ETV Bharat / state

ভোররাতে বিস্ফোরণ, ভেঙে পড়ল মাটির বাড়ি, আটক 2 - Bomb

হঠাৎ ভোরে প্রচণ্ড আওয়াজে কেঁপে উঠল বাণেশ্বর গ্রাম ৷ প্রতিবেশীরা ঘর থেকে বেরিয়ে এসে দেখেন একটি মাটির বাড়ি ভেঙে গুঁড়িয়ে গিয়েছে ৷ আর তাতে চাপা পড়েছে তিনজন ৷ সঙ্গে সঙ্গে তাদের বের করে হাসপাতালে পাঠানো হয় ৷

ভাতারে বিস্ফোরণে ভেঙে গুঁড়িয়ে গিয়েছে মাটির বাড়ি
ভাতারে বিস্ফোরণে ভেঙে গুঁড়িয়ে গিয়েছে মাটির বাড়ি
author img

By

Published : Jul 9, 2021, 12:53 PM IST

ভাতার, 9 জুলাই : বিস্ফোরণে মুহূর্তে ভেঙে পড়ল মাটির বাড়ি ৷ আজ ভোররাতে এই বিস্ফোরণে চাপা পড়েছিল তিনজন ৷ আওয়াজ পাওয়া মাত্র প্রতিবেশীরা তাদের বের করে আনে ৷ ভাতার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর দু'জনকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ । শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বাণেশ্বরপুর গ্রামে । এই ঘটনায় ভাতার থানার পুলিশ দু'জনকে আটক করেছে ।

ভাতারে বিস্ফোরণে ভেঙে গুঁড়িয়ে গিয়েছে মাটির বাড়ি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোররাতে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে বাণেশ্বরপুর গ্রাম । আশেপাশে প্রতিবেশীরা ঘুম থেকে উঠে দেখেন একটা মাটির বাড়ি ভেঙে পড়ে রয়েছে । চাপা পড়েছে লালচাঁদ, তার মা ও বাবা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাতার থানার পুলিশ । পুলিশ ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ভাতার গ্রামীণ হাসপাতালে পাঠায় ।

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ সীমান্তে আগ্নেয়াস্ত্র ও 4 লাখ টাকার হেরোইন উদ্ধার

গ্রামবাসীদের অভিযোগ ও সন্দেহ ওই বাড়িতে বোমা মজুত করে রাখা ছিল । সেই বোমা বিস্ফোরণে মাটির বাড়ি ভেঙে চুরমার হয়ে গিয়েছে । হাসপাতালে নিয়ে যাওয়া হলে লালচাঁদ ও তার বাবা জামরুল মল্লিককে ছেড়ে দেওয়া হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামরুল ও লালচাঁদ দু'জনেই কেরলে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত । মাস খানেক আগে তারা বাড়ি ফেরে । এর আগেও লালচাঁদকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল । পরে জামিন পেয়ে কেরলে চলে যায় সে ৷ তাই সে বোমা মজুত করেছিল বলে অনুমান পুলিশের ।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক অনুমান বোমা বিস্ফোরণের জেরেই বাড়িটি ভেঙে পড়েছে । তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ভাতার, 9 জুলাই : বিস্ফোরণে মুহূর্তে ভেঙে পড়ল মাটির বাড়ি ৷ আজ ভোররাতে এই বিস্ফোরণে চাপা পড়েছিল তিনজন ৷ আওয়াজ পাওয়া মাত্র প্রতিবেশীরা তাদের বের করে আনে ৷ ভাতার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর দু'জনকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ । শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বাণেশ্বরপুর গ্রামে । এই ঘটনায় ভাতার থানার পুলিশ দু'জনকে আটক করেছে ।

ভাতারে বিস্ফোরণে ভেঙে গুঁড়িয়ে গিয়েছে মাটির বাড়ি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোররাতে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে বাণেশ্বরপুর গ্রাম । আশেপাশে প্রতিবেশীরা ঘুম থেকে উঠে দেখেন একটা মাটির বাড়ি ভেঙে পড়ে রয়েছে । চাপা পড়েছে লালচাঁদ, তার মা ও বাবা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাতার থানার পুলিশ । পুলিশ ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ভাতার গ্রামীণ হাসপাতালে পাঠায় ।

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ সীমান্তে আগ্নেয়াস্ত্র ও 4 লাখ টাকার হেরোইন উদ্ধার

গ্রামবাসীদের অভিযোগ ও সন্দেহ ওই বাড়িতে বোমা মজুত করে রাখা ছিল । সেই বোমা বিস্ফোরণে মাটির বাড়ি ভেঙে চুরমার হয়ে গিয়েছে । হাসপাতালে নিয়ে যাওয়া হলে লালচাঁদ ও তার বাবা জামরুল মল্লিককে ছেড়ে দেওয়া হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামরুল ও লালচাঁদ দু'জনেই কেরলে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত । মাস খানেক আগে তারা বাড়ি ফেরে । এর আগেও লালচাঁদকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল । পরে জামিন পেয়ে কেরলে চলে যায় সে ৷ তাই সে বোমা মজুত করেছিল বলে অনুমান পুলিশের ।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক অনুমান বোমা বিস্ফোরণের জেরেই বাড়িটি ভেঙে পড়েছে । তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.