ETV Bharat / state

যদি মনে করি ব্রিজ দিয়ে মানুষ হেঁটে যাবে, কেউ আটকাতে পারবে না : সুব্রত - আসবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল

আজ দুপুরে বর্ধমানের ঝুলন্ত ব্রিজের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় । অন্যদিকে রেলের তরফে ঘোষণা করা হয়েছে, ব্রিজের উদ্বোধন করতে আসবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল । এনিয়ে জারি রাজ্য -কেন্দ্র সংঘাত ৷ এপ্রসঙ্গে সুব্রত মুখোপাধ্যায় বলেন, আমরা যদি মনে করি মানুষ এখান দিয়ে হেঁটে যাবে, তাহলে কেউ আটকাতে পারবে না । আজকে আমরা ব্রিজ খুলে দিলাম । তারপর রেল যা ভালো বুঝবে তাই করবে ।

ছবি
author img

By

Published : Sep 24, 2019, 7:25 PM IST

Updated : Sep 24, 2019, 7:34 PM IST

বর্ধমান, 24 সেপ্টেম্বর : ব্রিজের উদ্বোধন নিয়ে জারি রাজ্য -কেন্দ্র সংঘাত ৷ রেলের তরফে ঘোষণা করা হয়েছে, ব্রিজের উদ্বোধন করতে আসবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল । তার মাঝেই আজ দুপুরে বর্ধমানের এই ঝুলন্ত ব্রিজের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ।

এরপরই পীযূষ গোয়েলের ব্রিজ উদ্বোধন প্রসঙ্গে প্রশ্ন করা হলে সুব্রত মুখোপাধ্যায় বলেন, "আমরা ব্রিজ উদ্বোধন করে দিয়েছি । উনি যতবার খুশি আসতে পারেন । কিন্তু রেলমন্ত্রী থাকার সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্রিজের স্বপ্ন দেখেছিলেন ৷ অনুমোদনও দিয়েছিলেন তিনি ৷ "

image
ব্রিজের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়

এদিকে রেলের তরফে জানা গেছে, 30 সেপ্টেম্বর রেলমন্ত্রী উদ্বোধন না করা পর্যন্ত এই ব্রিজে যান চলাচল হবে না । সেই প্রসঙ্গে সুব্রত মুখোপাধ্যায় বলেন, "রেল যদি অন্যকিছু ভাবে সেটা ভাবতেই পারে । আর আমরা যদি মনে করি মানুষ এখান দিয়ে হেঁটে যাবে, তাহলে কেউ আটকাতে পারবে না । কিন্তু আমরা এরকম কিছু করছি না । আজকে আমরা ব্রিজ খুলে দিলাম । তারপর রেল যা ভালো বুঝবে তাই করবে ।"

দেখুন ভিডিয়ো

মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রেলের গড়িমসির পাশাপাশি কেন্দ্রকে কটাক্ষ করেন পঞ্চায়েত মন্ত্রী ৷ বলেন, "যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্রিজ দিয়ে হেঁটে যাবেন, সেদিন আমাদের এই ব্রিজ সত্যিকারে উদ্বোধন হবে ৷ এই ব্রিজ আমাদের দাবি ছিল ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন ছিল ৷ দিল্লির কোনও সরকার করেনি৷ এই ব্রিজ তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আমার যদি অধিকার থাকত তাহলে, এই ব্রিজের নাম মমতা ব্যানার্জি ব্রিজ দিতাম ৷ তিনি এই ঘোষণা করেছিলেন ৷ অর্থ বরাদ্দও করেছিলেন ৷ কিন্তু রেলের গড়িমসির জন্যও একটু দেরি হয়ে গেল ৷ "

বর্ধমান, 24 সেপ্টেম্বর : ব্রিজের উদ্বোধন নিয়ে জারি রাজ্য -কেন্দ্র সংঘাত ৷ রেলের তরফে ঘোষণা করা হয়েছে, ব্রিজের উদ্বোধন করতে আসবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল । তার মাঝেই আজ দুপুরে বর্ধমানের এই ঝুলন্ত ব্রিজের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ।

এরপরই পীযূষ গোয়েলের ব্রিজ উদ্বোধন প্রসঙ্গে প্রশ্ন করা হলে সুব্রত মুখোপাধ্যায় বলেন, "আমরা ব্রিজ উদ্বোধন করে দিয়েছি । উনি যতবার খুশি আসতে পারেন । কিন্তু রেলমন্ত্রী থাকার সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্রিজের স্বপ্ন দেখেছিলেন ৷ অনুমোদনও দিয়েছিলেন তিনি ৷ "

image
ব্রিজের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়

এদিকে রেলের তরফে জানা গেছে, 30 সেপ্টেম্বর রেলমন্ত্রী উদ্বোধন না করা পর্যন্ত এই ব্রিজে যান চলাচল হবে না । সেই প্রসঙ্গে সুব্রত মুখোপাধ্যায় বলেন, "রেল যদি অন্যকিছু ভাবে সেটা ভাবতেই পারে । আর আমরা যদি মনে করি মানুষ এখান দিয়ে হেঁটে যাবে, তাহলে কেউ আটকাতে পারবে না । কিন্তু আমরা এরকম কিছু করছি না । আজকে আমরা ব্রিজ খুলে দিলাম । তারপর রেল যা ভালো বুঝবে তাই করবে ।"

দেখুন ভিডিয়ো

মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রেলের গড়িমসির পাশাপাশি কেন্দ্রকে কটাক্ষ করেন পঞ্চায়েত মন্ত্রী ৷ বলেন, "যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্রিজ দিয়ে হেঁটে যাবেন, সেদিন আমাদের এই ব্রিজ সত্যিকারে উদ্বোধন হবে ৷ এই ব্রিজ আমাদের দাবি ছিল ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন ছিল ৷ দিল্লির কোনও সরকার করেনি৷ এই ব্রিজ তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আমার যদি অধিকার থাকত তাহলে, এই ব্রিজের নাম মমতা ব্যানার্জি ব্রিজ দিতাম ৷ তিনি এই ঘোষণা করেছিলেন ৷ অর্থ বরাদ্দও করেছিলেন ৷ কিন্তু রেলের গড়িমসির জন্যও একটু দেরি হয়ে গেল ৷ "

Intro:আমরা যদি মনে করি এই ব্রিজ দিয়ে মানুষ হেঁটে যাবে কেউ আটকাতে পারবে না ,বললেন সুব্রত

পুলক যশ, বর্ধমান

রেলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে বর্ধমানের ঝুলন্ত সেতুর উদ্বোধন করতে আসবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। কিন্তু তার আগেই মঙ্গলবার দুপুরে ওই ঝুলন্ত সেতুর উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। ব্রিজ উদ্বোধন করে তিনি বলেন
এই ব্রিজের উদ্বোধন আজকে আনুষ্ঠানিকভাবে করে দিলাম । পীযূষ গোয়েল এর ব্রিজ উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন আমরা ব্রিজ উদ্বোধন করে দিয়েছি। উনি যতবার খুশি আসতে পারেন। কিন্তু রেলমন্ত্রী থাকার সময় এই ব্রিজের স্বপ্ন দেখেছিলেন, অনুমোদন করেছিলেন ,কাজ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বর্তমানে তিনি মুখ্যমন্ত্রী। আজকে তিনি ব্রিজের উদ্বোধন করে দিয়েছেন। সেই সংবাদ পাওয়ার পরে আমরা আজকে ব্রিজে উঠেছি।


Body:এদিকে রেলের তরফে জানা গেছে 30 সেপ্টেম্বর রেলমন্ত্রী উদ্বোধন না করা পর্যন্ত এই ব্রিজে যান চলাচল করা যাবে না। সেই প্রসঙ্গে সুব্রত মুখোপাধ্যায় বলেন রেল যদি অন্য কিছু ভাবে সেটা ভাবতেই পারে। আর আমরা যদি মনে করি মানুষ এখান দিয়ে হেঁটে যাবে ।তাহলে কেউ আটকাতে পারবেনা। কিন্তু আমরা সেরকম কিছু করছি না। আজকে আমরা ব্রিজ খুলে দিলাম ।তারপর রেল যা ভালো বুঝবে করবে।


Conclusion:তারপর রেল যা ভালো বুঝবে করবে। রেল রেলের মতো করে কি করবে সেটা রেল বুঝবে।
Last Updated : Sep 24, 2019, 7:34 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.