বর্ধমান, 24 সেপ্টেম্বর : ব্রিজের উদ্বোধন নিয়ে জারি রাজ্য -কেন্দ্র সংঘাত ৷ রেলের তরফে ঘোষণা করা হয়েছে, ব্রিজের উদ্বোধন করতে আসবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল । তার মাঝেই আজ দুপুরে বর্ধমানের এই ঝুলন্ত ব্রিজের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ।
এরপরই পীযূষ গোয়েলের ব্রিজ উদ্বোধন প্রসঙ্গে প্রশ্ন করা হলে সুব্রত মুখোপাধ্যায় বলেন, "আমরা ব্রিজ উদ্বোধন করে দিয়েছি । উনি যতবার খুশি আসতে পারেন । কিন্তু রেলমন্ত্রী থাকার সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্রিজের স্বপ্ন দেখেছিলেন ৷ অনুমোদনও দিয়েছিলেন তিনি ৷ "
![image](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-bwn-01-railbridgeminister-visbyte-7204528_24092019175236_2409f_02173_992.jpg)
এদিকে রেলের তরফে জানা গেছে, 30 সেপ্টেম্বর রেলমন্ত্রী উদ্বোধন না করা পর্যন্ত এই ব্রিজে যান চলাচল হবে না । সেই প্রসঙ্গে সুব্রত মুখোপাধ্যায় বলেন, "রেল যদি অন্যকিছু ভাবে সেটা ভাবতেই পারে । আর আমরা যদি মনে করি মানুষ এখান দিয়ে হেঁটে যাবে, তাহলে কেউ আটকাতে পারবে না । কিন্তু আমরা এরকম কিছু করছি না । আজকে আমরা ব্রিজ খুলে দিলাম । তারপর রেল যা ভালো বুঝবে তাই করবে ।"
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রেলের গড়িমসির পাশাপাশি কেন্দ্রকে কটাক্ষ করেন পঞ্চায়েত মন্ত্রী ৷ বলেন, "যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্রিজ দিয়ে হেঁটে যাবেন, সেদিন আমাদের এই ব্রিজ সত্যিকারে উদ্বোধন হবে ৷ এই ব্রিজ আমাদের দাবি ছিল ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন ছিল ৷ দিল্লির কোনও সরকার করেনি৷ এই ব্রিজ তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আমার যদি অধিকার থাকত তাহলে, এই ব্রিজের নাম মমতা ব্যানার্জি ব্রিজ দিতাম ৷ তিনি এই ঘোষণা করেছিলেন ৷ অর্থ বরাদ্দও করেছিলেন ৷ কিন্তু রেলের গড়িমসির জন্যও একটু দেরি হয়ে গেল ৷ "