ETV Bharat / state

এনআইএয়ের জালে জালনোটের কারবারী - Bardwan

রবিবার রাতে খণ্ডঘোষের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে জালনোট কারবারী জাকির শেখকে ৷

nia-arrested-accused-counterfeit-note-businessman
nia-arrested-accused-counterfeit-note-businessman
author img

By

Published : Mar 30, 2021, 3:20 PM IST

বর্ধমান, 30 মার্চ: বর্ধমানের খণ্ডঘোষ থেকে জালনোটের কারবারে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করল এনআইএ । তাকে বর্ধমান জেলা আদালতে তুলে শিলিগুড়িতে নিয়ে যাওয়ার জন্য তিনদিনের ট্রানজিট রিমান্ডে নিয়েছে এনআইএ ।

এনআইএ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে খণ্ডঘোষের বাড়ি থেকে গ্রেফতার করা হয় জাকির শেখ নামে এক ব্যক্তিকে ৷ গোয়েন্দারা জানতে পেরেছে, জাকিরের সঙ্গে বাংলাদেশ ও নেপালের জালনোট কারবারীদের যোগাযোগ রয়েছে । এর আগেও জালনোট সহ জাকির পুলিশের হাতে ধরা পড়েছিল । এনআইএ সূত্রে আরও জানা গিয়েছে, 2020 সালে মালদার জগদীশপুরের বাসিন্দা গোলাম মোর্তজাকে গোয়েন্দারা গ্রেফতার করে। তাকে শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হয় । তার কাছ থেকে 4 লাখ টাকার জালনোট উদ্ধার হয় । এরপর এই কেসের তদন্তভার নেয় এনআইএ ।

আরও পড়ুন: বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের দাবি BJP সাংসদের

তদন্তে নেমে এনআইএ মহম্মদ মুক্তার আলম, মহম্মদ বাইতুল্লাহ ও সাদেক মিঁয়াকে গ্রেফতার করে । তাদের জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকজনের নাম জানতে পারে । গোয়েন্দারা খোঁজ পায় জাকির শেখের । সোমবার খণ্ডঘোষের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে ।

বর্ধমান, 30 মার্চ: বর্ধমানের খণ্ডঘোষ থেকে জালনোটের কারবারে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করল এনআইএ । তাকে বর্ধমান জেলা আদালতে তুলে শিলিগুড়িতে নিয়ে যাওয়ার জন্য তিনদিনের ট্রানজিট রিমান্ডে নিয়েছে এনআইএ ।

এনআইএ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে খণ্ডঘোষের বাড়ি থেকে গ্রেফতার করা হয় জাকির শেখ নামে এক ব্যক্তিকে ৷ গোয়েন্দারা জানতে পেরেছে, জাকিরের সঙ্গে বাংলাদেশ ও নেপালের জালনোট কারবারীদের যোগাযোগ রয়েছে । এর আগেও জালনোট সহ জাকির পুলিশের হাতে ধরা পড়েছিল । এনআইএ সূত্রে আরও জানা গিয়েছে, 2020 সালে মালদার জগদীশপুরের বাসিন্দা গোলাম মোর্তজাকে গোয়েন্দারা গ্রেফতার করে। তাকে শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হয় । তার কাছ থেকে 4 লাখ টাকার জালনোট উদ্ধার হয় । এরপর এই কেসের তদন্তভার নেয় এনআইএ ।

আরও পড়ুন: বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের দাবি BJP সাংসদের

তদন্তে নেমে এনআইএ মহম্মদ মুক্তার আলম, মহম্মদ বাইতুল্লাহ ও সাদেক মিঁয়াকে গ্রেফতার করে । তাদের জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকজনের নাম জানতে পারে । গোয়েন্দারা খোঁজ পায় জাকির শেখের । সোমবার খণ্ডঘোষের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.