বর্ধমান, 19 জুলাই: জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল পুলিশ অফিসার-সহ এক সিভিক ভলান্টিয়ারের (Bardhaman Accident) । ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক । মঙ্গলবার বেলায় দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের আঝাপুরের 2 নং জাতীয় সড়কে । খবর পেয়ে ঘটনাস্থলে যান পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেন ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বেলার দিকে বর্ধমান থেকে কলকাতার দিকে পুলিশের একটা গাড়ি যাচ্ছিল । সেই গাড়িতে ছিলেন ডিএসপি পদমর্যাদার সিআইডি অফিসার প্রশান্ত নন্দী ও সিভিক ভলান্টিয়ার সন্তোষ সরকার । গাড়ির ড্রাইভার ছিলেন শুভঙ্কর মাঝি । গাড়িটি 2 নং জাতীয় সড়কের আঝাপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটা কন্টেনারের পিছনে ধাক্কা মারে । ঘটনায় পুলিশের গাড়িটি দুমড়ে মুচড়ে যায় ।
আরও পড়ুন : অজয় নদে অস্থি ভাসাতে গিয়ে দুর্ঘটনা, গাড়ি উলটে আহত 4
গাড়িতে তিনজনই গুরুতর আহত হন । তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের শাখা অনাময় হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে সিআইডি অফিসার প্রশান্ত নন্দী ও সিভিক সন্তোষ সরকারকে মৃত বলে ঘোষণা করা হয় । গুরুতর আহত অবস্থায় ড্রাইভার শুভঙ্কর মাঝির চিকিৎসা চলছে । খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা পুলিশ সুপার ।
পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, "একটা দুর্ঘটনা ঘটেছে । দু'জনের মৃত্যু হয়েছে । দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে ।"