বর্ধমান, 18 মে : রেশন ব্যবস্থা খতিয়ে দেখতে পূর্ব বর্ধমানে এলেন রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মুখ্য পরামর্শদাতা রীনা মিত্র। জেলা প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আজ নবান্নের এই আধিকারিক শহরের বেশ কয়েকটি রেশন দোকানে নজরদারি চালান । উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী, পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় সহ অন্য আধিকারিকরা।
আজ বর্ধমান পুরসভার 6 নম্বর ওয়ার্ডের খালাসিপাড়া এলাকায় দুটি রেশন দোকানে সব কিছু খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। খতিয়ে দেখা হয় দোকানের রেজিস্ট্রার, দাঁড়িপাল্লা সবকিছুই। রেশন দোকানের গ্রাহকদের আলাদা আলাদা করে দ্রব্য সামগ্রী দেওয়ার নির্দেশ দেওয়া হয় । এছাড়া বেশ কিছু বিষয় নিয়ে রেশন ডিলারদের সতর্ক করা হয়। এবিষয়ে পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী বলেন, "জেলাজুড়ে রেশন ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করা হচ্ছে । গত মাসে যে রেশন বিলি করা হয়েছে সেখানে কী কী সমস্যা ছিল, কোন কোন বিষয়ে নজর দেওয়া জরুরি, সব বিষয়েই আলোচনা হয়েছে । কারা কুপন পেয়েছে, কাদের কাগজের রেশন কার্ড আছে সব বিষয়েই আলোচনা হয়েছে । রেশন দোকানগুলিতে অভিযোগ জানানোর জন্য কমপ্লেন বক্স রাখার চিন্তাভাবনা করা হচ্ছে । যে সব গ্রাহক রেশন সামগ্রী পাচ্ছেন না, তাঁদের স্পেশাল কুপন দেওয়া হবে। 25 মে'র মধ্যে সেই কুপন পৌঁছে দেওয়া হবে।"
জেলার রেশন ব্যবস্থা নিয়ে পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, "এখনও পর্যন্ত পূর্ব বর্ধমানে ন'জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।"