বর্ধমান, 9 নভেম্বর : বর্ধমান মেডিক্যাল কলেজের (Burdwan Medical College) বেড থেকে পড়ে গেল সদ্যোজাত ৷ নার্সের গাফিলতির জেরেই শয্যা থেকে ওই শিশু পড়ে গিয়েছে বলে অভিযোগ ওঠে ৷ এনিয়ে বর্ধমান থানায় গতকাল লিখিত অভিযোগ দায়ের করেছেন সদ্যোজাতের মা ৷ হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে । কারও কর্তব্যে গাফিলতি থাকলে তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে ৷
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই প্রসূতি পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার অর্জুনপুকুর এলাকার বাসিন্দা । গত 6 নভেম্বর তিনি প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন । রোগীর বাড়ির লোকের অভিযোগ, প্রসব বেদনা ওঠার সময় সেখানে কোনও চিকিৎসক বা নার্স কেউই ছিলেন না । এমনকি বারবার ডাকাডাকি করলেও কেউ আসেননি ৷ সেই সময় নার্সরা মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন ।
আরও পড়ুন: সুব্রত আর কখনও মামারবাড়ি আসবেন না, আক্ষেপ মণ্ডলগ্রামের
প্রসূতির অভিযোগ, এদিকে সদ্যোজাত জন্মানোর পরও কেউ ছিলেন না রোগীর কাছে ৷ সেই সময়ই শিশুটি আচমকাই বেড থেকে নিচে পড়ে যায় ৷ আইসিইউতে শিশুর চিকিৎসা চলছে ৷ গতকাল বিষয়টি নিয়ে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও কোনও অভিযোগ হাসপাতালে জমা পড়েনি । অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে । তবুও কী ঘটনা ঘটেছে তা খোঁজ খবর নিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।