ETV Bharat / state

Heroin Seized in Purba Bardhaman : বর্ধমান মাদককাণ্ডে ধৃতের প্রচুর সম্পত্তির সঙ্গে মিলল মাদক সরবরাহকারীদের নাম

পূর্ব বর্ধমানের মাদককাণ্ডে উঠে আসছে একাধিক তথ্য (Heroin Seized in Purba Bardhaman) ৷ ধৃতের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক জমি ও বাড়ির দলিলের পাশাপাশি একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করল এসটিএফ ৷

Heroin Seized in Purba Bardhaman
পূর্ব বর্ধমান মাদক কাণ্ড
author img

By

Published : Jan 19, 2022, 10:58 PM IST

বর্ধমান, 19 জানুয়ারি : মাদক কারবারে অভিযুক্ত বাবর মণ্ডলকে সঙ্গে নিয়ে বুধবার তার বর্ধমানের দুটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর সম্পত্তির হদিশ পেল এসটিএফ (Purba Bardhaman News) ৷

Heroin Seized in Purba Bardhaman
ধৃতের স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে বাড়ি তল্লাশি এসটিএফের

10 জানুয়ারি 65 কোটি মূল্যের 13 কেজি হেরোইন ও মাদক তৈরির সরঞ্জাম-সহ পূর্ব বর্ধমানের পাল্লার শ্রীরামপুরের বাসিন্দা বাবর মণ্ডল ও তার ছেলে রাহুল মণ্ডলকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ । এরপর সেই ঘটনায় বাবা ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করে ভিনরাজ্য থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ ৷

আরও পড়ুন : Heroin Seized in Purba Bardhaman : মুরগির খাবারের গাড়িতে 10 বছর ধরে চলত পাচার, চাঞ্চল্যকর তথ্য মাদককাণ্ডে

বুধবার বর্ধমানে এসটিএফের দুটি দল এসে ধৃত বাবর মণ্ডলের গোপালনগরের বাড়ি থেকে তার স্ত্রী সাবিনা মণ্ডল ও ছোট ছেলে রাজকে সঙ্গে নিয়ে বিবেকানন্দ কলেজ মোড় সংলগ্ন এলাকার বাড়িতে গিয়ে তল্লাশি চালায় । এরপর সেখান থেকে বেশ কিছু জমি ও বাড়ির দলিল উদ্ধার করার পাশাপাশি পুলিশ বাজেয়াপ্ত করে তাদের চারচাকা গাড়িটি । এছাড়া একটা ডায়েরির সন্ধান পাওয়া গিয়েছে যেখানে বেশ কিছু মাদক সরবরাহকারীদের নাম ও ফোন নম্বরের তালিকা রয়েছে ৷

বর্ধমান মাদককাণ্ডে ধৃতকে নিয়ে বাড়ি তল্লাশি চালাল এসটিএফ
স্থানীয় বাসিন্দা রামানুজ রায় বলেন, "প্রশাসনের চোখে ধুলো দিয়ে কীভাবে ওই ব্যক্তি মাদকের কারবার চালিয়ে গিয়েছেন সেটাই অবাক লাগছে ।"আরও পড়ুন : Heroin Seized in Purba Bardhaman : বর্ধমান থেকে বাজেয়াপ্ত 65 কোটির হেরোইন, গ্রেফতার বাবা-ছেলে

বর্ধমান, 19 জানুয়ারি : মাদক কারবারে অভিযুক্ত বাবর মণ্ডলকে সঙ্গে নিয়ে বুধবার তার বর্ধমানের দুটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর সম্পত্তির হদিশ পেল এসটিএফ (Purba Bardhaman News) ৷

Heroin Seized in Purba Bardhaman
ধৃতের স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে বাড়ি তল্লাশি এসটিএফের

10 জানুয়ারি 65 কোটি মূল্যের 13 কেজি হেরোইন ও মাদক তৈরির সরঞ্জাম-সহ পূর্ব বর্ধমানের পাল্লার শ্রীরামপুরের বাসিন্দা বাবর মণ্ডল ও তার ছেলে রাহুল মণ্ডলকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ । এরপর সেই ঘটনায় বাবা ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করে ভিনরাজ্য থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ ৷

আরও পড়ুন : Heroin Seized in Purba Bardhaman : মুরগির খাবারের গাড়িতে 10 বছর ধরে চলত পাচার, চাঞ্চল্যকর তথ্য মাদককাণ্ডে

বুধবার বর্ধমানে এসটিএফের দুটি দল এসে ধৃত বাবর মণ্ডলের গোপালনগরের বাড়ি থেকে তার স্ত্রী সাবিনা মণ্ডল ও ছোট ছেলে রাজকে সঙ্গে নিয়ে বিবেকানন্দ কলেজ মোড় সংলগ্ন এলাকার বাড়িতে গিয়ে তল্লাশি চালায় । এরপর সেখান থেকে বেশ কিছু জমি ও বাড়ির দলিল উদ্ধার করার পাশাপাশি পুলিশ বাজেয়াপ্ত করে তাদের চারচাকা গাড়িটি । এছাড়া একটা ডায়েরির সন্ধান পাওয়া গিয়েছে যেখানে বেশ কিছু মাদক সরবরাহকারীদের নাম ও ফোন নম্বরের তালিকা রয়েছে ৷

বর্ধমান মাদককাণ্ডে ধৃতকে নিয়ে বাড়ি তল্লাশি চালাল এসটিএফ
স্থানীয় বাসিন্দা রামানুজ রায় বলেন, "প্রশাসনের চোখে ধুলো দিয়ে কীভাবে ওই ব্যক্তি মাদকের কারবার চালিয়ে গিয়েছেন সেটাই অবাক লাগছে ।"আরও পড়ুন : Heroin Seized in Purba Bardhaman : বর্ধমান থেকে বাজেয়াপ্ত 65 কোটির হেরোইন, গ্রেফতার বাবা-ছেলে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.