পূর্ব বর্ধমান, 26 আগস্ট: পূর্ব বর্ধমান জেলাজুড়ে প্রতিদিন কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ সেখানেই জেলার 32 টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এখনও পর্যন্ত কেউ কোরোনা আক্রান্ত হয়নি বলে জানাল জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার মোট 13 টি ব্লকের 32 টি পঞ্চায়েত এলাকায় কেউ কোরোনায় আক্রান্ত হয়নি। প্রশাসনের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দেখা গিয়েছে আউশগ্রাম 1 ব্লকের আউশগ্রাম, বিললগ্রাম, দিগনগর 1, দিগনগর 2, গুসকরা 2 এলাকা, আউশগ্রাম 2 ব্লকের রামনগর এলাকা, ভাতার ব্লকের বনপাস এলাকা, বর্ধমান 1 ব্লকের কুরমুন 1 ও বাঘার 2 পঞ্চায়েত এলাকা, গলসি 1 ব্লকের কৃষ্ণরামপুর ও চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েত এলাকা, জামালপুর ব্লকের আবুঝহাটি 1, আবুঝহাটি 2, বেরুগ্রাম পঞ্চায়েত এলাকা, কাটোয়া 1 ব্লকের গিধগ্রাম, গোয়াই, সুদপুর গ্রাম পঞ্চায়েত এলাকা, খণ্ডঘোষ ব্লকের শাঁকারি 1, শাঁকারি 2 গ্রাম পঞ্চায়েত, মন্তেশ্বর ব্লকের বাঘাসন, দেনুড়, মাঝেগ্রাম, মামুদপুর 1, মামুদপুর 2, মন্তেশ্বর, পিপলন, শুশুনিয়া গ্রাম পঞ্চায়েত, মেমারি 2 ব্লকের বিটনা 1 গ্রাম পঞ্চায়েত, পূর্বস্থলী 2 ব্লকের ঝাউডাঙা, মুকসিমপাড়া, রায়না 1 ব্লকের হিজলনা ও রায়না 2 ব্লকের পাইটা 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় কেউ কোরোনায় আক্রান্ত হয়নি।
উল্লেখ্য, মঙ্গলবার ভার্চুয়াল প্রশাসনিক বৈঠকে পূর্ব বর্ধমানে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় জেলাশাসককে একহাত নেন মুখ্যমন্ত্রী। এরমধ্যে এমন রিপোর্ট আসায় কিছুটা স্বস্তিতে জেলা প্রশাসন।