ETV Bharat / state

'দিদি'র উদ্দেশে অশালীন পোস্ট, অভিযোগ দায়ের - Obscene post to Chief Minister

সোশাল মিডিয়ায় তৃণমূল সুপ্রিমোর উদ্দেশে অশালীন পোস্টের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে ৷ পূর্ব বর্ধমানের কালনার ঘটনা ৷

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Sep 12, 2019, 11:04 PM IST

কালনা, 12 সেপ্টেম্বর : জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে সোশাল মিডিয়ায় অশালীন পোস্টের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে ৷ অভিযোগ, সুলক্ষ্মণা মণ্ডল নামে ওই মহিলা মুখ্যমন্ত্রীর উদ্দেশে এই পোস্ট করেছেন । ঘটনাটি পূর্ব বর্ধমানের কালনার ৷ অভিযোগ দায়ের হয়েছে কালনা থানায় ।

কালনার কৃষ্ণদেবপুর অঞ্চলের তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি দীপঙ্কর সেনা আজ সুলক্ষ্মণা মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ তিনি জানান, হালদারপাড়ার বাসিন্দা সুলক্ষ্মণা মণ্ডল গত 8 সেপ্টেম্বর নাগরিকপঞ্জিকরণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে অশালীন মন্তব্য পোস্ট করেছে । তৃণমূল নেতার অভিযোগপত্র গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ যদিও সুলক্ষ্মণার দাবি, ফেসবুক পোস্টে কোথাও তিনি মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করেননি । ওই পোস্টে যে মন্তব্য লিখেছেন তার সবটাই নিজের দিদির উদ্দেশে ৷

আরও পড়ুন : কলেজে ABVP করায় যুবককে মার, অভিযুক্ত তৃণমূল

এখন পুলিশ কী ব্যবস্থা নেয় সেদিকে তাকিয়ে কালনার তৃণমূল শিবির ৷

কালনা, 12 সেপ্টেম্বর : জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে সোশাল মিডিয়ায় অশালীন পোস্টের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে ৷ অভিযোগ, সুলক্ষ্মণা মণ্ডল নামে ওই মহিলা মুখ্যমন্ত্রীর উদ্দেশে এই পোস্ট করেছেন । ঘটনাটি পূর্ব বর্ধমানের কালনার ৷ অভিযোগ দায়ের হয়েছে কালনা থানায় ।

কালনার কৃষ্ণদেবপুর অঞ্চলের তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি দীপঙ্কর সেনা আজ সুলক্ষ্মণা মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ তিনি জানান, হালদারপাড়ার বাসিন্দা সুলক্ষ্মণা মণ্ডল গত 8 সেপ্টেম্বর নাগরিকপঞ্জিকরণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে অশালীন মন্তব্য পোস্ট করেছে । তৃণমূল নেতার অভিযোগপত্র গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ যদিও সুলক্ষ্মণার দাবি, ফেসবুক পোস্টে কোথাও তিনি মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করেননি । ওই পোস্টে যে মন্তব্য লিখেছেন তার সবটাই নিজের দিদির উদ্দেশে ৷

আরও পড়ুন : কলেজে ABVP করায় যুবককে মার, অভিযুক্ত তৃণমূল

এখন পুলিশ কী ব্যবস্থা নেয় সেদিকে তাকিয়ে কালনার তৃণমূল শিবির ৷

Intro:মুখ্যমন্ত্রীকে উদ্দ্যেশ্য করে স্যোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট, মহিলার বিরুদ্ধে অভিযোগ

পুলক যশ, কালনা



নাগরিক পঞ্জীকরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্যকরে কুরুচিকর ভাষায় মন্তব্য পোস্ট করার অভিযোগ উঠলো এক মহিলার বিরুদ্ধে । এই ঘটনা নিয়ে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কালনার তৃণমূল শিবিরে ।ফেসবুকে আপত্তিকর মন্তব্য পোস্ট করার ঘটনায় জড়িত সুলক্ষণা মণ্ডল নামে ওই মহিলার বিরুদ্ধে কালনা থানায় লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
কালনার কৃষ্ণদেবপুর অঞ্চল তৃণমূল ছাত্রপরিষদ সভাপতি দীপঙ্কর সেনা বুধবার থানায় সুলক্ষণা মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন । পুলিশকে তিনি জানিয়েছেন , “কুষ্ণদেবপুরের হালদার পাড়ায় বাড়ি সুলক্ষণা মণ্ডলের । সে গত ৮ সেপ্টেম্বর নাগরিক পঞ্জীকরণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে উদ্দেশ্যকরে কুরুচিকর ভাষায় সাম্প্রদায়িক ভেদাভেদ সৃষ্টিকারি মন্তব্য লিখে পোস্ট করেছে । ফেসবুক পোস্টে সুলক্ষণা মণ্ডল মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে গালিগালাজ লিখেও পোস্ট করেছেন বলে এই তৃণমূল ছাত্র নেতার অভিযোগ । পুলিশের কাছে ওই মহিলার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন তৃণমূলের ছাত্রনেতা । ” অভিযোগ পত্র গ্রহণ করে পুলিশ তদন্ত শুরু করেছে । যদিও সুলক্ষণা মণ্ডল দাবী করেছেন , “ফেসবুক পোস্টের কোথাও তিনি মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করেননি । ফেসবুক পোস্টে যে মন্তব্য লিখেছেন তার সবটাই নিছের দিদিকে উদ্দেশ্যকরে লেখা বলে সুলক্ষণা দাবী করেছে ।”এই অবস্থায় পুলিশ কি ব্যবস্থা নেয় এখন সেদিকেই তাকিয়ে কালনার তৃণমূল শিবির।Body:মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য Conclusion:করে কুরুচির পোস্ট
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.