার, অভিযুক্ত তৃণমূল
এখন পুলিশ কী ব্যবস্থা নেয় সেদিকে তাকিয়ে কালনার তৃণমূল শিবির ৷