ETV Bharat / state

হঠাৎ অসুস্থ পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি - TMC

অসুস্থ পূর্ব বর্ধমানের জেলা সভাধিপতি শম্পা ধাড়া । বর্ধমান মেডিকেল কলেজে ICU-তে ভরতি তিনি । চিকিৎসকদের প্রাথমিক অনুমান, স্নায়বিক সমস্যায় ভুগছেন ।

শম্পা ধাড়া
author img

By

Published : Jun 28, 2019, 7:56 PM IST

Updated : Jun 28, 2019, 9:11 PM IST

বর্ধমান, 28 জুন : গুরুতর অসুস্থ পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি শম্পা ধাড়া । বর্ধমান মেডিকেল কলেজে তিনি চিকিৎসাধীন । তাঁকে ICU-তে রাখা হয়েছে । চিকৎসকদের প্রাথমিক ধারণা, স্নায়বিক সমস্যার জেরে অসুস্থ হয়ে পড়েছেন শম্পা দেবী । আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল । আগামী 24 ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন ।

অভ্যাস মতো আজ সকাল সকাল ঘুম থেকে ওঠেননি । এদিকে বেলা বাড়লেও ঘুম না ভাঙায় বাড়ির লোকজন চিন্তিত হয়ে পড়েন । তড়িঘড়ি তাঁকে বর্ধমানের অনাময় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়।

বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু বলেন, "সভাধিপতির মাইগ্রেন-সহ নানা সমস্যা স্নায়বিক সমস্যা রয়েছে । সেই কারণে তিনি বিভিন্ন ধরনের ওষুধ খান । ওষুধের ডোজ় কম-বেশি হয়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন । এখন ভালো আছেন।"

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার উৎপল দাঁ বলেন, "নিউরোলজিক্যাল সমস্যা নিয়ে শম্পা ধাড়াকে প্রথমে অনাময় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁর প্রাথমিক চেকআপ হয় । তারপর তাঁকে বর্ধমান মেডিকেল কলেজের ICU-তে রেফার করা হয় । আপাতত অবস্থা স্থিতিশীল।"

ভিডিয়োয় শুনুন ...

এদিকে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস তাঁর অসুস্থতার প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশায় রয়েছে । শম্পা ভুল ওষুধ খেয়েছিলেন কি না তা নিয়েও ধন্দে তারা ।

বর্ধমান, 28 জুন : গুরুতর অসুস্থ পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি শম্পা ধাড়া । বর্ধমান মেডিকেল কলেজে তিনি চিকিৎসাধীন । তাঁকে ICU-তে রাখা হয়েছে । চিকৎসকদের প্রাথমিক ধারণা, স্নায়বিক সমস্যার জেরে অসুস্থ হয়ে পড়েছেন শম্পা দেবী । আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল । আগামী 24 ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন ।

অভ্যাস মতো আজ সকাল সকাল ঘুম থেকে ওঠেননি । এদিকে বেলা বাড়লেও ঘুম না ভাঙায় বাড়ির লোকজন চিন্তিত হয়ে পড়েন । তড়িঘড়ি তাঁকে বর্ধমানের অনাময় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়।

বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু বলেন, "সভাধিপতির মাইগ্রেন-সহ নানা সমস্যা স্নায়বিক সমস্যা রয়েছে । সেই কারণে তিনি বিভিন্ন ধরনের ওষুধ খান । ওষুধের ডোজ় কম-বেশি হয়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন । এখন ভালো আছেন।"

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার উৎপল দাঁ বলেন, "নিউরোলজিক্যাল সমস্যা নিয়ে শম্পা ধাড়াকে প্রথমে অনাময় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁর প্রাথমিক চেকআপ হয় । তারপর তাঁকে বর্ধমান মেডিকেল কলেজের ICU-তে রেফার করা হয় । আপাতত অবস্থা স্থিতিশীল।"

ভিডিয়োয় শুনুন ...

এদিকে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস তাঁর অসুস্থতার প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশায় রয়েছে । শম্পা ভুল ওষুধ খেয়েছিলেন কি না তা নিয়েও ধন্দে তারা ।

Intro:জেলা পরিষদের সভাধিপতি হঠাত অসুস্থ, কারণ নিয়ে ধোঁয়াশা

পুলক যশ

ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি শম্পা ধারা। শুক্রবার বেলায় গুরুতর অসুস্থ অবস্থায় তাকে তার বাড়ি থেকে প্রথমে বর্ধমান অনাময় হাসপাতাল এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে অসুস্থতা জনিত কারণে বেশ কিছুদিন ধরেই তিনি ওষুধ খাচ্ছেন। আজ সকালের দিকে তিনি ঘুম থেকে ওঠেননি, এদিকে বেলা বাড়তে থাকায় তার না ঘুম না বাংলায় ভাঙ্গায় বাড়ির লোকেরা চিন্তিত হয়ে পড়েন। তাকে তড়িঘড়ি বর্ধমানের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরো বিভাগে চিকিৎসা করানোর পর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তাকে ভর্তি করা হয়।
বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু বলেন, মাইগ্রেশন সহ নানা সমস্যার কারণে তিনি বিভিন্ন ধরনের ওষুধ খান। সেই ওষুধের ডোজ কম বেশি হয়ে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন।
তবে এখন তিনি ভালো আছেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সুপার ডাঃ উৎপল দাঁ বলেন নিউরোলজিক্যাল সমস্যা নিয়ে জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা প্রথমে অনাময় হাসপাতালে যান। সেখানে চিকিৎসা করানোর পরে তাকে বর্ধমান মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি করানো হয়।তার নিউরোলজিক্যাল একটা সমস্যা হয়েছিল। অনাময় হাসপাতলে তাকে ফিজিক্যাল চেকআপ করানো হয়। তার অবস্থা স্থিতিশীল। এরপর তাকে বর্ধমান মেডিকেল কলেজে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তবে ঠিক কি কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন সেটা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে। তবে দলীয় সূত্রে তার অসুস্থতার প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। তিনি সত্যিই কোন ভুল ওষুধ খেয়েছিলেন কি না তা নিয়েও প্রশ্ন উঠছে।Body:জেলা পরিষদের সভাধিপতি হঠাত অসুস্থ Conclusion:কারণ নিয়ে ধোঁয়াশা
Last Updated : Jun 28, 2019, 9:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.