ETV Bharat / state

কোনও IPS-এর উপর ভরসা নেই মমতার : মুকুল

IPS অফিসারদের বদলি নিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনা মুকুল রায়ের ৷ বললেন, কোনও IPS অফিসারের উপরই ভরসা রাখতে পারছেন না মমতা ৷

author img

By

Published : Jan 2, 2020, 10:30 AM IST

Updated : Jan 2, 2020, 3:03 PM IST

ips transfe
IPS বদলি নিয়ে মুখ খুললেন মুকুল রায়

দুর্গাপুর, 2 জানুয়ারি : বছরের শেষদিনে রাজ্যের একাধিক জেলাসহ কলকাতা পুলিশেও বেশ কিছু IPS অফিসারকে বদলি করা হয়। IPS-দের এই আচমকা বদলি নিয়ে মুখ খুললেন BJP নেতা মুকুল রায় । বছরের প্রথমদিনে দুর্গাপুরে এক সাংবাদিক বৈঠকে মুকুল রায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজের ছায়া দেখলেও ভয় পাচ্ছেন। তাই উনি কোনও IPS অফিসারের উপর বিশ্বাস রাখতে পারছেন না । আজ যাঁর প্রশংসা করছেন কালই সেই অফিসারকে বলছেন কাজ ঠিক হচ্ছে না ।"

IPS-দের বদলি নিয়ে মুখ খুললেন মুকুল রায়

বছরের শেষদিনে IPS বদলির ঘটনায় রাজ্য রাজনীতিতে আলোচনা শুরু হয় । এভাবে IPS বদলির জন্য বছরের শেষদিনকে বেছে নেওয়ায় অনেকেই অবাক হন । গতকাল সেই প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন মুকুল রায় । তিনি বলেন, "কোনও IPS-এর উপরেই ভরসা নেই মমতার । আজ যাঁকে বলছেন, কাজ ঠিক হচ্ছে ৷ কালই আবার তাঁর সমালোচলা করছেন । সেজন্য তাঁকে এত পরিবর্তন করতে হচ্ছে ।" আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে BJP । এই দাবি জানিয়ে মুকুল বলেন, "মমতা বন্দ্যোপাধ্য়য় নিজে বুঝতে পারছেন যে ২০২১ এ তিনি আর ক্ষমতায় থাকছেন না। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এ রাজ্যে সরকার গঠন হতে চলেছে ।"

এই রাজ্যে বহু জেলার পৌরসভাগুলির বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও নির্বাচন হয়নি বলে তৃণমূল সরকারের সমালোচনা করেন তিনি । মুকুল বলেন," মার্চ -এপ্রিল মাসে পৌরসভাগুলোতে ভোট হতে পারে বলে জানতে পেরেছি। রাজ্য সরকারের হাতে থাকা পৌরসভাগুলি সুরক্ষিত নয় । যদি মানুষ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তাহলে পৌরসভাগুলিতে BJP বিপুলভাবে জয় পাবে।"

দুর্গাপুর, 2 জানুয়ারি : বছরের শেষদিনে রাজ্যের একাধিক জেলাসহ কলকাতা পুলিশেও বেশ কিছু IPS অফিসারকে বদলি করা হয়। IPS-দের এই আচমকা বদলি নিয়ে মুখ খুললেন BJP নেতা মুকুল রায় । বছরের প্রথমদিনে দুর্গাপুরে এক সাংবাদিক বৈঠকে মুকুল রায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজের ছায়া দেখলেও ভয় পাচ্ছেন। তাই উনি কোনও IPS অফিসারের উপর বিশ্বাস রাখতে পারছেন না । আজ যাঁর প্রশংসা করছেন কালই সেই অফিসারকে বলছেন কাজ ঠিক হচ্ছে না ।"

IPS-দের বদলি নিয়ে মুখ খুললেন মুকুল রায়

বছরের শেষদিনে IPS বদলির ঘটনায় রাজ্য রাজনীতিতে আলোচনা শুরু হয় । এভাবে IPS বদলির জন্য বছরের শেষদিনকে বেছে নেওয়ায় অনেকেই অবাক হন । গতকাল সেই প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন মুকুল রায় । তিনি বলেন, "কোনও IPS-এর উপরেই ভরসা নেই মমতার । আজ যাঁকে বলছেন, কাজ ঠিক হচ্ছে ৷ কালই আবার তাঁর সমালোচলা করছেন । সেজন্য তাঁকে এত পরিবর্তন করতে হচ্ছে ।" আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে BJP । এই দাবি জানিয়ে মুকুল বলেন, "মমতা বন্দ্যোপাধ্য়য় নিজে বুঝতে পারছেন যে ২০২১ এ তিনি আর ক্ষমতায় থাকছেন না। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এ রাজ্যে সরকার গঠন হতে চলেছে ।"

এই রাজ্যে বহু জেলার পৌরসভাগুলির বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও নির্বাচন হয়নি বলে তৃণমূল সরকারের সমালোচনা করেন তিনি । মুকুল বলেন," মার্চ -এপ্রিল মাসে পৌরসভাগুলোতে ভোট হতে পারে বলে জানতে পেরেছি। রাজ্য সরকারের হাতে থাকা পৌরসভাগুলি সুরক্ষিত নয় । যদি মানুষ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তাহলে পৌরসভাগুলিতে BJP বিপুলভাবে জয় পাবে।"

Intro:২০১৯ এর শেষদিনে রাজ্যের একাধিক জেলায় এবং কলকাতা পুলিশের বেশ কিছু আইপিএস অফিসারের বদলী হয়।যা নিয়ে আজ দুর্গাপুরে বসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপি নেতা মুকুল রায় বলেন, "" মমতা ব্যানার্জ্জী এখন নিজের ছায়া দেখলেও ভয় পাচ্ছেন। তাই উনি কোনও আইপিএস অফিসারকেই স্থির রাখতে পারছে না।আজকে এক আইপিএস কে বলছে এ ঠিক কাজ করছে না।আরেকদিন আরেকজনকে বলছে এ ঠিক কাজ করছে না।প্রত্যেককে পরিবর্তন করছে।অতএব মমতা ব্যানার্জ্জী নিজে বুঝতে পারছে যে ২০২১ এ তিনি আর ক্ষমতায় থাকছেন না।ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এরাজ্যে সরকার গঠন হতে চলেছে।""এরাজ্যের বহু জেলার পুরসভাগুলির বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও নির্বাচন হয়নি বলে অভিযোগ তুলে মুকুল রায় বলেন, "" মার্চ -এপ্রিল মাসে ভোট করতে পারে বলে জানতে পেরেছি।রাজ্যসরকারের হাতে থাকা পুরসভাগুলি সুরক্ষিত নয়।যদি মানুষ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে পুরসভাগুলিতে বিজেপি বিপুল ভাবে জয় পাবে""বলেও জানান পোড় খাওয়া এই বিজেপি নেতা।।।Body:গConclusion:হ
Last Updated : Jan 2, 2020, 3:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.