গোয়ালিয়র, 6 অক্টোবর: পাকিস্তানকে তাঁদের ডেরায় গিয়ে হারিয়ে এসেছিল বাংলাদেশ ৷ ভারত সফরে এসে ক্লাউড নাইন থেকে সোজা বাস্তবের রুক্ষ মাটিতে আছড়ে পড়েছে টাইগাররা ৷ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে ‘নাজমুল হোসেন শান্ত অ্যান্ড কোং’কে ৷ বৃষ্টিবিঘ্নিত গ্রিন পার্কে আড়াইদিনেরও কম সময়ে টেস্ট জিতে নিয়েছে টিম ইন্ডিয়া ৷
পাঁচদিনের ফর্ম্যাটে নাস্তানাবুদ হওয়ার পর এবার শুরু হচ্ছে কুড়ি-বিশের মহারণ ৷ টি-20 বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে বাংলাদেশ কী করে, সেদিকেই তাকিয়ে সমর্থকরা ৷ তিন ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে আজ গোয়ালিয়রে শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের ভারত ও নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ ৷
🗣️ It's a good opportunity for the youngsters & newcomers.#TeamIndia Captain @surya_14kumar ahead of the T20I series against Bangladesh.#INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/T7kM6JO02o
— BCCI (@BCCI) October 5, 2024
ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), আর্শদীপ সিং, হর্ষিত রানা ও ময়াঙ্ক যাদব
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান
🚨 NEWS 🚨
— BCCI (@BCCI) October 5, 2024
Shivam Dube ruled out of #INDvBAN T20I series.
The Senior Selection Committee has named Tilak Varma as Shivam’s replacement.
Details 🔽 #TeamIndia | @IDFCFIRSTBank
ভারত-বাংলাদেশ টি-20 সিরিজ মোট আটটি ভাষায় সম্প্রচার করা হবে ৷ বাংলা, ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, ভোজপুরি এবং হরিয়ানভি ভাষায় অনুরাগীরা লাইভ-অ্যাকশনের সময় এবং স্টুডিও শো’র মাধ্যমে প্রতিটি বলের বিশ্লেষণ উপভোগ করতে পারবেন ৷
|
মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল ৷ খেলা শুরু হবে রবিবার, অর্থাৎ আজ সন্ধ্যা 7টা থেকে ৷ ভারতে বিনামূল্যে JioCinema অ্যাপে লাইভ স্ট্রিমিং দেখা যাবে ৷ টিভি সম্প্রচার দেখা যাবে Sports18 - 1 (HD & SD) এবং Colors Cineplex (HD & SD) চ্যানেলে ৷